মার্চ ০২, ২০২১ ১৭:৫১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • স্থানীয় নির্বাচনেও এখন একটা অনিয়মের মডেল তৈরি হয়েছে: মাহবুব তালুকদার -দৈনিক মানবজমিন
  • মাহবুব তালুকদারের বক্তব্যে ক্ষোভ ঝাড়লেন ইসি-প্রথম আলো
  • আমেরিকাতেও বহু লোক জেলে মারা যায় কিন্তু সেখানে কোনো প্রশ্ন ওঠে না: পররাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক
  • সুন্দর বাংলাদেশ গড়তে না পারার দায় আমাদেরও-ফখরুল-কালের কণ্ঠ
  • নারীকে পিস্তল ঠেকিয়ে ৩ লাখ টাকা ছিনতাই, এসআইস ৩ পুলিশ গ্রেপ্তার-দৈনিক যুগান্তর
  • বিএনপির মহাসমাবেশ- রাজশাহীতে মোড়ে মোড়ে পুলিশের  তল্লাশি, বাস বন্ধে দুর্ভোগ-দৈনিক সমকাল
  • আল জাজিরার বিরুদ্ধে ৫০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণে মামলা-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • ISF’এর সঙ্গে জোটে আরও জট, ব্রিগেড মঞ্চে আব্বাসের বক্তব্য সমর্থন করলেন না বিমান বসু-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ১৪ আসন ছাড়ার ইঙ্গিত কংগ্রেসের, জোট জট কিন্তু অধরা -আনন্দবাজার পত্রিকা/আজকাল
  • ‌রাম নাম অপছন্দ করলে বাংলায় জায়গা নেই’, গাজোলে দাঁড়িয়ে হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের-দৈনিক আজকাল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

সিইসি এবং ইসি কমিশনারের পাল্টাপাল্টি বক্তব্য এবং ক্ষোভ প্রকাশ সম্পর্কিত খবর আজকের প্রায় সব জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।মানবজমিন, প্রথমআলোসহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে, স্থানীয় নির্বাচনেও হানাহানি, মারামারি, কেন্দ্র দখল, ইভিএম ভাঙচুর ইত্যাদি মিলে এখন একটা অনিয়মের মডেল তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ নির্বাচন কমিশন ভবনে তৃতীয় জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায়  তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্থানীয় নির্বাচনগুলোর গতিপ্রকৃতি দেখে আমার ধারণা হচ্ছে, বহুদলীয় গণতন্ত্রের জন্য নির্বাচনের যে “লেভেল প্লেয়িং ফিল্ড” ও ভারসাম্য রক্ষিত হওয়ার প্রয়োজন ছিল, তা হচ্ছে না। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেবেল প্লেয়িং ফিল্ড) থাকছে না। বিনাপ্রতিদ্বন্দ্বীতায় প্রার্থী জয়ী হয়ে যাচ্ছেন। আগের রাতে ভোট হয়ে যায়। 

এদিকে, ইসি মাহবুব তালুকদারের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। পাল্টা হিসেবে সিইসি বলেছেন, মাহবুব তালুকদার কমিশনকে হেয়, অপদস্থ ও নিচে নামানোর জন্য যা করা দরকার সবই করে চলেছেন। তিনি (মাহবুব তালুকদার) ব্যক্তিগত স্বার্থে ও উদ্দেশ্য প্রণোদিতভাবে কমিশনকে হেয় করছেন। মাহবুব তালুকদারের কঠোর সমালোচনা করে সিইসি বলেন, ‘মাহবুব তালুকদার সাহেব অভ্যাস গতভাবে সারা জীবন আমাদের এ নির্বাচন কমিশনে যোগ দেওয়ার পরদিন থেকে যা কিছু ইসির নেগেটিভ দিক তা পকেট থেকে একটা কাগজ বের করে পাঠ করতেন। আজকেও এর ব্যতিক্রম হয়নি।’ এর আগেও নির্বাচনে অনিয়ম নিয়ে খোলামেলা কথা বলেছেন মাহবুব তালুকদার। কমিশন থেকেও যথাসম্ভব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু একই মঞ্চে বসে কে এম নূরুল হুদা ও মাহবুব তালুকদারের মধ্যে পাল্টাপাল্টি এমন বক্তব্য খুব একটা দেখা যায়নি।

