কথাবার্তা: হাইকোর্টে ধরা পড়লো জালিয়াত চক্র, ট্রাইব্যুনালের দুই রায় বাতিল
প্রিয় পাঠক/শ্রোতা! ৭ ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশের শিরোনাম:
- সারা দেশে করোনা টিকা দেয়া শুরু -মানবজমিন
- মুনাফায় চলছে বঙ্গবন্ধু সেতু -বাংলাদেশ প্রতিদিন
- হাইকোর্টে ধরা পড়লো জালিয়াত চক্র, ট্রাইব্যুনালের দুই রায় বাতিল-ইত্তেফাক
- মধ্যপ্রাচ্যে মিত্রদের থেকে দূরত্ব বজায় রাখছেন বাইডেন-দৈনিক যুগান্তর
- দ্বিতীয় দিনের মতো মিয়ানমারের রাস্তায় হাজারও মানুষের বিক্ষোভ -দৈনিক সমকাল
- এসএসসি-এইচএসসি: অটো পাস এড়াতে সহজ সিলেবাস-দৈনিক কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- ফোন তো করতে বলেছেন, কিন্তু নম্বর কি দিয়েছেন মোদী? প্রশ্ন কৃষক নেতা রাকেশ টিকায়েতের -আনন্দবাজার পত্রিকা
- মহারাষ্ট্রে বন্দুক দেখিয়ে অপহরণ, মুক্তিপণ না পেয়ে পুড়িয়ে মারা হল নৌবাহিনীর জওয়ানকে -সংবাদ প্রতিদিন
- অন্য বিষয়ে কথা বলার সময় সতর্ক থাকুন’, শচীনকে পরামর্শ শারদ পাওয়ারের -দৈনিক আজকাল
শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
সারা দেশে করোনা টিকা দেয়া শুরু-মানবজমিন/ইত্তেফাক/প্রথম আলো
বিস্তারিত খবরে লেখা হয়েছে, সারা দেশে একযোগে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম। আজ সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় থেকে সারা দেশের কেন্দ্রগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে আনুষ্ঠানিক টিকা কার্যক্রম উদ্বোধন করেন। এরপর দেশের ১০০৫টি হাসপাতালে স্থাপিত কেন্দ্রে টিকা দেয়া শুরু করেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। তবে এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু করা হয়।
এদিকে,করোনা ভাইরাসের টিকা নেয়ার পর ভালো আছেন ৬ মন্ত্রী। সবাই সুস্থ আছেন, করোরই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন তারা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী টিকা নেন নি। এদিকে,টিকা নিয়ে যে কোনো ধরনের গুজব প্রতিরোধে মাঠে রয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
হাইকোর্টে ধরা পড়লো জালিয়াত চক্র, ট্রাইব্যুনালের দুই রায় বাতিল-দৈনিক ইত্তেফাক
পরিচয় দিয়েছিলেন বীরেশ চন্দ্র সাহার সন্তান হিসেবে। দাখিল করেছিলেন জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ ও সিটি করপোরেশনের নাগরিক সনদপত্র। এসব জাল কাগজপত্র দিয়েই সাভারের গান্ধারীয়া মৌজার কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি অবমুক্তির রায় হাসিল করে নেন এক জালিয়াত চক্র।
ভয়াবহ এই জালিয়াতির ঘটনা ধরা পড়েছে উচ্চ আদালতে। জালিয়াতির আশ্রয় নিয়ে হাসিল করা ট্রাইব্যুনালের দেওয়া সম্পত্তি অবমুক্তির দুটি রায় বাতিল করে দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে জালিয়াতকারি চক্রের হোতা মাধব চন্দ্র সাহাকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রণোদনা সহায়তা না পেলে পোশাক খাত টিকতে পারত না: বিজিএমইএ সভাপতি-ইত্তেফাক
করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতির মুখে পড়া পোশাক শিল্পে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা সহায়তায় শিল্প টিকে থাকতে পেরেছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। তিনি বলেন, নামমাত্র সুদে ৫ হাজার কোটি টাকার সহায়তা প্রধানমন্ত্রী না দিলে আমরা টিকে থাকতে পারতাম না। বর্তমানে এ সহায়তা সাড়ে ১০ হাজার কোটি টাকা।
গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে বিজিএমইএ নির্বাচন নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ভবিষ্যতেও আমাদের সামনে ঝড় আসছে। আমাদের সাহসের সঙ্গে যুদ্ধ করতে হবে, বায়ারদের সঙ্গে সাহস করে কথা বলতে হবে।
এসএসসি-এইচএসসি: অটো পাস এড়াতে সহজ সিলেবাস-দৈনিক কালের কণ্ঠ
করোনা মহামারির কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আগের দুই পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এই ‘অটো পাস’ নিয়ে অনেকটাই চাপের মধ্যে রয়েছে। তাই চলতি বছরের এসএসসি ও এইচএসসিতে ‘অটো পাস’ দিতে রাজি নয় মন্ত্রণালয়। এর বদলে প্রকাশ করা হয়েছে খুবই সংক্ষিপ্ত সিলেবাস। অটো পাসের বিকল্প এই সহজ সিলেবাসে প্রায় সবাই পাস করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সূত্র জানায়, আগামী জুনে এসএসসি ও জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা গ্রহণের পরিকল্পনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। ফলে মার্চ মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার হিসাব ধরে এসএসসিতে ৬০ কর্মদিবস এবং এইচএসসিতে সর্বোচ্চ ৮০ কর্মদিবস ক্লাস করানোর পরিকল্পনা করা হয়েছে।
