কথাবার্তা: আমরা কি বিপজ্জনক গিনিপিগে পরিণত হয়েছি ভারতের টিকা পরীক্ষার!: রিজভী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! আজ ২২ জানুয়ারি শুক্রবার। প্রাত্যহিক আয়োজন পত্রপত্রিকার পাতা বিশ্লেষন অনুষ্ঠান কথাবার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো।
প্রথমে বাংলাদেশ:
প্রথম আলোসহ আজকের প্রায় সবগুলো দৈনিকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট খেলার খবরটিকে গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। বান্দরবানে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবাকারবারি নিহত-দৈনিক যুগান্ত
- করোনার ভ্যাকসিন উপহার দেয়ায় মোদিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, কোভিড পরিস্থিতি নিয়ে সরকারের লেজেগোবরে অবস্থা : রিজভী-দৈনিক নয়াদিগন্ত।
- মিরপুরে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে-দৈনিক ইত্তেফাক
- জাতীয় পরিচয়পত্র ধরে ভ্যাকসিন দেয়ার আহ্বান জাফরুল্লাহ চৌধুরীর-দৈনিক মানবজমিন
- পোশাক শ্রমিকদের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা প্রদানের দাবি এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সবার আগে টিকা নিতে বললেন রিজভী-এ দুটি খবর দিয়েছে দৈনিক কালের কণ্ঠ
কোলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম:
- এ বার মন্ত্রিত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়, মোদীর সফরের আগেই চিঠি দিয়ে ইস্তফা -দৈনিক আানন্দ বাজার
- দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, ফেব্রুয়ারিতে নন্দিগ্রাম যেতে পারেন প্রার্থী মমতা ভোটযুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল।
- দৈনিক আজকাল লিখেছে, সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে মুখ খুললেই হবে শাস্তি, ঘোষণা নীতীশ সরকারের।
শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
বান্দরবানে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবাকারবারি নিহত - শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ইয়াবাকারবারি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় দোনলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি বাহিনীটির। শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের ৩৬/২ এস নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
কোভিড পরিস্থিতি নিয়ে সরকারের লেজেগোবরে অবস্থা : রিজভী -শীর্ষক খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, করোনার ভ্যাকসিন উপহার দেয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, শুরু থেকেই সরকার কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা নিয়ে লেজেগোবরে অবস্থা করে ফেলেছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী বলেন, করোনাভাইরাস মোকাবেলায় ভারত থেকে টিকা আমদানি ও ক্রয় নিয়ে নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রীর অন্যতম এক উপদেষ্টার মালিকানাধীন বেক্সিমকোর অতিমাত্রায় তৎপরতা, চুক্তি, রহস্যজনক আর্থিক লেনদেনের যোগসাজশ-সব মিলিয়ে টিকা সম্পর্কেও জনমনে নানা প্রশ্নের উদ্রেক করেছে। বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স তার প্রতিবেদনে বলেছে- ‘ভারত করোনাভাইরাস ট্রায়ালের জন্য বাংলাদেশে পাঠিয়েছে'। অর্থাৎ বাংলাদেশের মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করে ভারত যদি দেখে এটা নিরাপদ তখন তারা ভারতের জনগণকে এই ভ্যাকসিন দেবে। ভারত নিজেরা এর পরীক্ষা শুরু করবে আগামী মার্চ থেকে। ওই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ না হওয়া সত্ত্বেও ভারত সরকারের ছাড়পত্র পাওয়ায় বহু বিশেষজ্ঞ বিস্মিত। সুতরাং আমরা কি বিপজ্জনক গিনিপিগে পরিণত হয়েছি ভারতের টিকা পরীক্ষার।
