কথাবার্তা: ভারত অকৃত্রিম বন্ধু-হাসিনা, বাংলাদেশ গুরুত্বপূর্ণ-মোদি
) প্রিয় পাঠক/শ্রোতা! ১৭ ডিসেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশের শিরোনাম:
- ভার্চুয়াল বৈঠকে হাসিনা-মোদি-দৈনিক ইত্তেফাক
- ভারত আমাদের অকৃত্রিম বন্ধু- শেখ হাসিনা-দৈনিক সমকাল
- বাংলাদেশ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মোদি-কালের কণ্ঠ
- করোনায় ৭৭% পোশাক শ্রমিক পরিবারের খাদ্য চাহিদা পূরণ করতে পারছেন না: টিআইবি-মানবজমিন
- আল্লামা শফীকে হত্যার অভিযোগে মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা-যুগান্তর
- বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য হাইকোর্টে জমা দিচ্ছে দুদক ও রাষ্ট্রপক্ষ-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- দিল্লির ঠান্ডায় বসে থাকতে থাকতে মৃত্যু প্রতিবাদী কৃষকের -আনন্দবাজার পত্রিকা
- অযোধ্যার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে পারে ২৬ জানুয়ারি, চূড়ান্ত ঘোষণা শীঘ্রই -সংবাদ প্রতিদিন
- মানব উন্নয়নের নিরিখে রাষ্ট্রসঙ্ঘের সূচকে এক ধাপ নেমে ১৩১–এ ভারত -দৈনিক আজকাল
শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
ভার্চুয়াল বৈঠকে হাসিনা-মোদি-দৈনিক ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকের এ খবরে লেখা হয়েছে, হাসিনা-মোদি ভার্চ্যুয়াল সামিট অনুষ্ঠিত হয়েছ। আজ সকালে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। ভার্চ্যুয়াল বৈঠকে পরস্পরের প্রশংসায় ভাসিয়েছেন দুই নেতা। তারা বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্কের গভীরতা ও গুরুত্ব তুলে ধরেন। এর আগে সকালেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দু’দেশের মধ্যে ৭টি সমঝোতা চুক্তি সই হয়। বৈঠকে করোনা মোকাবেলায় দু’দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬শে মার্চে ভারতের প্রধানমন্ত্রীকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন। শেখ হাসিনা অর্থনৈতিক অগ্রযাত্রায় ভারতকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
নরেন্দ্র মোদি বলেন,বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ককে সবসময় প্রাধান্য দেয় ভারত। বাংলাদেশ-ভারত একসঙ্গে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে বলেও উল্লেখ করেন তিনি।
আল্লামা শফীকে হত্যার অভিযোগে মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা-দৈনিক যুগান্তর
এ খবরে লেখা হয়েছে, হেফাজতের প্রয়াত আমির আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে হেফাজতের বর্তমান কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। এই মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ জানান, মামলায় বাদীসহ ছয়জনকে সাক্ষী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন। এর আগে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। হেফাজতে ইসলামের একাংশের নেতারা। আল্লামা শফির মৃত্যুর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন তারা।
করোনায় ৭৭% পোশাক শ্রমিক পরিবারের খাদ্য চাহিদা পূরণ করতে পারছেন না: টিআইবি-দৈনিক মানবজমিন
করোনাভাইরাস উদ্ভূত সংকটে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৭৭% শ্রমিক তাদের পরিবারের সব সদস্যের খাদ্য চাহিদা পূরণ করতে পারছেন না বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ছাড়া করোনায় ছাঁটাই আতঙ্ক সৃষ্টি করে শ্রমিকদের বেতন কমিয়ে দিয়েছেন তৈরি পোশাক মালিকরা।বৃহস্পতিবার ‘তৈরি পোশাক খাতে করোনাভাইরাস উদ্ভূত সংকট: সুশাসনের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক ওয়েবিনারে এই তথ্য প্রকাশ করেছে টিআইবি।
টিআইবি বলছে, করোনা সংকটকালে প্রণোদনার অর্থ প্রাপ্তিতে জটিলতা, কার্যাদেশ না থাকা ও ক্রেতা প্রতিষ্ঠানগুলো বকেয়া পরিশোধে বিলম্ব করায় এপ্রিল মাস থেকে অধিকাংশ কারখানা নিয়মিত মজুরি দিতে পারেনি। উদ্ভূত সংকট মোকাবিলায় কিছু কারখানা শ্রমিক ছাঁটাই করে। আবার কোনও কোনও ক্ষেত্রে ছাঁটাই আতঙ্ক সৃষ্টি করে কর্মরত শ্রমিকদের দিয়ে অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করালেও অতিরিক্ত কাজের বেতন-ভাতা পরিশোধ না করার অভিযোগ রয়েছে।
