ফেব্রুয়ারি ১৩, ২০২১ ১৭:০৩ Asia/Dhaka

শ্রোতা/পাঠক!১৩ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • আ.লীগ নেত্রী মাহমুদার বক্তব্যের ভিডিও পরীক্ষা করা হচ্ছে-কাদের
  • ‘ধানের শীষে ভোট দিলে এলাকা ছেড়ে চলে যান’ -ইত্তেফাক
  • রাষ্ট্রীয় ১৩ প্রতিষ্ঠানে লোকসান ৩ হাজার কোটি টাকা–যুগান্তর
  • বিএনপির সমাবেশে পুলিশের লাঠিপেটা, আহত ৩০, আটক ১৭ – মানবজমিন
  • 'মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারো নেই' সেতুমন্ত্রী -কালের কণ্ঠ
  • মিয়ানমারে আন্দোলনকারীদের গ্রেপ্তারে বাড়ছে বিক্ষোভ -সমকাল
  • বগি লাইনচ্যুত,সিলেটের সাথে ঢাকা –চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • নিশানায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল, করা হয় বাড়ির রেকি, দাবি জইশ জঙ্গির -আনন্দবাজার পত্রিকা
  • ‘ত্বকস্পর্শ’ রায় নিয়ে বিতর্কের জের, মেয়াদ কমল বম্বে হাই কোর্টের বিচারপতির -আজকাল
  • মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে জোর, সেনাবাহিনীকে ১১৮টি অর্জুন ট্যাংক দিচ্ছেন প্রধানমন্ত্রী -সংবাদ প্রতিদিন

শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি- একথা বলেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন?

২. আমেরিকা দাবি করছে ইরানকে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলতে হবে আর ইরান বলছে আগে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। যৌক্তিক অবস্থান কোনটি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ-ইত্তেফাক

বিএনপির সমাবেশ পুলিশি বাধায় পণ্ড

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দলটির নেতা-কর্মীরা। শনিবার বেলা সোয়া ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই পরিস্থিতি তৈরি হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য চলাকালে বিএনপি নেতা-কর্মীরা কিছুটা উত্তেজিত হয়ে পড়লে পুলিশ এগিয়ে আসে। পরে একদল নেতা-কর্মী বেড়া ভেঙে প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়ে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে নেতা-কর্মীরা। পরে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হন। তবে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ব পরিকল্পিতভাবে সম্পূর্ণ বিনা উস্কানিতে নেতা-কর্মীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে।

‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের সহযোগী ছিলেন’-হাছান মাহমুদ-ইত্তেফাক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা আসলে কি ছিল সেটি নিয়ে নানা প্রশ্ন আছে। মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে তিনি প্রকৃতপক্ষে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছিলেন।

‘ধানের শীষে ভোট দিলে এলাকা ছেড়ে চলে যান’মাহমুদা-মাহমুদা,কারো খুশি মতো বক্তব্যকে প্রশ্রয় দিবে না আওয়ামী লীগ: ওবায়দুল কাদের-ইত্তেফাক

মাহমুদা বেগম

আগামী রবিবার (১৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচন। নির্বাচন নিয়ে সর্বত্র চলছে গণসংযোগ। আওয়ামী লীগ প্রার্থীর গণসংযোগ থেকে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠেছে। তিনি বলেছেন, ‘ধানের শীষে ভোট দিলে এলাকা থেকে চলে যান।’

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদরের ২ নম্বর ওয়ার্ডের গণসংযোগে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন কথা বলেন। তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়।

স্থানীয় সূত্র জানায়, আঞ্জুমান আরা বন্যার গণসংযোগ করতে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যান কেন্দ্রীয় মহিলা লীগের নেত্রীরা। বন্যার পক্ষে গত কয়েকদিন টানা গণসংযোগ করেন কেন্দ্রীয় মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ও কেন্দ্রীয় নেত্রীরা।

