আগস্ট ১৯, ২০২০ ১৮:৪৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৯ আগস্ট বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • মামলা করতে থানায় গিয়ে ফিরলেন শিপ্রা-দৈনিক প্রথম আলো
  • মালিতে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্টের পদত্যাগ-ইত্তেফাক
  • রাজধানী ঢাকাকে কুকুরমুক্ত করার উদ্যোগ -দৈনিক যুগান্তর
  • শ্রিংলার আচমকা সফর ঘিরে নতুন প্রশ্ন !--মানবজমিন
  • স্বাধীনতার ঘোষণার পাঠক স্বাধীনতার ঘোষক হতে পারে না-ওবায়দুল কাদের-কালের কণ্ঠ
  • সিনহার ঘটনার তদন্তে ও বিচারে দৃষ্টান্ত সৃষ্টি হোক-রাওয়া-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:    

  • ফুসফুসে সংক্রমণের লক্ষণ, প্রণবের শারীরিক অবস্থার অবনতি -আনন্দবাজার পত্রিকা 
  • মোদির বদলে সুষমা প্রধানমন্ত্রী হলে দেশ অনেকটাই এগোতে পারত, কটাক্ষ দ্বিগিজয় সিংয়ের -সংবাদ প্রতিদিন
  • এবার গান্ধী পরিবারের বাইরের কেউ হোক কংগ্রেস সভাপতি, চান প্রিয়াঙ্কাও -আজকাল

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা আকস্মিক সফরে ঢাকা এসেছেন এবং এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। তরা এ সফরকে আপনি কিভাবে দেখছেন?

২. লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা মামলায় হিজবুল্লাহ ও সিরিয়াকে নির্দোষ ঘোষণা করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত। আদালতের ঐ রায় সম্পর্কে আপনি কি বলবেন? 

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

আচমকা সফর ঘিরে নতুন কিছু প্রশ্ন-দৈনিক মানবজমিন


ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার আচমকা ঢাকা সফর নিয়ে কৌতূহল যেমন ছিল তেমনই  ছিল উত্তাপও।  সফরের শেষ পর্যায়ে কৌতূহল আর উত্তাপ আরও বেড়েছে। কূটনৈতিক পর্যবেক্ষকরাও কিছুটা হতবাক হয়েছেন। অনেকেই অংক মেলাতে শুরু করেছেন। কেউ কেউ বলছেন, যেহেতু সফরটি ভারতের আগ্রহে সেজন্য হয়তোবা ঢাকা নতুন কোনো কৌশল নিয়েছে। অত্যন্ত গোপনীয়তায় ভরা এই সফরের একদিন আগেই অবশ্য আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক অধ্যাপক শাহাব আনাম খান বলেছিলেন, এই সফর থেকে তেমন কিছুই আশা করার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে তা সম্পূর্ণ অজানা। কারণ, প্রধানমন্ত্রীর অফিস থেকে সাক্ষাৎ সম্পর্কে কিছুই বলা হয়নি। এমনকি কোন ফটোগ্রাফও রিলিজ হয়নি।

যে ছবি সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে তা গত মার্চ মাসে শ্রিংলা যখন ঢাকা এসেছিলেন তখনকার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়ও বারবার বদল হয়েছে। শুরুতে বেলা তিনটার সময় নির্ধারিত ছিল। দু’দফা পরিবর্তনের পরে রাতে বৈঠকটি হয়েছে। তখন শ্রিংলাকে হোটেলেই বসে থাকতে হয়েছে। বিমানবন্দরেও কিছুটা ব্যতিক্রম দেখা যায়। ভারতীয় প্রধানমন্ত্রীর এই বিশেষ দূতকে স্বাগত জানাতে বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ যাননি। ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ তাকে স্বাগত জানিয়েছেন। এই সফর নিয়ে ভারতীয় মিডিয়ায়ও তেমন কোন উচ্ছ্বাস নেই।