মিরপুরে দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে - শীর্ষক খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, দ্বিতীয় দিনের মতো আজ শুক্রবার রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের ৪ নম্বর সড়কে অবৈধ স্থাপনার উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সকাল ১০টা থেকে শুরু হয়েছে এ অভিযান। এর আগে গতকাল বৃহস্পতিবার এ সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় ৪০০ দোকানপাট ও ভবন উচ্ছেদ করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল-২-এর আঞ্চলিক কর্মকর্তা এ এস এম সফিউল আজম বলেন, সড়ক থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে। মাস্টারপ্ল্যান অনুযায়ী, ৬০ থেকে ৭৫ ফুট প্রশস্ত সড়কটির দখল করে নেওয়া জায়গাগুলো উদ্ধার করা হবে।
জাতীয় পরিচয়পত্র ধরে ভ্যাকসিন দেয়ার আহ্বান জাফরুল্লাহ চৌধুরীর - শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, সবার আগে গণমাধ্যমের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী সবার আগে নিলে, ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে। তবে ভ্যাকসিন বৈজ্ঞানিকভাবে সত্য, সব মানুষের এটা নেয়া উচিত। শুক্রবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা' শীর্ষক আলোচনা সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। দেশের মানুষকে জাতীয় পরিচয়পত্র ধরে করোনা ভ্যাকসিন দেয়ার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর বড় অংশ দরিদ্র। তারা অনলাইন প্রযুক্তির সঙ্গে পরিচিত না। ফলে ভ্যাকসিনের জন্য অ্যাপসে নিবন্ধন করা তাদের জন্য কঠিন হবে। অ্যাপস পূরণের জন্য আরেকটি দালাল পক্ষ তৈরি হবে। বিড়ম্বনা দূর করতে জাতীয় পরিচয়পত্র ধরে ভ্যাকসিন দিলে কাজ অনেক সহজ হবে।
এবারে কোলকাতার দৈনিকের কিছু খবররে বিস্তারিত
এ বার মন্ত্রিত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়, মোদীর সফরের আগেই চিঠি দিয়ে ইস্তফা -শীর্ষক খবরে দৈনিক আানন্দ বাজার লিখেছে, রাত পোহালেই রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুরপুরে বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। তারপর রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন। তাতেই তাঁর বিজেপি-তে যোগ দেওয়ার জল্পনা নতুন করে জোর পেয়েছে। কারণ ঘটনাচক্রে শনিবারই বঙ্গসফরে আসছেন মোদী। ফেসবুকে নিজের পদত্যাগপত্রটি পোস্ট করেছেন ডোমজুড়ের বিধায়ক রাজীব। জানিয়েছেন, মমতাকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।
ফেব্রুয়ারিতে নন্দিগ্রাম যেতে পারেন প্রার্থী মমতা ভোটযুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল -শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন নন্দীগ্রামে দাঁড়িয়ে সেখানকার প্রার্থী হবেন বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর ঘোষণার পর থেকেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা। শুরু হয়েছে দেওয়াললিখনও। সূত্রের খবর, এবার জনসংযোগ বাড়াতে নন্দীগ্রাম যাচ্ছেন শাসকদলের প্রথম সারির নেতারা। ফেব্রুয়ারিতে যেতে পারেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। একুশের নির্বাচনই এখন পাখির চোখ তৃণমূল-বিজেপির। বাংলায় নিজেদের মাটি শক্ত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। এদিকে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় তৃণমূল।
সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে মুখ খুললেই হবে শাস্তি, ঘোষণা নীতীশ সরকারের- শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে, সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে আপত্তিজনক বা মানহানিকর পোস্ট করলে তা এবার থেকে শাস্তিযোগ্য সাইবার অপরাধ বলে গণ্য করা হবে বিহারে। এমন সিদ্ধান্ত নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুধুমাত্র সরকারের বিরুদ্ধেই নয়, সরকারি আধিকারিক বা কোনও মন্ত্রীর বিরুদ্ধে ওই ধরনের পোস্ট করলেও শাস্তির মুখে পড়তে হবে নেটিজেনদের। হতে পারে জেলও।
ফেসবুক বা টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা নিয়ে বরাবরই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এসেছেন বিহারের মুখ্যমন্ত্রী। বিভিন্ন জনসভায় তা নিয়ে প্রকাশ্যেই আপত্তি জানিয়েছেন তিনি। তবে বৃহস্পতিবার থেকে এ ধরনের ‘অপরাধী’–দের কড়া শাস্তি হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ। #
পার্সটুডে/২২