কথাবার্তা: আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৬ নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ম্যারাডোনার সম্মানে বদলে যাচ্ছে সান পাওলো স্টেডিয়ামের নাম-দৈনিক কালেরকণ্ঠ
- ডিসেম্বরেই টিকা দিতে শুরু করবে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য-দৈনিক প্রথম আলো
- করোনায় একদিনেই ১২ হাজারের বেশি মানুষের প্রাণহানি, আমাদের লড়াই এখন শুধু ভাইরাসের সঙ্গে: বাইডেন-দৈনিক যুগান্তর
- বিএনপি’র মুখে গণতন্ত্রের কথা হাস্যকর-দৈনিক মানবজমিন
- মহামারির মধ্যে মানুষকে অবশ্যই সক্রিয় থাকতে হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- কৃষকদের অভিযান রুখতে তৎপর দিল্লি পুলিশ, সীমানায় তৈরি সিআরপিএফ-আনন্দবাজার পত্রিকা
- দুর্বল হল নিভার, তবে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু, পুদুচেরি -দৈনিক আজকাল
- বন্দিবস্থায় কীভাবে মোবাইল পেলেন লালু? অডিও ক্লিপ নিয়ে তদন্তের নির্দেশ ঝাড়খণ্ড প্রশাসনের -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
ম্যারাডোনার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক- দৈনিক ইত্তেফাক
আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই আর্জেন্টাইন খেলোয়াড় বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং যুগে যুগে তাঁর ক্রীড়া নৈপুণ্য ভবিষ্যত ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রী এই ফুটবল মহানায়কের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ম্যারাডোনার সম্মানে বদলে যাচ্ছে সান পাওলো স্টেডিয়ামের নাম-দৈনিক কালেরকণ্ঠ
ফুটবল বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। গতকাল বুধবার নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই মহা-তারকা।
বিশ্বজয়ী কিংবদন্তি ফুটবল তারকা ম্যারাডোনার মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব। ম্যারাডোনার সম্মানে এরই মধ্যে ইতালির সান পাওলো স্টেডিয়ামের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্টেডিয়ামটির নতুন নাম হবে দিয়াগো আরমান্দো ম্যারাডোনা। ম্যারাডোনার সম্মানে স্টেডিয়ামটির পুনরায় নামকরণের দাবি জানায় ফুটবল ক্লাব এসএসসি নেপোলি। পরে তা স্বীকৃতি পায়। স্থানীয় সাংবাদিক ফেব্রিজিও রোমানো বলেন, ফুটবল ইশ্বর দিয়াগো ম্যারাডোনার সম্মানে এরই মধ্যে সান পাওলো স্টেডিয়ামের নাম বদলে দিয়াগো আরমান্দো ম্যারাডোনা রাখার সিদ্ধান্ত হয়েছে।
সুখবর নিয়ে আসছে চীনের সিনোফার্মের টিকা-দৈনিক প্রথম আলো
চীনের টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এগিয়ে থাকা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিএনবিজি) বা সিনোফার্ম করোনার টিকা অনুমোদনের জন্য আবেদন করেছে। এর আগে তাদের প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে টিকা উচ্চ কার্যকারিতা দেখিয়েছে।
সিনোফার্মের উপব্যবস্থাপক শি শেংগির বরাতে গত মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সিনোফার্মের সহযোগী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ দুটি করোনার টিকার জন্য আবেদন করেছে। সিএনবিজির অধীনে দুটি টিকা প্রস্তুতে কাজ করছে দুটি ভিন্ন প্রতিষ্ঠান। তারা টিকাটির কার্যকারিতা ও নিরাপত্তার দিকটি খতিয়ে দেখছে। দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ১০টি দেশে এ টিকার পরীক্ষা চলছে। এখনো অবশ্য সিনোফার্মের টিকার নিরাপত্তা ও কার্যকারিতার তথ্য প্রকাশ করা হয়নি।