আনন্দবাজার পত্রিকা ‘হাসিনার সঙ্গে বৈঠকে বিদেশ সচিব’ শিরোনামে প্রকাশিত খবরে নরেন্দ্র মোদির জমানায় প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের সেটা স্মরণ করিয়ে দিয়েছে। দ্য হিন্দু এক রিপোর্টে বলেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় দু’ দেশের সম্পর্কের একটি রোডম্যাপ নিয়ে কথা হয়েছে। ঢাকার বিদেশ মন্ত্রণালয় থেকেও কিছু বলা হয়নি। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গেও ভারতের বিদেশ সচিবের মোলাকাত হয়নি। ড. মোমেন মঙ্গলবার বিকেলেই তিনদিনের এক সফরে সিলেট চলে গেছেন। আসলে কী বিষয় নিয়ে আলোচনা করতে এসেছিলেন তা হয়তো এখনই জানা যাবে না।তবে মিডিয়া রিপোর্ট এবং ওয়াকিবহাল সূত্রগুলো বলছে, ঢাকায় চীনের উপস্থিতি নিয়েই বেশি উদ্বিগ্ন ভারত। বিশেষ করে তিস্তা প্রকল্পে চীনের ১০০ কোটি ডলার ঋণ দেয়ার খবর দিল্লিকে বিচলিত করেছে। চীনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষা বাংলাদেশে চালানোর ছাড়পত্র দেয়ায় উদ্বেগের মাত্রা আরও বেড়েছে। সিলেট ওসমানী বিমানবন্দর প্রকল্পে চীনা অর্থায়নকেও ভারত সন্দেহের চোখে দেখছে।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে চীনের ভূমিকা নিয়েও দিল্লি নানাভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ঢাকার একজন নিরাপত্তা বিশ্লেষক বলছিলেন, ভারত-চীন যুদ্ধ হলে ঢাকার ভূমিকা কী হবে এটাও তারা জানতে চাচ্ছে। কারণ, লাদাখে ২০ জন ভারতীয় সৈন্য মারা যাবার পর ঢাকার তরফে নিন্দাসূচক কোন বক্তব্য দেয়া হয়নি। ছিল শান্তির পক্ষে আওয়াজ।

আনন্দবাজার এই সফরকে আনঅফিশিয়াল বলে উল্লেখ করেছে। রিপোর্টে বিশেষজ্ঞদের বরাতে পত্রিকাটি জানায়, মোদির জমানায় প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। গত বছর নাগরিকত্ব আইন বা জাতীয় নাগরিকপুঞ্জিকে কেন্দ্র করে বিজেপি নেতাদের মন্তব্য ভারত-বাংলাদেশের সম্পর্কে প্রভাব ফেলেছিল। এখন লাদাখে চীন-ভারত স্নায়ু যুদ্ধ চলছে। আর পুরনো সুসম্পর্কের জেরে বাংলাদেশের উপর ক্রমাগত প্রভাব বাড়িয়ে চলেছে চীন। ভারত-বাংলাদেশ তিস্তা চুক্তি আটকে আছে। কিন্তু শুষ্ক মৌসুমে তিস্তার জলস্তর ধরে রাখার প্রকল্পে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দিয়েছে চীন। করোনার সম্ভাব্য টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষা বাংলাদেশে চালানোর ছাড়পত্র পেয়েছে চীন।
 

বাজারের ব্যাগে করে ২৫ লাখ টাকা বাছিরকে ঘুষ দেন ডিআইজি মিজান, আদালতে সাক্ষ্য দিলেন ফানাফিল্যা-দৈনিক প্রথম আলো

ঘুষ গ্রহণের মামলায় দুদকের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির এবং পুলিশের বরখাস্ত হওয়া ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ সাক্ষ্য দেন মামলার বাদী দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা। আগামী ২ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন ওই আদালতের বিচারক শেখ নাজমুল আলম।

