অক্টোবর ২৮, ২০২০ ১৭:২২ Asia/Dhaka
  • কথাবার্তা: রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সু চিকে যুক্তরাষ্ট্রের চাপ

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৮ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

 

বাংলাদেশের শিরোনাম:

  • আত্মরক্ষায় শক্তিশালী সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠায় গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর-দৈনিক প্রথম আলো
  • বিএনপি নির্বাচনকে ভয় পায় : সেতুমন্ত্রী'-দৈনিক কালেরকণ্ঠ
  • ইরফান সেলিম ও তার দেহরক্ষীকে ৩ দিনের রিমান্ডে পেল পুলিশ - দৈনিক যুগান্তর
  • মহানবীর ব্যাঙ্গচিত্র: ফ্রান্সের পাশে দাঁড়ালো ব্রিটেন- দৈনিক ইত্তেফাক
  • রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সু চিকে যুক্তরাষ্ট্রের চাপ -দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১৪৯৩-দৈনিক মানবজমিন
  • এবার ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিলেন ডা. জাকির নায়েক-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:   

  • আন্তর্জাতিক উড়ানে বিধিনিষেধের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়াল ডিজিসিএ-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • দু’‌ গজের দূরত্ব’‌, বিহারে ভোটারদের স্মরণ করালেন মোদি-দৈনিক আজকাল
  • বিজেপির পোষ্য সংস্থায় পরিণত হয়েছে NIA’, আবারও বিস্ফোরক মেহবুবা মুফতি-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কতাবার্তার প্রশ্ন

কথাবার্তার প্রশ্ন
১. সেনাবাহিনী মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক- একথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার পর্যবেক্ষণ কী?
২. ধর্ষণ মামলা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বাদ দেয়ার আবেদন প্রত্যাখ্যান করেছেন একজন বিচারক। কী বলবেন আপনি?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ

আন্তর্জাতিক উড়ানে বিধিনিষেধের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়াল ডিজিসিএ-দৈনিক আনন্দবাজার পত্রিকা

আনলক ৫ এর সময়সীমা আরও এক মাস বেড়েছে। তার সঙ্গে তাল মিলিয়েই যাত্রিবাহী আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞাও বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) বিজ্ঞপ্তি দিয়ে এই নির্দেশিকা জারি করেছে। তবে কার্গো বিমান এবং নির্ধারিত কিছু উড়ানের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকরী হবে না বলেও জানিয়েছে ডিজিসিএ।

আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা এবং ছাড় সংক্রান্ত বিজ্ঞপ্তি শেষ বার জারি হয়েছিল ২৬ জুন। ওই বিজ্ঞপ্তিতে বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি ছিল ৩১ অক্টোবর পর্যন্ত। অন্য দিকে আনলক-৫ এর মেয়াদও ছিল একই দিন পর্যন্ত। নতুন করে আনলক-৬ ঘোষণার পরিবর্তে আনলক-৫ এর মেয়াদই বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের এই সংক্রান্ত ঘোষণার পরে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই বিজ্ঞপ্তি জারি করে ডিজিসিএ।

দু’‌ গজের দূরত্ব’‌, বিহারে ভোটারদের স্মরণ করালেন মোদি-দৈনিক আজকাল

বুধবার বিহারে শুরু হল প্রথম দফার বিধানসভা নির্বাচন। ২৪৩টি আসনের মধ্যে ৭১টি আসনে এদিন ভোট। করোনা আবহে দেশে এই প্রথম কোনও বড় ভোট হচ্ছে। নির্বাচন কমিশন ভোটারদের জন্য একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছে। প্রার্থী, ভোটকর্মীদের জন্যও জারি রয়েছে নির্দেশিকা।

প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদি

এর মধ্যে ভোটারদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদিও। টুইটারে লিখলেন, ‘‌আজ বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফা। গণতন্ত্রের এই উৎসবে সকল ভোটারদের অংশগ্রহণ করার জন্য আর্জি জানাচ্ছি, অবশ্যই কোভিড বিধি মেনে। দু’‌ গজের দূরত্ব স্মরণ রাখুন। মাস্ক পরুন। মনে রাখবেন, আগে ভোট, তার পর আনন্দ।’‌ এদিনও বিহারের তিন জায়গায় প্রচারসভা করবেন মোদি। মুজফ্‌ফরপুর, রাজধানী পাটনা এবং দ্বারভাঙ্গা। দ্বারভাঙ্গা জেলার দু’‌ জায়গায় প্রচার করবেন রাহুলও। গত শুক্রবারও রাজ্যের তিন জায়গায় সভা করেছিলেন তিনি এবং রাহুল গান্ধী। 

বিজেপির পোষ্য সংস্থায় পরিণত হয়েছে NIA’, আবারও বিস্ফোরক মেহবুবা মুফতি-দৈনিক সংবাদ প্রতিদিন

NIA তথা জাতীয় তদন্তকারী সংস্থাকে বিজেপির ‘পোষ্য সংস্থা’ বলে তোপ দাগলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। বুধবার শ্রীনগরের ১০টি স্থানে তল্লাশি চালায় NIA। তার মধ্যে রয়েছে ইংরেজি দৈনিক ‘গ্রেটার কাশ্মীরে’র দপ্তরও। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই মন্তব্য করলেন মেহবুবা।সন্ত্রাসবাদীদের আর্থিক মদত দেওয়ার অভিযোগে আজ জম্মু ও কাশ্মীরের (J&K) বেশ কয়েকটি তল্লাশি চালিয়েছে এনআইএ। এদিকে গতকালই কেন্দ্রের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, যে কোনও ভারতীয়ই এবার এই কেন্দ্রশাসিত অঞ্চলে জমি কিনতে পারবেন। মেহবুবার টুইটে এই দুই প্রসঙ্গই উঠে এসেছে।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি

অন্য একটি টুইটেও আক্রমণাত্মক মেহবুবা দাবি করেন, যারা লাইনে আসতে চাইবে না তাদের ভয় দেখাতে ও হুমকি দিতে ব্যবহার করা হচ্ছে NIA-কে। তিনি লেখেন ‘‘দুঃখজনকভাবে বিজেপির পোষ্য সংস্থাতে পরিণত হয়েছে এনআইএ।’’ মানবাধিকার কর্মী খুরাম পারভেজ ও ‘গ্রেটার কাশ্মীরে’র দপ্তরে এনআইএ’র হানা প্রসঙ্গে তিনি লেখেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতকে কীভাবে সরকার অবদমন করতে চাইছে, এটা তার অন্যতম উদাহরণ।৳

পার্সটুডে/বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