গণসংযোগে মাহমুদা বেগম বলেন, ‘সারাদেশে আজ নৌকার জয়জয়কার। চারদিকে নৌকা জিতে যাচ্ছে। নৌকা ছাড়া কোনো কথা নেই। যাদের মনে এখনো ধানের শীষের প্রতি পিরিত আছে কিংবা টান আছে, তারা ১৩ ফেব্রুয়ারির মধ্যে ঠাকুরগাঁও ছেড়ে চলে যান। আগামী ১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন। তাই ১৩ ফেব্রুয়ারির সন্ধ্যার পর ঠাকুরগাঁও পৌরসভার মধ্যে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের দেখতে চাই না। তাদের ভোটকেন্দ্রে আসার প্রয়োজন নেই।’

গণসংযোগে এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম বলেন, ‘নির্বাচনী মাঠে অনেক ধরনের কথা বলতে হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের প্রার্থীর বিরুদ্ধে বলছেন, আমরাও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বলছি। এইটা নির্বাচনী কৌশল। কৌশলের অংশ হিসেবে এটি বলেছি আমরা।’

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা জিলহাজ উদ্দিন বলেন, কোনো প্রার্থী এ ধরনের কাজ করতে পারবেন না। এটা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। যেহেতু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে, একই সঙ্গে আমার কাছে অভিযোগ এসেছে; তখন আমি নিজে গিয়ে আওয়ামী লীগের প্রার্থী ও মহিলা লীগ নেত্রীদের সঙ্গে কথা বলেছি। এ ধরনের কাজ যাতে আর না হয় সে বিষয়ে তাদের সতর্ক করেছি। এরপর এ ধরনের ঘটনা ঘটলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারো খুশি মতো বক্তব্যকে প্রশ্রয় দিবে না আওয়ামী লীগ।

আর কত বয়স হলে জুটবে বয়স্কভাতা- প্রশ্ন সাহেরা বেগমের-কালের কণ্ঠ

বয়স্ক হওয়াতে বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন সত্তরের বেশি বয়সের বৃদ্ধা ছায়েরা বেগম ও তার স্বামী। চিকিৎসা তো দূরের কথা, তিন বেলা খাবার জোটানো তার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় ডাল-ভাত খেয়ে বেঁচে থাকার আশায় বয়স্কভাতার কার্ডের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও জোটেনি তার ভাতার কার্ড। বিভিন্ন সময় কেউ কেউ আশ্বাস দিলেও জোটেনি এ পর্যন্ত বৃদ্ধার কোনো কার্ড। হতভাগা ছায়েরা বেগমের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরডাঙ্গা গ্রামের বাসিন্দা।

সাহেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, অসুস্থ স্বামী ও আমার চিকিৎসার টাকাও জোগাড় করতে পারছি না। কখনো খেয়ে না খেয়েও থাকতে হয়। সরকার এতো মানুষ কে কতো কিছু দেয়; আমাগো খবরও কেউ রাখে না। আমাগো কী বেঁচে থাকার অধিকার নাই? আর কত বয়স হলে ভাতার কার্ড জুটবে আমাগোর কপালে?

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

নিশানায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল, করা হয় বাড়ির রেকি, দাবি জইশ জঙ্গির-আনন্দবাজার পত্রিকা

ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের উপর হামলার ছক কষেছিল পাকিস্তানের জঙ্গিরা। সম্প্রতি শ্রীনগর থেকে ধৃত জইশ জঙ্গি হিয়াদত-উল্লা মালিককে জেরা করে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ২০১৬-র সার্জিকাল স্ট্রাইকের পর থেকেই পাকিস্তানের জঙ্গিদের নিশানার তালিকায় শীর্ষে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

জম্মু-কাশ্মীরের শোপিয়ানের বাসিন্দা হিয়াদতকে ৬ ফেব্রুয়ারি গ্রেফতার করে পুলিশ। জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর অন্যতম শাখা লস্কর-ই-মুস্তাফা-র প্রধান হিয়াদত। 

তদন্তকারীদের দাবি, জেরায় হিদায়ত তাঁদের জানায়, ২০১৯-এর ২৪ মে শ্রীনগর থেকে বিমানে নয়াদিল্লিতে আসে সে। অজিত ডোভালের দফতর এবং বাড়ি এবং সেখানকার নিরাপত্তা সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করে। ভিডিয়ো করে। এমনকি কী ভাবে তাঁর উপর হামলা চালানো যায়, সেই বিষয়টি নিয়ে হিয়াদত রেকিও করে বলে দাবি তদন্তকারীদের।