এর আগে কারাগারে থাকা আসামি খন্দকার এনামুল বাছির এবং ডিআইজি মিজানুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালতে দেওয়া সাক্ষ্যে দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা বলেন, আসামি খন্দকার এনামুল বাছির দুদকের কর্মকর্তা হয়ে ক্ষমতার অপব্যবহার করে ডিআইজি মিজানুর রহমানকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য ৪০ লাখ টাকা ঘুষ নেন। অপর দিকে ডিআইজি মিজানুর রহমান সরকারি কর্মকর্তা হয়ে নিজের বিরুদ্ধে আনা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে রেহাই পেতে দুদকের পরিচালক এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেন। ডিআইজি মিজানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়টি দুদক অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়। অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় এনামুল বাছিরকে। অনুসন্ধান চলাকালীন ২০১৯ সালের ৯ জুন বিভিন্ন গণমাধ্যমে খন্দকার এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছেন ডিআইজি মিজানুর রহমান—এমন প্রতিবেদন প্রকাশিত হয়। আসামি ডিআইজি মিজানুর রহমান গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ঘুষ দেওয়ার বিষয়টি জাতির সামনে স্বীকার করে নেন। তিনি তখন জানান, এনামুল বাছিরকে তিনি ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছেন। বিষয়টি দুদকের নোটিশে এলে শক্তিশালী একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির কাছে লিখিতভাবে খন্দকার এনামুল বাছির ঘুষের টাকা নেওয়ার কথা স্বীকার করেন।

৩ কিশোর হত্যায় কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি-দৈনিক প্রথম আলো

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) তিন কিশোর হত্যাকাণ্ডে কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় তদন্ত কমিটি। দুই সদস্যের এই তদন্ত কমিটি আজ বুধবার প্রতিবেদন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে। জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) যুগ্ম সচিব সৈয়দ নুরুল বাসির প্রথম আলোকে বলেন, ‘শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যাকাণ্ডে কর্তৃপক্ষের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছি। আজকের কোনো এক সময় মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে। পরে মহাপরিচালক ওই প্রতিবেদন সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠাবেন।’

বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি: ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী  করোনায় এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা ৭ লাখ ৮৪ হাজার ছাড়াল। মোট আক্রান্ত ২২,৩১৭,২২ জন। সুস্থ হয়েছেন ১৫,০৬,২১৮ জন। ভারতে করোনায় একদিনে রেকর্ড ১০৯২ জনের মৃত্যু হয়েছে।

রাজধানীকে কুকুরমুক্ত করার উদ্যোগ-দৈনিক যুগান্তর

ঢাকাকে কুকুর মুক্ত করার উদ্যোগ

রাজধানী থেকে ৩০ হাজার কুকুর শহরের বাইরের লোকালয়ে স্থানান্তরিত করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো: আবু নাছের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।খবর বিবিসির তিনি বলেন, রাস্তার কুকুরগুলো স্থানান্তরিত করার পরিকল্পনা রয়েছে।প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কুকুরগুলোকে মাতুয়াইল এলাকায় স্থানান্তরিত করার কথা ছিল। কিন্তু সেখানে কুকুরগুলো খাবারের সংকটে পরার আশঙ্কা রয়েছে বলে সেটা বাতিল করা হয়েছে। কুকুরগুলোকে স্থানান্তরিত করার পরও যাতে খাবারের সংকট তৈরি না হয় সে জন্য এগুলোকে ঢাকার বাইরের জনপদ অর্থাৎ যেখানে মানুষের বসবাস রয়েছে তেমন কোন এলাকায় নিয়ে ছেড়ে দেয়ার কথা ভাবা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। তবে কোন কোন এলাকায় এগুলোকে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। কুকুর নিয়ে কাজ করে এমন সংস্থাগুলোর ২০১৭ সালে দেয়া তথ্য অনুযায়ী ঢাকার রাস্তা ঘাটে ঘুরে বেড়ানো কুকুরের সংখ্যা অন্তত এক লাখ।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