লেখক মুশতাকের মৃত্যুর ফলো আপ খবরে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি সাক্ষাৎকারে লেখা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনে আটক লেখক মুশতাক আহমেদ সম্প্রতি কারাগারে মারা যান। একই মামলায় আটক আছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। এ মামলায় আসামিপক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোর সঙ্গে কথা বলেন নাগরিকের আইনি সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন দিক নিয়ে। তিনি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগই অপপ্রয়োগ। খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। তিনি ১০ মাস ধরে কারাগারে আটক ছিলেন। আমাদের এখানে সেনটেন্সিং পলিসি বা দণ্ড প্রদানের নীতি নেই। বিচারের আগে একজন আসামিকে কত দিন আটক রাখা যাবে, তার সুনির্দিষ্ট আইন নেই। অথচ আমরা ফৌজদারি অপরাধের ক্ষেত্রে যে দেশের আইন অনুসরণ করি, সেই যুক্তরাজ্যে কিন্তু সুনির্দিষ্ট আইন আছে। এ কারণে বিচারের আগেই অনেকে বছরের পর বছর কারাগারে আটক থাকছেন। এটি আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের ৩৬ অনুচ্ছেদে আছে, ‘জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধানিষেধ-সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যেকোনো স্থানে বসবাসের...অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।

এদিকে কারাবন্দি থাকা অবস্থায় লেখক মুশতাকের মৃত্যুর পর দেশে বিদেশে ব্যাপক প্রতিবাদ হচ্ছে। এ আইন বাতিলের দাবি উঠেছে। এ সম্পর্কে দৈনিক কালের কণ্ঠে লেখা হয়েছে-ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী।’

আর দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাক আহমেদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশকারী বিদেশি কূটনীতিকদের সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র সফরশেষে দেশে ফিরে গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি।

মানুষকে খাদ্য সরবরাহ-সময়মতো ভ্যাকসিন দিতে হবে : প্রধানমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন

কৃষি উৎপাদন বিঘ্নিত এবং মানুষের যেন খাদ্য সমস্যা না হয় সেই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এসব নির্দেশনা দেন তিনি।

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।প্রধানমন্ত্রী বলেছেন করোনাকালে সারাবিশ্বে যেখানে অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে, সেখানে আমরা যেভাবে অর্থনীতিকে চালু রেখেছি, সেটা বজায় রাখতে হবে। আমাদের এখন গুরুত্ব দিতে হবে যে, খাদ্য উৎপাদন, মানুষকে খাদ্য সরবরাহ, সময়মতো ভ্যাকসিন দেওয়া। এজন্য প্রয়োজনে আরো ভ্যাকসিন কেনা হবে।

সুন্দর বাংলাদেশ গড়তে না পারার দায় আমাদেরও : ফখরুল-কালের কণ্ঠ

দলাদলি আর বিভক্তির কারণে উদার ও সুন্দর বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধ করে দেশ গড়ার যে প্রত্যয় ছিল, তা করতে পারিনি। উদার সমাজ বা রাষ্ট্রব্যবস্থা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছি। আমরা সবাই দলাদলী করেছি, বিভক্ত হয়েছি, এই দায় আমাদের।'তিনি বলেন, দলাদলি আর বিভক্তির কারণেই উদার ও সুন্দর বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছি, এর দায় কোনভাবেই এড়ানো যাবে না। ফখরুল বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ গড়ার যে প্রত্যয় ছিল ৫০ বছর পরও সে স্বপ্ন বাস্তবায়ন করা যায়নি। এখন সবাই মিলে সুন্দর দেশ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে। এদিকে যুগান্তরের খবরে লেখা হয়েছে, রিমান্ডে ছাত্রদল নেতাকর্মীদের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির অপর নেতা রুহুল কবির রিজভী।

