জানুয়ারি ২৩, ২০২১ ১৬:১৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৩ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • শিক্ষা প্রতিষ্ঠান খোলার গাইডলাইন প্রকাশ, যেভাবে হবে ক্লাস-দৈনিক প্রথম আলো
  • একজন মানুষও গৃহহীন থাকবে না,মুজিববর্ষে এটাই বড় উৎসব: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • আওয়ামী লীগের দুই নেতার বাগযুদ্ধ: উত্তপ্ত নোয়াখালীর রাজনীতি-দৈনিক যুগান্তর
  • দল করতে হলে সবাইকে দলীয় শৃঙ্খলা মানতে হবে'-কাদের -কালের কণ্ঠ
  • ২৭ জানুয়ারি টিকা দেয়া শুর, এবার বাণিজ্যিকভাবে ভারতের টিকা আসছে-মানবজমিন
  • বাড়ছে উত্তেজনা, চীনের নতুন সমুদ্রসীমা আইনে যুদ্ধের আশঙ্কা -বিডি প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • চিনা সেনা না কমলে সীমান্তে সেনা কমাবে না ভারতও, ঘোষণা রাজনাথ সিংহের-আনন্দবাজার পত্রিকা 
  • অসমে ভূমিহীন ‘ভূমিপুত্র’দের লক্ষাধিক জমির দলিল বিলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির -সংবাদ প্রতিদিন
  • কৃষক নেতাদের খুনের ছক!‌ মুখোশধারী আততায়ীকে প্রকাশ্যে আনলেন আন্দোলনকারীরা -আজকাল

শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. প্রধানমন্ত্রী আগে ভ্যাকসিন নিলে মানুষ সাহস পাবে..... একথা বলেছেন বাংলাদেশের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বাংলাদেশের গণমাধ্যমে আজ এই খবর বেশ গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। কেন এই প্রশ্ন আসছে?

২.ট্রাম্প প্রশাসনের বিদায়ের ঠিক আগ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের সাথে জঙ্গিবিমান এবং ড্রোন বিক্রির চুক্তি করেছেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিকে কিভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

বাংলাদেশের মানুষের জন্য এটি সবচেয়ে বড় উৎসব: প্রধানমন্ত্রী-দৈনিক সমকাল

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ গৃহহীন ও ভূমিহীনদের ঘর উপহার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের জন্য এটি সবচেয়ে বড় উৎসব। এর চেয়ে বড় উৎসব বাংলাদেশের মানুষের হতে পারে না।

শনিবার তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় ৭০ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবারের হাতে ঘরের চাবি বুঝিয়ে দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় একইসঙ্গে প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ করা দুই শতাংশ জমির মালিকানার কাগজপত্রও তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। 

এদিন ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ খাস জমির মালিকানা দিয়ে দুই কক্ষবিশিষ্ট একক গৃহ মুজিববর্ষের উপহার হিসেবে পেয়েছেন। একইসঙ্গে ২১টি জেলার ৩৬টি উপজেলায় ৪৪ প্রকল্পে আরও তিন হাজার ৭১৫টি পরিবারকে ব্যারাকে পুনর্বাসন করা হয়। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে মোট ৬৯ হাজার ৯০৪ পরিবারকে ঘর ও জমি দেওয়া হয়েছে। একসঙ্গে এত বিপুলসংখ্যক মানুষকে বিনামূল্যে ঘর করে দেওয়ার মধ্য দিয়ে বিশ্বে অনন্য নজির সৃষ্টি করলো বাংলাদেশ।

গৃহহীনদের জন্য নির্মিত চারটি উপজেলার আশ্রয়ন নিবাসের উপকারভোগী মানুষ সরাসরি ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া দেশের ৬৪টি জেলার সব উপজেলার মানুষও টেরেস্টিয়ালে এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

দল করতে হলে সবাইকে দলীয় শৃঙ্খলা মানতে হবে'-কাদের-দৈনিক কালের কণ্ঠ

'দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিজস্ব সীমারেখা রয়েছে। দল করতে হলে সবাইকে দলের নিয়ম-শৃঙ্খলা তথা দলের রীতি-নীতি ও গঠনতন্ত্র মেনে চলতে হবে। কেউই দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়।'

আজ শনিবার (২৩ জানুয়ারি) সকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, 'রাজনীতি একটি বহুমাত্রিক মহাসড়ক। গণতান্ত্রিক চেতনায় আমাদের ভিন্নমত থাকতে পারে। কিন্তু এ সকল মতপার্থক্য আলাপ-আলোচনার মাধ্যমে নিরসন করতে হবে। সেটা অবশ্যই সাংগঠনিক পরিমণ্ডলে হতে হবে। কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়, শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।'