এবার গান্ধী পরিবারের বাইরের কেউ হোক কংগ্রেস সভাপতি, চান প্রিয়াঙ্কাও- দৈনিক আজকাল 

রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

গান্ধী পরিবারের হাতেই থাকবে রাশ? নাকি এবার অন্য কেউ বসবেন কংগ্রেস সভাপতি পদে। গত এক বছর ধরে চলা এই জল্পনায় ভাই রাহুল গান্ধীর মতের দিকেই ঝুঁকে রইলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনিও চান গান্ধী পরিবারের বাইরের কেউ কংগ্রেসের সভাপতি হোক এবার।

প্রিয়াঙ্কার কথায়, ‘হয়তো ইস্তফাপত্রে নয়, তবে কোথাও একটা রাহুল বলেছিল, ও চায় এবার কংগ্রেস প্রেসিডেন্ট গান্ধী পরিবারের বাইরের কেউ হোক। আমি এই মত সমর্থন করি।’ পাশাপাশি তাঁর বক্তব্য, ‘কংগ্রেসের উচিত নিজস্ব পথ অনুসন্ধান করা।’ অর্থাৎ তাঁর সাফ কথা, এবার সময় এসেছে পরিবারের বাইরে বেরনোর। দলেরও এবার উচিত আলাদা রাস্তা দেখা। এবং গান্ধী পরিবারের বাইরে কেউ সভাপতি হলে খুশি মনেই তিনি সেটা মেনে নেবেন।

গত লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির দায় মাথায় নিয়ে গত বছর ১০ আগস্ট কংগ্রেস প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন রাহুল গান্ধী। স্থির হয় দলীয় মুখ্য নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন সোনিয়া গান্ধী।

মোদির বদলে সুষমা প্রধানমন্ত্রী হলে দেশ অনেকটাই এগোতে পারত, কটাক্ষ দ্বিগিজয় সিংয়ের-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র কটাক্ষ করে এবার মন্তব্য কংগ্রেসের বর্ষীয়ান নেতা দ্বিগিজয় সিংয়ের। নরেন্দ্র মোদির তুলনায় প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম পছন্দ ছিল প্র‌য়াত বিজেপি নেত্রী সু্ষমা স্বরাজ (Sushma Swaraj)। বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে এমনটাই লিখলেন তিনি। তাঁর মতে, মোদির বদলে বিজেপি (BJP) যদি সুষমা স্বরাজকে প্রধানমন্ত্রী পদে বসাত, তাহলে দেশ অনেকটাই এগোতে পারত। এমনকী বেঁচেও থাকতেন সুষমা।

এদিন টুইটারে দ্বিগিজয় সিং লেখেন, ‘‘কে বলতে পারে, যদি বিজেপি ২০১৪ সালে মোদিজির জায়গায় সু্ষমা স্বরাজজিকে প্রধানমন্ত্রী পদের জন্য বেছে নিত, তাহলে হয়তো দেশ আরও এগোতে পারত। এমনকী তিনি হয়তো এখনও আমাদের মধ্যে বেঁচে থাকতেন। একটি টিভি অনুষ্ঠানে সবার সামনেই আমি সুষমা স্বরাজকে সেকথা বলেওছিলাম।’’ তবে নিজের এই বক্তব্যের পর কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকেও খোঁচা দিতে ছাড়েননি তিনি। লেখেন, ‘‘দয়া করে ‌স্মৃতি ইরানিজি আপনি আবার এই সব নিয়ে ভাবতে শুরু করে দেবেন না।’’ এছাড়া অপর একটি টুইটে একটি প্রতিবেদনও শেয়ার করেন তিনি। যেখানে বলা হয়েছে, যে সব দেশে কোনও মহিলা দেশের শীর্ষস্থানে রয়েছে, সেই সমস্ত দেশ করোনার মোকাবিলায় অন্যদের থেকে অনেকটাই এগিয়ে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯

ট্যাগ