অন্যদিকে মানবজমিনের খবরে লেখা হয়েছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কমিটমেন্ট নিয়ে জনগণ প্রশ্ন তুলছে।তিনি বলেন, মুক্তিযুদ্ধকে অসম্মান করেছে বিএনপি।

দৈনিক সমকাল, মানবজমিন, বাংলাদেশ প্রতিদিনিসহ বেশ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছে,রাজশাহীতে আজ বিএনপির মহাসমাবেশ ঘিরে পুরোপুরি বিচ্ছিন্ন। অঘোষিত বাস ধর্মঘটের দ্বিতীয় দিনে অচল রাজশাহী। জনদুর্ভোগ চরমে। মোড়ে মোড়ে পুলিশের তল্লাশির মুখে পড়েছে মানুষ।

 এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

ISF’এর সঙ্গে জোটে আরও জট, ব্রিগেড মঞ্চে আব্বাসের বক্তব্য সমর্থন করলেন না বিমান বসু-দৈনিক সংবাদ প্রতিদিন

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে (ISF) জোটে আহ্বান করে, পছন্দমতো আসন ছেড়ে দিয়ে এখন কার্যত ঢোঁক গিলতে হচ্ছে বামফ্রন্টকে। রবিবার ব্রিগেডের সভা থেকে আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকির বক্তব্য সমর্থন করলেন না বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সোমবার বহু অনিশ্চয়তার পর বাম-কংগ্রেসের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে বসে বিমান বসু সেই ইঙ্গিতই দিলেন।

‘সভ্যতা’ বাঁচানোর লড়াই, বিজেপিকে রুখতে ‘মমতাদিদি’র পাশেই তেজস্বী-আজকাল/সংবাদ প্রতিদিন

মূল লক্ষ্য বিজেপিকে প্রতিহত করা, দেশের সভ্যতাকে বাঁচানো। একুশে বঙ্গের ভোটের আগে সেই লড়াইয়ে ‘মমতাদিদি’কে পূর্ণ সমর্থনের বার্তা স্পষ্ট করে দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব । সোমবার বিকেলে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী বলেন, ”বিজেপি বিরোধী লড়াইয়ে যেভাবে চান, তৃণমূলের পাশে থাকব। পূর্ণশক্তি দিয়ে সমর্থন করব। কারণ, আমাদের সকলের মূল লক্ষ্য, বিজেপিকে রুখে দেওয়া। সভ্যতা বাঁচাতে বিজেপিকে হঠাতেই হবে। তৃণমূলের লড়াই মানে আমাদের লড়াই।

সংবাদ প্রতিদিনের অপর এক খবরে লেখা হয়েছে,শুভেন্দু অধিকারী বিজেপিতে নাম লেখানোর পর নন্দীগ্রামের সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, একুশের ভোটে এই কেন্দ্র থেকেই লড়বেন তিনি। তার পর থেকেই জল্পনা উসকে যায়, তবে কি আসন্ন বিধানসভা ভোটে দুটি কেন্দ্র থেকে লড়বেন তৃণমূল সুপ্রিমো? নন্দীগ্রামের পাশাপাশি নিজের গড় ভবানীপুর থেকেও কি দাঁড়াবেন তিনি? তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই জানা গেল, ভবানীপুর থেকে লড়বেন না মমতা। শুভেন্দুর চেনা মাটি নন্দীগ্রামকেই পাখির চোখ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।”

যোগীরাজ্যে নির্যাতিতার বাবাকে গুলি করে খুন জামিনে মুক্ত যৌন হেনস্থায় অভিযুক্তের-আনন্দবাজার পত্রিকার

এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। জামিন পেয়েই নির্যাতিতা তরুণীর বাবাকে গুলি করে খুনের অভিযোগ উঠল সেই ব্যক্তির বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের হাথরসে। ২০১৮ সালে গৌরব শর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে হাথরসের এক তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। মাসখানেক জেল খাটার পর জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/‌২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