করোনায় একদিনেই ১২ হাজারের বেশি মানুষের প্রাণহানি -আমাদের লড়াই এখন শুধু ভাইরাসের সঙ্গে: বাইডেনদৈনিক যুগান্তর
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে মারা গেছেন রেকর্ডসংখ্যক ১২ হাজার ৭ জন। দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ বিস্তার লাভ করছে এ মহামারী। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯ হাজার ২০৭ জন। খবর বিবিসি ও আলজাজিরার।
এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৭ লাখ ৪ হাজার ৬৫২ জন এবং মারা গেছেন ১৪ লাখ ২৫ হাজার ৯১৪ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২ হাজার ৩০২ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে, ব্রাজিলে ৬২০ জন এবং ভারতে মারা গেছে ৫১৮ জন ।
এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমাদের নিজেদের মধ্যে আর কোনো লড়াই নেই, এখন যুদ্ধ একটাই- তা হলো করোনাভাইসের সঙ্গে। থ্যাংকস গিভিং ডে উপলক্ষে দেয়া এক ভাষণে বাইডেন এ কথা বলেছেন। খবর বিবিসির। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, করোনার এই মহামারীর সময় ছুটির দিনগুলোতে বাইরে বিনোদনকেন্দ্র বা হোটেল বেস্তোরাঁয় ভিড় না করার অনুরোধ করেছেন।
বিএনপি’র মুখে গণতন্ত্রের কথা হাস্যকর-দৈনিক মানবজমিন
বিদেশিদের কাছে নয়, দেশের জনগণের কাছে নালিশ করতে বিএনপি’র প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি কথায় কথায় বিভিন্ন দূতাবাসে নালিশ করে আর রাতের আঁধারে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। তাদের মুখে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা মানায় না। গতকাল সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা নেই- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্রহীনতা এবং অগণতান্ত্রিক চর্চা যাদের দলগত বৈশিষ্ট্য তাদের মুখে একথা ‘ভূতের মুখে রাম নাম’ ধ্বনির মতো। তিনি বলেন, যাদেরকে ১৯৯৬ সালে জনগণ আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়েছে তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছে। বিএনপি’র মুখে গণতন্ত্রের কথা হাস্যকর। তারা যা করছে আসলে তা জনগণের সঙ্গে প্রতারণা।
মহামারির মধ্যে মানুষকে অবশ্যই সক্রিয় থাকতে হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা-কালের কণ্ঠ
যথেষ্ট ব্যয়াম না করার জন্যে করোনা মহামারি কোন অজুহাত হতে পারে না। মহামারি থাকুক আর নাই থাকুক লোকজনকে অবশ্যই সক্রিয় থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুধবার এ কথা বলেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এমনকি মহামারির আগেও অনেকেরই শারীরিক কর্মকাণ্ড খুব কম ছিল।
জাতিসঙ্ঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি তার শারীরিক কর্মকাণ্ডের আপডেটে জোর দিয়ে বলেছে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্যে ব্যায়াম জরুরি। নিষ্ক্রিয়তার পরিণাম হতে পারে ভয়াবহ।
সংস্থার স্বাস্থ্য প্রচার বিভাগের প্রধান রুডিগার ক্রেচ সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ মহামারির এ সময়ে সক্রিয় থাকতে ডব্লিউএইচও সকলের প্রতি আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, আমরা সক্রিয় না থেকে অসুস্থতার আরেক মহামারি তৈরি করতে পারি।
