ইসরাইল গাজায় গণহত্যার খরচ মার্কিন বাজার থেকে কীভাবে জোগাড় করছে?
https://parstoday.ir/bn/news/west_asia-i149798-ইসরাইল_গাজায়_গণহত্যার_খরচ_মার্কিন_বাজার_থেকে_কীভাবে_জোগাড়_করছে
পার্সটুডে - ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পরিমাণে বন্ড বিক্রির রেকর্ড করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৯, ২০২৫ ১৩:০৬ Asia/Dhaka
  • ইসরাইল গাজায় গণহত্যার খরচ মার্কিন বাজার থেকে কীভাবে জোগাড় করছে?
    ইসরাইল গাজায় গণহত্যার খরচ মার্কিন বাজার থেকে কীভাবে জোগাড় করছে?

পার্সটুডে - ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পরিমাণে বন্ড বিক্রির রেকর্ড করেছে।

আমেরিকান ব্লুমবার্গ নেটওয়ার্কের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ইসরাইলি বন্ড ব্রোকার, যা "ইসরাইল বন্ডস" নামে পরিচিত, ঘোষণা করেছে যে তারা গত বিশ মাসে ৫ বিলিয়ন ডলারের বন্ড বিক্রি করেছে। পার্সটুডে অনুসারে, বন্ড ইস্যুর পরিমাণ পূর্ববর্তী একই সময়ে ইসরাইল যে পরিমাণ বন্ড ইস্যু করেছিল তার দ্বিগুণেরও বেশি।

২০২৪ সালের মার্চ মাসে, ইসরাইল ৮ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বন্ডও বিক্রি করেছিল।

গাজায় চলমান যুদ্ধের পর ইসরাইলের তীব্র আর্থিক সংকট বিশ্ব বাজারে ইসরাইলের বন্ড বিক্রির নজিরবিহীন কারণ হতে পারে, যার ফলে তাদের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে এবং তারা আরও অর্থ সংগ্রহ করতে বাধ্য হচ্ছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।