টিআইবি আরো বলছে, মালিকপক্ষ কর্তৃক লে-অফ করা কারখানার শ্রমিকদেরও এপ্রিল মাসে ৬৫ শতাংশ বেতন প্রদানের অঙ্গীকার করে। অধিকাংশ ক্ষেত্রে এ অঙ্গীকার মানা হয়নি। লে-অফ ঘোষণার কারণে এক বছরের কম সময় কর্মরত অনেক শ্রমিক কোনও সুবিধা ছাড়া চাকরি হারায়। ফলে কিছু কারখানায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
আবার অনেক কারখানা ঈদ পরবর্তী ছয় মাসেও ঈদ বোনাসের বাকি অর্ধেক পরিশোধ করেনি। কোনও কোনও ক্ষেত্রে কিছু কারখানা অগ্রিম নোটিশ প্রদান না করে অর্ডার বাতিল করার অজুহাতে কারখানা বন্ধ ঘোষণা করেছে এবং অধিকাংশ ক্ষেত্রে এসব কারখানায় শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হয়নি। ফলে করোনা উদ্ভূত সংকটে শ্রমিকরাই আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
একটি গবেষণায় দেখা যায়, বাংলাদেশে তৈরি পোশাক শ্রমিকদের মার্চ-মে পর্যন্ত বেতন এবং ঈদ বোনাসের ক্ষেত্রে প্রাক্কলিত ‘ওয়েজ গ্যাপ’ হয় যথাক্রমে ৩০% ও ৪০%। অর্থাৎ তৈরি পোশাক খাতে মোট কর্মরত শ্রমিক তাদের নিয়মিত বেতন ও ঈদ বোনাসের যথাক্রমে ৩০% ও ৪০% কম পেয়েছে। অপর একটি গবেষণায় দেখা যায়, করোনাভাইরাস উদ্ভূত সংকটে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৭৭% শ্রমিক তাদের পরিবারের সব সদস্যের খাদ্য চাহিদা পূরণ করতে পারছেন না।
ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
দিল্লির ঠান্ডায় বসে থাকতে থাকতে মৃত্যু প্রতিবাদী কৃষকের- আনন্দবাজার পত্রিকা
বিস্তারিত খবরে লেখা হয়েছে ফের মৃত্যু। ফের স্বজন হারানোর কান্না। দিল্লি-হরিয়ানা সীমানায় প্রতিবাদের মঞ্চেই প্রয়াত বলেন পঞ্জাবের এক কৃষক। শোনা যাচ্ছে, ঠাণ্ডায় কামড়ে তাঁর মৃত্যু হয়েছে। ২২ দিন ধরে কৃষকরা যে প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদস্থলেই ওই কৃষকের মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছে বৃহস্পতিবার সকালে। জানা গিয়েছে, কৃষকের বাড়িতে ৩ সন্তান রয়েছে। যাদের বয়স ১২-১৪ বছরের মধ্যে। মৃত কৃষকের আনুমানিক বয়স ৩৭ বছর।
তবে এই ঘটনাই প্রথম নয়। এর আগেও ঠান্ডার কারণে প্রতিবাদী কৃষকদের মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। শীত পড়তে না পড়তেই দিল্লি তাপমাত্রা হু হু করে কমছে। তার মধ্যে বৃহস্পতিবার নিয়ে টানা ২২ দিন রাস্তায় বসে আছেন কৃষকরা। সব মিলিয়ে প্রতিবাদীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হচ্ছে রোজ।
৩টি নয়া কৃষি আইন সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে কৃষকদের নিয়মিত আন্দোলন চলছে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে বেশ কয়েক দফা আলোচনা। সরকারের সঙ্গে আলোচনায় কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি। বুধবার মর্মান্তিক ঘটনা সামনে আসে আন্দোলন চলাকালীন। দিলি-হরিয়ানা সীমানায় আত্মহত্যা করেন ওই শিক্ষক। যা নিয়ে শুরু হয় তোলপাড়। তার মধ্যেই এল আরও এক কৃষক মৃত্যুর খবর।
‘লাভ জেহাদ’- এর অভিযোগে ফের গ্রেফতারি যোগী রাজ্যে-দৈনিক আনন্দবাজার পত্রিকা
ফের ‘লাভ জেহাদ’-এর অভিযোগে উত্তরপ্রদেশে গ্রেফতার হলেন এক যুবক। বিজনোরে এক তরুণীকে অপহরণ এবং জোর করে ধর্মান্তরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাকিব নামে এক যুবককে।বিজনোরের পুলিশ সুপার সঞ্জয় কুমার বৃহস্পতিবার বলেন ‘‘সাকিব নিজের ধর্মীয় পরিচয় গোপন করে সোনু নাম নিয়ে ধামপুর এলাকার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে পরিচয় করেছিল। পরে পরিস্থিতির সুযোগে তাঁকে অপহরণ এবং ধর্মান্তরণ করে। তরুণীর পরিবারের তরফে স্থানীয় থানায় তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। তারই ভিত্তিতে তদন্ত করে সাকিবকে গ্রেফতার করা হয়।’’
