মার্চ ১৮, ২০২১ ১৭:০৯ Asia/Dhaka
  • কথাবার্তা: শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের

প্রিয় পাঠক/শ্রোতা! ১৮ মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই-প্রথম আলো

  • তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনে অগ্রগতি হয়েছে' -কালের কণ্ঠ

  • ফিলিস্তিনে বেপরোয়া আগ্রাসন চালাচ্ছে ইসরাইল: জাতিসংঘ –যুগান্তর
  • শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের-দৈনিক ইত্তেফাক

  • পুতিনকে খুনী বললেন বাইডেন, হিলারির মতো বাইডেনকেও হারানোর চেষ্টা করেছিল রাশিয়া– মানবজমিন
  • লকডাউনের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন 

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • বাংলায় জিতলেই দিল্লিতে ঝাঁপাব, দিল্লিছাড়া করে ছাড়ব, কলাইকুণ্ডায় ঘোষণা মমতার -আনন্দবাজার পত্রিকা
  • পুরুলিয়ায় ‘‌রাম–কার্ড’‌ খেললেন মোদি, খুঁজলেন অযোধ্যা–রাম মন্দির যোগ - দৈনিক আজকাল
  • বঙ্গ বিজেপির ইস্তাহারে থাকছে চমক! প্রকাশ করতে পারেন খোদ জেপি নাড্ডা-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই-প্রথম আলো

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর বৈঠকের পর দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকগুলো সই হয়।

সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে যৌথ কমিশন গঠন (জেসিসি), পররাষ্ট্রসচিব পর্যায়ে নিয়মিত বৈঠক, সামুদ্রিক সম্পদ আহরণে সহায়তা ও সাংস্কৃতিক বিনিময়।

আজ বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান প্রেসিডেন্ট সলিহ। তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সলিহ একান্ত বৈঠক করেন। পরে করেন দ্বিপক্ষীয় বৈঠক। এরপর দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকগুলো সই হয়।

দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপর দিকে সলিহ মালদ্বীপ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।

তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনে অগ্রগতি হয়েছে' -কালের কণ্ঠ

'বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত চুক্তি ও  ছিটমহল বিনিময় ছাড়াও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনে ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে।'

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, 'ভারত ও বাংলাদেশের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। দীর্ঘদিনের সীমান্ত চুক্তিসহ ছিটমহল বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনে ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে।'

ফিলিস্তিনে বেপরোয়া আগ্রাসন চালাচ্ছে ইসরাইল: জাতিসংঘ –যুগান্তর

ফিলিস্তিনের জেরুজালেম ও পশ্চিমতীরে দখলদার ইসরাইল বেপরোয়া আগ্রাসন চালাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

ফিলিস্তিনে কাজ করা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ারস আন দ্যা প্যালেস্টাইন টেরিটরিসের (ওসিএইচএ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ২০০৯ সাল থেকে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে তাদের ভিটেমাটি দখল করার আগ্রাসন শুরুর পর এ বছর তাদের জবরদখল বেড়েছে ৬৫ শতাংশ। পশ্চিমতীর ও জেরুজালেমে এ বছরের ফেব্রুয়ারিতে ১৫৩ ফিলিস্তিনি বাড়িঘর ও স্থাপনা ভাঙে ইসরাইল। ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে জোর করে রাস্তায় বের করে দিচ্ছে। বাধা দিলে নির্বিচারে গুলি করছে।

নারী ও শিশুদের নিয়ে প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো

শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের-দৈনিক ইত্তেফাক

করোনার সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার সুপারিশ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে ১২ দফা সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তার মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা, যে কোনো পাবলিক পরীক্ষা যেমন—বিসিএস, এসএসসি, এইচএসসিসহ অন্যান্য পরীক্ষা বন্ধ রাখা।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মিনি কনফারেন্স রুমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে কোভিড-১৯ প্রতিরোধ ও বর্তমানে করণীয় সম্পর্কে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ১২টি প্রস্তাব গৃহীত হয়। ১. সম্ভব হলে কমপ্লিট লকডাউনে যেতে হবে, সম্ভব না হলে ইকোনমিক ব্যাল্যান্স রেখে যে কোনো জনসমাগম বন্ধ করতে হবে। ২. কাঁচাবাজার, পাবলিক ট্রান্সপোর্ট, শপিং মল, মসজিদ, রাজনৈতিক সমাগম, ভোট অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, পবিত্র রমজান মাসের ইফতার মাহফিল ইত্যাদি অনুষ্ঠান সীমিত করতে হবে।