বাড়ছে উত্তেজনা, চীনের নতুন সমুদ্রসীমা আইনে যুদ্ধের আশঙ্কা-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

আবারও উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ চীন সাগর ও এর আশপাশের জলসীমানা। এবার নিজেদের সমুদ্র সীমানায় বিদেশি নৌযানে প্রয়োজনে গুলি করার অনুমতি দিয়ে কোস্টগার্ড আইন পাস করল চীন।

আল জাজিরার তথ্যমতে, গত শুক্রবার দেশটির শীর্ষ আইনপ্রণয়নকারী কর্তৃপক্ষ ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি কোস্টগার্ড আইন পাস করেছে। এর মধ্যে দিয়ে উত্তেজনায় নতুন করে ঘি ঢালল শি জিনপিং সরকার।

ওই বিলে, কোস্টগার্ড কর্মকর্তারা চীনের দাবি করা সমুদ্রসীমার মধ্যে অন্য দেশের নির্মিত অবকাঠামো ধ্বংস এবং বিদেশি জাহাজগুলোতে তল্লাশি করতে পারবেন। অন্য দেশের নৌযান বা কর্মকর্তাদের প্রবেশ রোধে প্রয়োজনে সাময়িক 'এক্সক্লুশন জোন' তৈরির ক্ষমতাও দেওয়া হয়েছে চীনা কোস্টগার্ড বাহিনীকে। পূর্ব চীন সাগরে জাপান এবং দক্ষিণ চীন সাগরে দক্ষিণপূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ রয়েছে বেইজিংয়ের।

কারাগারে নারীসঙ্গ জঘন্য কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

নিয়ম ভেঙে গাজীপুরের কাশিমপুর কারাগারের ভিতরে নারীসঙ্গ

নিয়ম ভেঙে গাজীপুরের কাশিমপুর কারাগারের ভিতরে নারীর সঙ্গে হলমার্ক কেলেঙ্কারিতে কারাবন্দী তুষারের দীর্ঘ সময় কাটানোর ঘটনায় ডেপুটি জেল সুপার মোহাম্মদ সাকলাইনসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত মহাকারাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারাগারে হলমার্ক জিএমের নারীসঙ্গ জঘন্য কাজ বলে উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি জঘন্য কাজ। কারাগারে এসব নিষিদ্ধ। এর পেছনে যারা দায়ী প্রাথমিকভাবে তাদের সকলকে প্রত্যাহার করতে বলা হয়েছে।’

 আজ শনিবার দুপুরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ ঘটনায় মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করতে বলা হয়েছে। কমিটির দেওয়া প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এটি জঘন্যতম অপরাধ। সব কারাগারের জন্য এটি সতর্ক বার্তা। যারাই এর সঙ্গে জড়িত থাকবে, তারাই শাস্তির আওতায় আসবে।’

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

চিনা সেনা না কমলে সীমান্তে সেনা কমাবে না ভারতও, ঘোষণা রাজনাথ সিংহের-দৈনিক্ আনন্দবাজার পত্রিকা

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-য় মোতায়েন চিনা সেনার সংখ্যা কমানো না হলে ভারতও একতরফা ভাবে সেনা কমাবে না। শনিবার স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেই সঙ্গে তাঁর ঘোষণা, ‘‘চিন কয়েকটি ক্ষেত্রে আপত্তি তুললেও ভারত দ্রুত গতিতে সীমান্ত অঞ্চলে পরিকাঠামো উন্নয়নের কাজ চালাচ্ছে।’’একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী জানান, লাদাখ সীমান্তে গত ৯ মাস ধরে চলা সঙ্ঘাত-পর্বের ইতি কবে ঘটবে, তা বলা সম্ভব নয়। তাঁর কথায়, ‘‘আমরা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী। কিন্তু বিষয়টি নিরবচ্ছিন্ন স্তবিরতার মতো। নির্দিষ্ট কোনও সময়সীমা বা তারিখ নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়।’লাদাখে বেজিং বিশ্বাসভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন রাজনাথ।

অসমে ভূমিহীন ‘ভূমিপুত্র’দের লক্ষাধিক জমির দলিল বিলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন

অসমবাসীর মন জয় করতে বড়সড় পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শনিবার শিবসাগর জেলার জেরাঙাপাথারে ১ লক্ষ ৬ হাজার ‘ভূমিহীন’ ভূমিপুত্রদের জমির দলিল প্রদান করলেন নমো। পাশাপাশি, অসমের জনগণের জন্য গভীর ভালবাসা প্রকাশ করে বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।চলতি বছরেই অসমে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগেই প্রধানমন্ত্রীর অসম সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে, বিজেপি বিরোধী উগ্র অসমীয়া জাতীয়তাবাদের উত্থানের প্রেক্ষিতে ভূমিপুত্রদের জমির দলিল প্রদান মোক্ষম পদক্ষেপ।