রেকি করার পর বাস ধরে কাশ্মীরে চলে যায় সে। অজিত ডোভালের দফতর এবং বাসভবন সম্পর্কে যা যা তথ্য সংগ্রহ করেছিল হিয়াদত, তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানে ‘ডক্টর’ নামে এক ব্যক্তির কাছে পাঠিয়ে দেয় বলেও দাবি তদন্তকারীদের।

শুধু অজিত ডোভালের বাসভবন এবং দফতর নয়, দিল্লির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গারও রেকি করে হিদায়ত। ওই বছরই আরও এক সহযোগী সমীর আহমেদ দারের সঙ্গে সাম্বা সেক্টরেও রেকি করে তারা। এই সমীর পুলওয়ামা হামলার অন্যতম চক্রী। ২০২০-তে গ্রেফতার হয় সে।

মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে জোর, সেনাবাহিনীকে ১১৮টি অর্জুন ট্যাংক দিচ্ছেন প্রধানমন্ত্রী-সংবাদ প্রতিদিন

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার পথে বড় পদক্ষেপ। এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ১১৮টি অত্যাধুনিক অর্জুন ট্যাংক ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আগামীকাল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি অর্জুন মার্ক-১এ ট্যাংক সেনার হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী।

 এই মর্মে চেন্নাইয়ে একটি অনুষ্ঠান হবে। সেখানেই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। এই বিষয়ে DRDO প্রধান সতীশ রেড্ডি জানান, অর্জুন মার্ক-১এ ট্যাংক দেশীয় প্রযুক্তিতে তৈরি। এছাড়াও, নিকট ভবিষ্যতে বায়ুসেনা ও নৌসেনার হাতে অস্ত্র মিসাইল তুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে

 ‘ত্বকস্পর্শ’ রায় নিয়ে বিতর্কের জের, মেয়াদ কমল বম্বে হাই কোর্টের বিচারপতির-আজকাল

‘ত্বকস্পর্শ’ নিয়ে কিছুদিন আগে যৌন নির্যাতনের ঘটনায় বিতর্কিত রায় দেওয়ায় বম্বে হাই কোর্টের বিচারপতির বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছিল সারা দেশের মানুষ। বিতর্কিত সেই রায় নিয়ে সারা দেশে শুরু হয় প্রতিবাদ থেকে শুরু করে সমালোচনা। বম্বে হাই কোর্টের সেই অতিরিক্ত বিচারপতি পুষ্পা গানেদিওয়ালার মেয়াদ নতুন করে মাত্র এক বছরের জন্য বাড়ানো হল।#

 প্রসঙ্গত চলতি মাসেই শেষ হয়েছে তাঁর দু’বছরের মেয়াদ। ১৩ তারিখ অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে তাঁর নতুন মেয়াদ। উল্লেখ্য, সাধারণভাবে অতিরিক্ত বিচারপতিদের কার্যকাল সবসময় দু’বছরের জন্য বাড়ানো হয়ে থাকে। কিন্তু বিতর্কিত সেই বিচারপতির কার্যকাল বাড়ানো হয়েছে এক বছরের জন্য। 

প্রাক্তন বিচারপতিদের মতে, ‘যৌন নির্যাতনের ঘটনায় রায়কে ঘিরে দেশজুড়ে শুরু হওয়া বিতর্কের জেরেই সরকারের এমন সিদ্ধান্ত।’‌বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা রায় দিতে জানিয়েছিলেন, ‘জামার উপর দিয়ে নাবালিকার স্তনে হাত দেওয়া হলে পকসো আইনের আওতায় তা যৌননিগ্রহ হিসেবে গ্রাহ্য হবে না। যৌনতামূলক কার্যকলাপের ক্ষেত্রে একমাত্র ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্শ হলে, তবেই তা যৌন নিগ্রহ হিসেবে প্রমাণিত হবে’‌।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