লকডাউনের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন

দেশে করোনার সংক্রমণ বাড়লেও লকডাউনের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি, তবে জনগমাগম এড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ দুপুরে রাজধানীর কৃষবিদ ইন্সটিটিউটে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা ভালোভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। তবে সাধারণ মানুষ স্বাস্থ্য সুরক্ষার নিয়ম যথাযথভাবে পালন করছে না। এ কারণে করোনার সংক্রমণ বাড়ছে। করোনা নিয়ন্ত্রণে না থাকে তাহলে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণে থাকবে না। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও করোনার টিকা নিতে আবারও আহ্বান জানান মন্ত্রী।

পুতিনকে খুনী বললেন বাইডেন, হিলারির মতো বাইডেনকেও হারানোর চেষ্টা করেছিল রাশিয়া– মানবজমিন

আবারো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কলকাঠি নাড়ানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ২০১৬ সালে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারানোর চেষ্টা করেছিল বলে রাশিয়ার ভ্লাদিমির পুতিন সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল। এবার ফের একই অভিযোগে বিদ্ধ হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল-এর একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আর তাতেই গোয়েন্দারা দাবি করেছেন, ডনাল্ড ট্রাম্প-ঘনিষ্ঠদের দিয়ে গত বছরের নির্বাচনের আগে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের ছেলের উপর দুর্নীতির কালি ছেটানোর চেষ্টা করেছিল রাশিয়া, যাতে বাইডেনকে কলঙ্কিত করে নির্বাচনে হারানো যায়। আর গোটা বিষয়ে ট্রাম্পের সমর্থন ছিল বলেও দাবি গোয়েন্দাদের।ওইদিনই এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, তিনি বিশ্বাস করেন যে রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিন প্রাণহীন একজন খুনী এবং প্রতিজ্ঞা করেন যে পুতিনকে শীঘ্রই ২০২০ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য এবং তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পুনরায় নির্বাচনে জয়ের সম্ভাবনা বাড়ানোর চেষ্টা করার জন্য "মূল্য দিতে হবে"।

বাংলায় জিতলেই দিল্লিতে ঝাঁপাব, দিল্লিছাড়া করে ছাড়ব, কলাইকুণ্ডায় ঘোষণা মমতার -আনন্দবাজার পত্রিকা

বাংলায় জেতার অপেক্ষা খালি, তার পরই দিল্লিতে ঝাঁপিয়ে পড়বেন, কলাইকুণ্ডায় নির্বাচনী প্রচারে গিয়ে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের তিন গড়বেতা, কেশিয়াড়ি এবং কলাইকুণ্ডায় সভা করেন মমতা। শেষ সভা ছিল কলাইকুণ্ডায়। সেখান থেকেই দিল্লি নিয়ে পরিকল্পনার কথা জানান তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘‘বাংলায় জিতলেই দিল্লিতে ঝাঁপাব। দিল্লিছাড়া করে ছাড়ব।’’

কলকাতার কফিহাউসে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা নিয়ে মমতা বলেন, ‘‘মান্না দে যে কফিহাউস নিয়ে গান গেয়েছেন, সেই কফিহাউসেও গুন্ডাগুলো বসে রয়েছে। কফিহাউসে যে ছেলেটির ছবি সামনে এসেছে, সে বহিরাগত গুন্ডা। কফি হাউস দখল করতে গিয়েছিল। ওরা জানে কফি হাউসে কারা যায়?’’