ভোটে সিভিক-গ্রিন পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রাশও থাকতে পারে কমিশনের হাতেই-সংবাদ প্রতিদিন

ভোটের দিন বাহিনী মোতায়েনের রাশ কি এবার দিল্লির হাতে? বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দল, জেলাশাসক, রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং আইজি বিএসএফ, আইজি সিআরপিএফের সঙ্গে দিনভর নির্বাচন কমিশনের (Election Commission of India) ফুল বেঞ্চের বৈঠকে এমনই ইঙ্গিত মিলল।বাহিনী মোতায়েনের দায়িত্ব যেহেতু রাজ্যের হাতেই থাকে তাই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাঠানো হলেও তা ঠিকমতো মোতায়েন করা হয় না বলে বরাবর অভিযোগ ওঠে। যে যখন বিরোধী দলে থাকে তখনই এই অভিযোগ তোলে। সেকথা মাথায় রেখেই এবার ভোটের দিনেও বাহিনী নিয়ন্ত্রণের রাশ নিজেদের হাতে রাখতে চাইছে কমিশন। অর্থাৎ রাজ্যে এবার একাধিক পুলিশ নোডাল অফিসার নিয়োগ হতে পারে। সেক্ষেত্রে বিএসএফ (BSF) বা সিআরপিএফের (CRPF) কোনও কর্তাকে পুলিশের নোডাল হিসাবে নিয়োগ করা হতে পারে বলে সূত্রের খবর। ভোট চলাকালীন এই নোডাল অফিসাররাই বাহিনী মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কমিশন যে এবার সবদিক দিয়েই চাপ বাড়াবে তার ইঙ্গিত মিলেছে। জেলা প্রশাসনের কর্তাদের বৃহস্পতিবার কড়া বার্তা দেওয়া হয়েছে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে ফুল বেঞ্চের সাফ বক্তব্য, ‘‘কেরিয়ারে দাগ লাগাবেন না। কোনও সাফাই নয়। এবার সরাসরি সাসপেন্ডের পথে হাঁটবে কমিশন।’’

কৃষক নেতাদের খুনের ছক!‌ মুখোশধারী আততায়ীকে প্রকাশ্যে আনলেন আন্দোলনকারীরা -দৈনিক আজকাল

কৃষক আন্দোলনকারীদের খুন করার ছক করা হচ্ছে বলে অভিযোগ

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে কৃষকদের ভয় দেখানোর অভিযোগ আগেই উঠেছিল। এবার কৃষক নেতাদের খুনের ছক কষা হচ্ছে বলে অভিযোগ তুললেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, হরিয়ানার পুলিশ আধিকারিক এই ছক কষছেন। যদিও বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক। শুক্রবার রাতে সাংবাদিক সম্মেলনে করেন কৃষকরা। সেখানে মাস্কে মুখ ঢাকা এক যুবককে হাজির করেন তাঁরা।  অভিযোগ করেন, চার কৃষক নেতাকে খুন করতে দু’টি দলকে নিয়োগ করা হয়েছে। আর ওই দলেরই এক সদস্যকে শনাক্ত করেছেন তাঁরা। ২৬ জানুয়ারির কৃষক প্যারেড ভেস্তে দেওয়ার উদ্দেশেই এই ছক কষা হয়েছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ। সিঙ্ঘু সীমানায় প্রকাশ্যেই ওই অভিযুক্ত বলেন, ‘কৃষক নেতাদের উপর হামলা করতে তাদের নিয়োগ করা হয়েছে। এ ধরনের দুটি দল রয়েছে। একদল মিশে রয়েছে আন্দোলনকারীদের সঙ্গে। তাদের কাছে আগ্নেয়াস্ত্রও রয়েছে। অন্য দলের সদস্যরা পুলিশ আধিকারিক সেজে কার্যসিদ্ধি করতে চাইছে।’ অভিযুক্ত যুবক আরও জানান, সাধারণতন্ত্র দিবসের দিন র‌্যালির মধ্যে থেকে গুলি চালানোর পরিকল্পনা রয়েছে। এমনকী, চার কৃষক নেতার ছবিও দেওয়া হয়েছে আততায়ীদের। তাদের খুন করতে ‘সুপারি’ও দেওয়া হয়েছে। কৃষকদের তরফে অভিযোগ করা হয়েছে, এই পরিকল্পনার মাথা হরিয়ানার সোনেপতের রাই পুলিশ ফাঁড়ির এসএইচও বিবেক মালিক। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। পুলিশ কেন এরকম করবে?#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