কৃষকদের অভিযান রুখতে তৎপর দিল্লি পুলিশ, সীমানায় তৈরি সিআরপিএফ-আনন্দবাজার পত্রিকা
শ্রমিক সংগঠনগুলির ডাকে দেশ জোড়া সাধারণ ধর্মঘটের মধ্যেই পঞ্জাব, হরিয়ানা-সহ কয়েকটি রাজ্যের কৃষকদের ‘দিল্লি চলো’ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। নয়া কৃষক আইনের প্রতিবাদে বুধবার থেকে পথে নেমেছেন কৃষকরা। বর্তমানে কৃষকদের জমায়েত হরিয়ানা-দিল্লির সীমানার বদরপুরে রয়েছে কৃষকদের জমায়েত। বৃহস্পতিবারই তাঁদের রাজধানী দিল্লিতে ঢোকার সম্ভাবনা। তবে দিল্লি ও হরিয়ানার পুলিশ-প্রশাসনের তরফেও কড়া বন্দোবস্ত করা হয়েছে। বদরপুরে রাস্তায় ব্যারিকেডের পাশাপাশি নামানো হয়েছে সিআরপিএফ। উড়ছে ড্রোন ক্যামেরা। দিল্লির মেট্রো পরিষেবাও নিয়ন্ত্রণ করা হচ্ছে সকাল থেকে।
দুর্বল হল নিভার, তবে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু, পুদুচেরি -দৈনিক আজকাল
আবহাওয়াবিদরা মনে করেছিলেন, গতিবেগ হবে ১৪৫ কিলোমিটারের আশপাশে। কিন্তু নাহ্। শক্তিক্ষয় হয়েছে নিভারের। তামিলনাড়ুর মারাক্কামে প্রথম আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড়। পুদুচেরি থেকে ৩০ কিলোমিটার দূরে। রাত তখন আড়াইটে।ভারতে শক্তির নিরিখে ঘূর্ণিঝড়কে ক্রমান্বয়ে সাতভাগে ভাগ করা হয়। এই নিভার পঞ্চম স্থানে রয়েছে। শক্তিক্ষয় হলেও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু ও পুদুচেরি। শুধু পুদুচেরিতেই গত ২০ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। জলে ডুবেছে তামিলনাড়ু ও পুদুচেরির বেশ কিছু জেলা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টা এ রকমই প্রবল ঝড়–বৃষ্টি হবে।
বন্দিবস্থায় কীভাবে মোবাইল পেলেন লালু? অডিও ক্লিপ নিয়ে তদন্তের নির্দেশ ঝাড়খণ্ড প্রশাসনের -দৈনিক আজকাল
বিহারের রাজনীতিকে হাতের তালুর মতো চেনেন তিনি। জেলবন্দী, তাতে কী? লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) জেলের ভিতর থেকেই কলকাঠি নাড়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। লালুর কীর্তির সেই অডিও ক্লিপ সামনে আসতেই তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিল ঝড়খণ্ড (Jharkhand) জেল কর্তৃপক্ষ।
সংবাদ সংস্থা পিটিআইকে ঝাড়খণ্ডের আইজি (জেল) বীরেন্দ্র ভূষণ জানিয়েছেন, বীরসা মুন্ডা জেলের সুপার, রাঁচির ডেপুটি কমিশনার ও এসপিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগের সত্যতা প্রমাণ হলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, জেলবন্দী আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে অভিযোগ, বিহারের স্পিকার নির্বাচনের আগে এনডিএর এক বিধায়ককে ফোন করে দলে টানার চেষ্টা করেছিলেন।
ঘটনা প্রসঙ্গে আইজি (জেল) বীরেন্দ্র ভূষণ জানিয়েছেন, জেলে মোবাইল আনা নিষিদ্ধ। ঘটনার সত্যতা প্রমাণিত হলে একজন বন্দীর কাছে কীভাবে মোবাইল পৌঁছল, তা খতিয়ে দেখা হবে। এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বন্দীবস্থায় রাজনৈতিক আলোচনা করাও নিষিদ্ধ। তারপরেও কীভাবে এই কান্ড ঘটল, তা খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, অসুস্থতার কারণে লালুপ্রসাদ যাদব আপাতত আরআইএমের বাংলোয় রয়েছেন। তাকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।