মমতা আরও বলেন, ‘‘চাষিদের কাছ থেকে ৩১ টাকায় চাল কিনে আগে ২ টাকায় সকলকে চাল দিতাম। এখন বিনামূল্যেই চাল-ডাল পান। তৃণমূল-কে ভোট দিলে তা আনতে রেশন দোকানেও যেতে হবে না। বাড়ি বাড়ি চাল পৌঁছে দেবে আমার সরকার।’

পুরুলিয়ায় ‘‌রাম–কার্ড’‌ খেললেন মোদি, খুঁজলেন অযোধ্যা–রাম মন্দির যোগ - দৈনিক আজকাল’

পুরুলিয়ায় এসে ‘‌রাম–কার্ড’ খেললেন নরেন্দ্র মোদি। আমফান দুর্নীতি, আদিবাসী উন্নয়নের প্রসঙ্গ টানার পাপাশি জেলার জলসঙ্কটের সমস্যায় বিশেষ ভাবে জোর দিতে দেখা গেল তাঁকে। রাজ্যের শাসক শিবিরকে কটাক্ষ করে বলেন, এই পুরুলিয়াতেই সীতার জলের তেষ্টা মিটিয়েছিলেন রাম। আর এখন এখানেই জলের কষ্ট। পানীয় জলের জন্য অনেক দূরে যেতে হয় সাধারণ মানুষকে।রামায়ণের প্রসঙ্গ টেনে মোদি বলেন, ‘‌বনবাসের সময়ে তৃষ্ণার্ত সীতার জন্য বাণ মেরে জলের ধারা বইয়ে দিয়েছিলেন রাম। এখন সেখানেই জলে সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ।’‌ শুধু তাই নয়, অযোধ্যা–রাম মন্দিরের যোগ খুঁজতে গিয়ে তিনি বলেন, ‘‌এই পুরুলিয়ার ভূমিতে অযোধ্যা পর্বত আছে। সীতাকুণ্ড আছে। এমনকি অযোধ্যার নামে গ্রাম–পঞ্চায়েতও আছে এখানে।’‌ জেলায় সাহেব বাঁধ প্রকল্পের ঘোষণা করেছিল তৃণমূল সরকার। আট বছর হয়ে গেল, তা এখনও রূপায়ণ হল না। মমতা সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘তৃণমূল শুধু ভেদাভেদের রাজনীতিই করে। বছরের পর বছর ধরে একটা সেতুও তৈরি করতে পারেনি শাসক দল। এখন উন্নয়নের কথা বলছে তারা।

বঙ্গ বিজেপির ইস্তাহারে থাকছে চমক! প্রকাশ করতে পারেন খোদ জেপি নাড্ডা-সংবাদ প্রতিদিন

বিজেপির পাখির চোখ এবার বাংলা। আর তাই দলের ইস্তাহার প্রকাশেও চমক রাখতে চায় গেরুয়া শিবির। দলীয় সূত্রে খবর, কলকাতায় এসে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা  এই ইস্তাহার প্রকাশ করবেন। বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ হতে পারে ২১ মার্চ। আর রাজ্য বিজেপির ইস্তাহার দলের সর্বভারতীয় সভাপতি প্ৰকাশ করলে তা নিঃসন্দেহে নজিরবিহীন হবে। বাংলা দখল বিজেপির কেন্দ্রীয় নেতাদের কাছে যে কতটা গুরুত্বপূর্ণ, ইস্তাহার প্রকাশে জে পি নাড্ডার (J P Nadda) উপস্থিত থাকার সম্ভাবনা থেকেই তা প্রমাণিত।

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানান, ২১ মার্চ জে পি নাড্ডার উপস্থিতিতে ইস্তাহার প্রকাশের সম্ভাবনা রয়েছে। এদিকে, বুধবার নির্বাচনী ইস্তাহার (BJP Manifesto) প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। ইস্তাহার প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতির কথা ইস্তাহারে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর তৃণমূলের এই ইস্তাহারকে কটাক্ষ করেছে রাজ্য বিজেপি। তৃণমূলের এই ইস্তাহারকে দিশাহীন বলে মন্তব্য করেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।#

পার্সটুডে/ বাবুল আখতার /১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