পুলিশ সুপার জানান, ওই তরুণী দলিত পরিবারের হওয়ায় সাকিবের বিরুদ্ধে ধর্মান্তরণ বিরোধী আইনের পাশাপাশি তফসিলি জাতি-উপজাতি আইনেও মামলা রুজু করা হয়েছে।নভেম্বর মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘লাভ জেহাদ’ আটকাতে ধর্মান্তরণ বিরোধী অধ্যাদেশ (অর্ডিন্যান্স) জারি করেছিলেন। রাজ্যপাল আনন্দীবেন পটেল সেই অধ্যাদেশে ছাড়পত্র দেন। ধর্মান্তরণ বিরোধী আইনে অপরাধী ব্যক্তির ১ থেকে ৫ বছরের জেল এবং ১৫ হাজার টাকা জরিমানা হতে পারে।
অযোধ্যার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে পারে ২৬ জানুয়ারি, চূড়ান্ত ঘোষণা শীঘ্রই-দৈনিক সংবাদ প্রতিদিন
অযোধ্যার ধন্নিপুরে তৈরি হতে চলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে পারে আগামী প্রজাতন্ত্র দিবসে। ‘উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডে’র তরফে এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা হতে পারে দিন দুয়েকের মধ্যেই। পাঁচ একর জমির উপরে তৈরি হতে চলা মসজিদটি আকারে বাবরি মসজিদের চেয়ে বড় হবে। এবং সেটি দেখতে পুরোপুরি রাম জন্মভূমিতে অবস্থিত মসজিদটির মতো হবে না।
ছ’মাস আগে মসজিদ গঠনের জন্য তৈরি হয়েছিল ‘ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট’। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, ট্রাস্টের সদস্যরা সকলেই চাইছেন ২৬ জানুয়ারিই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হোক। যেহেতু ওই ঐতিহাসিক দিনেই ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল, তাই সেই দিনটিকেই তাঁরা বেছে নিতে চাইছেন ভিত্তিপ্রস্তরের দিন হিসেবে।
ক’দিন আগেই জানা গিয়েছিল, মসজিদের ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে। ১৯ ডিসেম্বর সেটিও প্রকাশ করা হবে। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল ২.৭৭ একর জমিটি মন্দির নির্মাণের জন্য কোনও ট্রাস্টকে হস্তান্তর করতে হবে। পাশাপাশি সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য অযোধ্যারই অন্যত্র ৫ একর জমি দেওয়ার কথাও জানানো হয়েছিল। সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ অনুযায়ী, উত্তরপ্রদেশ সরকার মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দিয়েছে ধন্নিপুরে।
জানা গিয়েছে, বাবরি মসজিদের সমান আয়তনের এলাকা জুড়ে তৈরি হতে চলা মসজিদটিতে একসঙ্গে ২ হাজার জন নমাজ পড়তে পারবেন। বাবরি মসজিদের আকারের থেকে আলাদা হবে এই নতুন মসজিদের চেহারা। একে একেবারে আধুনিক চেহারা দেওয়ার কথা ভাবা হয়েছে। ১৫ হাজার বর্গফুট জমির উপরে তৈরি হতে চলা এই মসজিদটির আকার হবে ডিম্বাকৃতি। ছাদ হবে গম্বুজাকার ও স্বচ্ছ। মসজিদ ছাড়াও এই পাঁচ একরের মধ্যে তৈরি হবে হাসপাতাল, ইন্দো ইসলামিক রিসার্চ সেন্টার, লাইব্রেরি ও কমিউনিটি কিচেন। হাসপাতালটি হবে ৩০০ শয্যাবিশিষ্ট।
মানব উন্নয়নের নিরিখে রাষ্ট্রসঙ্ঘের সূচকে এক ধাপ নেমে ১৩১–এ ভারত-দৈনিক আজকাল
দেশে মানব উন্নয়ন আরও ধাক্কা খেয়েছে! রাষ্ট্রসঙ্ঘের হিউম্যান ডেভলপমেন্ট ইনডেক্স তেমনটাই বলছে। গত বছরের তুলনায় সেই সূচকে আরও এক ধাপ নেমে গেছে ভারত। ১৮৯টি দেশের মধ্যে ১৩১ নম্বরে রয়েছে।
কোনও দেশে নাগরিকদের স্বাস্থ্য, শিক্ষা, জীবনধারণের মানের নিরিখে তৈরি হয় এই সূচক। এই সূচকে মধ্য ও নিম্ন আয়ভোগী দেশগুলোর মধ্যে তুলনামূলকভাবে ওপরের দিকেই রয়েছে ভারত। ১২৯ নম্বরে রয়েছে ভুটান। ১৩৩ নম্বরে রয়েছে বাংলাদেশ, ১৪২ নম্বরে নেপাল এবং ১৫৪ নম্বরে পাকিস্তান।
২০১৯ সালে ভারতে জন্মের সময় এক জনের লাইফ এক্সপেকটেন্সি (আয়ুকাল) ৬৯.৭ বছর। বাংলাদেশে ৭২.৬ বছর। পাকিস্তানে ৬৭.৩ বছর। গড়ে কত বছর এক জন নাগরিক বাঁচবে, সেই সময় নির্ভর করে পুষ্টি, লিঙ্গ (পুরুষ না মহিলা), সামাজিক অবস্থা, স্বাস্থ্য ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর। সুতরাং এই থেকেও আঁচ করা যায়, কোনও দেশের অর্থনৈতিক অবস্থান।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।