মুনাফায় চলছে বঙ্গবন্ধু সেতু-বাংলাদেশ প্রতিদিন
যমুনা নদীর ওপর নির্মিত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু সেতু এখন নির্মাণ ব্যয় মিটিয়ে মুনাফায় চলছে। সেতু নির্মাণের পর গত ২২ বছরে নির্মাণ ব্যয় ছাড়িয়ে প্রায় আড়াই হাজার কোটি টাকা মুনাফা করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। নির্মাণের ২৫ বছরে ব্যয় উঠে আসার প্রাক্কলন করা হলেও তা উঠে আসে ১৯ বছরের মাথায়। ১৯৯৮ সালে উদ্বোধিত বঙ্গবন্ধু সেতু নির্মাণে ব্যয় হয় ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত এর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ে সরকারের আয় হয়েছে ৬ হাজার ১৬৩ কোটি ১৭ লাখ টাকা। নির্মাণ ব্যয় ছাড়িয়ে অতিরিক্ত আয় হয়েছে ২ হাজার ৪১৭ কোটি ৫৭ লাখ টাকা।
অর্থনীতির খবরে দৈনিক মানবজমিনের শিরোনাম-কমলো ২২ হাজার কোটি টাকার বাজার মূলধন
এ খবরে লেখা হয়েছে,গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। এর নিয়ে টানা তিন সপ্তাহে গড়ালো পতনের ধারা। টানা এই পতনের কারণে ২২ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন হারিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এরমধ্যে শুধু গেল সপ্তাহেই হারিয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। বড় অঙ্কের বাজার মূলধন হারানোর পাশাপাশি গত সপ্তাহজুড়ে ডিএসইতে কমেছে সবক’টি মূল্য সূচক। সেইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসই’র প্রধান মূল্যসূচক প্রায় দেড় শতাংশ এবং লেনদেন সাড়ে ৩৭ শতাংশের ওপরে কমে গেছে।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
ফোন তো করতে বলেছেন, কিন্তু নম্বর কি দিয়েছেন মোদী? প্রশ্ন কৃষক নেতা রাকেশ টিকায়েতের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
সরকারের সঙ্গে কৃষকদের ব্যবধান মাত্র একটা ফোনের। দেশবাসীর সামনে এমন বার্তা দিলেও একবারও আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার বা সরাসরি কথা বলার প্রয়োজন বোধ করেননি নরেন্দ্র মোদী। এমনই অভিযোগ করলেন কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত। তাঁর মতে, সরাসরি কথা বলার জন্য প্রধানমন্ত্রীর নম্বর পাওয়া জরুরি। কিন্তু সে রকম কোনও নম্বরই প্রকাশ করেননি মোদী।
শনিবার দেশ জুড়ে চাক্কাজ্যাম পালন হওয়ার পর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভারতীয় কিসান ইউনিয়নের (বিকেইউ) নেতা টিকায়েত। প্রধানমন্ত্রী নিজে ফোনে যোগাযোগ করার কথা বললেও, কৃষকরা কেন সাড়া দিচ্ছেন না, সেখানে প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে টিকায়েত বলেন, ‘‘ঠিক আছে। প্রধানমন্ত্রী নম্বরটা বলুন দেখি! আমার নম্বর তো প্রকাশ করে দিয়েছি। প্রধানমন্ত্রীরও সে রকম নম্বর প্রকাশ করা উচিত, যাতে ওঁকে ফোন করতে পারি আমরা।’’
বিতর্কিত কৃষি আইন নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েক দফা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন কৃষক নেতারা। কিন্তু বৈঠকে উপস্থিত মন্ত্রীরা তাঁদের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বলে দাবি করেন টিকায়েত। কাগজের দেখে দু’একটি শব্দ আওড়ানো ছাড়া তাঁরা কোনও মন্তব্য করেননি বলেও অভিযোগ করেন তিনি
দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে,মোদির সফরের আগে বিজেপির উপর ‘হামলা’রণক্ষেত্র নন্দীগ্রাম। বিজেপির দাবি হামলা চালিয়েছে তৃণমূল। তবে তৃণমূলের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে।রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সরকারি অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক সভাও রয়েছে তাঁর। তবে তার আগে নন্দীগ্রামে তুমুল অশান্তি।
তবে আজ হলদি নদীর তীর থেকে শুরু হলো ভোটের অভিযান, বিজেপির প্রচারের সুর বাঁধতে আজ রাজ্যে নরেন্দ্র মোদি। তাঁকে দিয়েই কার্যত শুরু হলো পশ্চিমবঙ্গে বিজেপির ভোট প্রচার।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।