মার্চ ২২, ২০২১ ১৬:৫৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২২ মার্চ সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ছুটি নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সরকার-দৈনিক প্রথম আলো
  • দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে: ওবায়দুল কাদের -দৈনিক ইত্তেফাক
  • তৃণমূলের ছোট নেতাদের দুষছে  বিব্রত আ.লীগ-কালের কণ্ঠপালানোর সময় পি কে হালদারের
  • সঙ্গী শুভ্রা বিমানবন্দরে গ্রেফতার -দৈনিক যুগান্তর
  • জাতীয় স্মৃতিসৌধে নেপালের প্রেসিডেন্টের শ্রদ্ধা-সমকাল
  •  মোদির আমন্ত্রণ বাতিলের দাবি হেফাজতের -মানবজমিন
  • মোদির সফর: বিরোধিতা অব্যাহত থাকবে হেফাজতের-বিডি প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • গার্হস্থ্য হিংসার শিকার থেকে বিদেশে পুলিশে চাকরি, রূপকথাকে হার মানায় মনদীপের গল্প-আনন্দবাজার পত্রিকা 
  • মমতাকে টুকলি করে লাভ নেই’, বিজেপির নির্বাচনী ইস্তাহারকে চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোর-সংবাদ প্রতিদিন
  • পাহাড়ে মোর্চার ২ গোষ্ঠীর লড়াই, ফায়দা তুলছে বিজেপি, বিপাকে তৃণমূল-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. স্মার্টফোন-ফেসবুক নেই, কিন্তু মামলার আসামি । ডিজিটাল নিরাপত্তা আইনে। কি বলবেন আপনি?

২. নিষেধাজ্ঞা বহাল থাকবে- ধরে নিয়ে কাজ করুন। এ কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। প্রশ্ন হচ্ছে- তাহলে কূটনৈতিক প্রচেষ্টা কি ব্যর্থ হবে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

পালানোর সময় পি কে হালদারের সঙ্গী শুভ্রা বিমানবন্দরে গ্রেফতার-যুগান্তর

বিদেশে পলাতক প্রশান্ত কুমার (পিকে) হালদারের দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে ওয়াকামা ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির পরিচালক শুভ্রা রানী ঘোষকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।  দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।  শুভ্রা পি কে হালদারের অপকর্মের সহযোগী বলে অভিযোগ রয়েছে।

প্রণব কুমার বলেন, গ্রেফতার শুভ্রা রানী ঘোষ দেশের বাইরে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন।  সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আনা হচ্ছে। এর আগে রোববার ওয়াকামা ইন্টারন্যাশনাল নামের ওই 'কাগুজে কোম্পানির' পরিচালকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় পি কে হালদারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল লিজিং থেকে ৮৭ কোটি ৬০ লাখ টাকা ঋণের নামে তুলে আত্মসাত এবং পাচারের অভিযোগ আনা হয়েছে।

মোদির আমন্ত্রণ বাতিলের দাবি হেফাজতের-মানবজমিন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। আজ এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাকা মহানগর আমীর জুনায়েদ আল হাবীব এ দাবি জানান। তিনি বলেন, নরেন্দ্র মোদি সারা দুনিয়াতে মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত। আমরা দেশের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে নরেন্দ্র মোদির আমন্ত্রণ বাতিলের আহ্বান জানাই।

লিখিত বক্তব্যে জুনায়েদ আল হাবীব বলেন, মুসলমান হিসেবে ঈমানী দায়িত্ব ও দেশপ্রেমের দায়বোধ থেকেই নরেন্দ্র মোদির আগমণের বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে। হেফাজতের কি ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করবে জানতে চাইলে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, আমরা এখন কোনও কর্মসূচি ঘোষণা করছি না। আপতত এ বিষয়ে সংবাদ মাধ্যমে আমাদের বক্তব্য দেয়া অব্যাহত থাকবে।

নরেন্দ্র মোদির আমন্ত্রণ বাতিলের দাবি সরকারকে সরাসরি জানানো হবে কিনা জানতে চাইলে মামুনুল হক বলেন, আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে এই দাবি জানিয়েছি। এর বাইরে সরাসরি সরকারের কাছে কোনও দাবি তুলে ধরা হবে না।

মামুনুল হক আরও বলেন, ‘হেফাজতে ইসলাম কোনও উগ্রবাদী সংগঠন নয়, শান্তিপূর্ণ সংগঠন।

নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোই আমাদের কাজ। এখানে রাজপথে মিছিল অথবা সংঘাতমূলক কোনও কর্মসূচি ঘোষণা করা হচ্ছে না।

মোদির আগমণে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মহিমান্বিত হবে না বরং কলঙ্কিত হবে বলে দাবি করে মামুনুল হক বলেন, যে কোন উপায়ে নরেন্দ্র মোদির কাছে সংবাদ পৌঁছাবে যে মানুষ তাকে চাচ্ছে না। কাজেই তারও যদি আত্মসম্মানবোধ থেকে থাকে তাহলে তিনিও বাংলাদেশে আসবেন না।’    

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী থাকায় আমরা কোনও কর্মসূচিতে যাচ্ছি না। তবে আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও নিন্দা জানানো অব্যাহত থাকবে।’    

লিখিত বক্তব্যে জুনায়েদ আল হাবীব আরও বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনে এমন কাউকে বাংলাদেশে নিয়ে আসা উচিত হবে না, যাকে এদেশের মানুষ চায় না।

ভারতের আভ্যন্তরীণ রাজনীতি এবং নির্বাচন নিয়ে হেফাজত কথা বলতে ইচ্ছুক নয় বলে উল্লেখ করে জুনায়েদ আল হাবীব বলেন, তারপরেও অবস্থাদৃষ্টে বলতে হয়, সচেতন পর্যবেক্ষকদের মতে পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের আগে বাংলাদেশে পরিকল্পিত ছক অনুযায়ী সংখ্যালঘু নিপীড়নের নাটক সাজানো হচ্ছে। এর দ্বারা মোদি ও তার সহযোগী উগ্র হিন্দুত্ববাদী কাপালিক গোষ্ঠী একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়ার পাশাপাশি আসন্ন নির্বাচনে ফায়দা হাসিল করতে চাইছে। সাম্প্রতি কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের কোর্টে রিট হয়েছে বলে উল্লেখ করে হেফাজতের এই নেতা আরও বলেন, এই রিটের মাধ্যমে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত করা হয়েছে।

তিনি আরও বলেন, ১৭ই মার্চ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার যাচাই-বাছাই ছাড়াই এক শ্রেণির মিডিয়া তাৎক্ষণিক প্রচার করে 'হেফাজতে ইসলাম যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ঝুমন দাসের ফেসবুকে কটূক্তির প্রতিবাদে এই হামলা হয়েছে। অথচ দুদিনের মাথায় স্পষ্ট হয় এই ঘটনায় আমাদের দূরতম সম্পৃক্ততাও নেই।

পানি সমস্যা বৈশ্বিক সংকট বিশ্ব পানি দিবস আজ-ইত্তেফাক

পানির অপর নাম জীবন। জীবনের অধিকার মানে পানির অধিকার। পানি ছাড়া জীবনের অস্তিত্ব কল্পনাও করা যায় না। তবে পানির সংকট একটি বৈশ্বিক সংকট। যতই দিন যাচ্ছে এ সংকট আরো তীব্র হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এ সংকট। বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ জনগোষ্ঠী পানি সংকটে রয়েছে। আর সুপেয় পানির সংকটে রয়েছে ৭৬ কোটিরও বেশি মানুষ। আজ ২২ মার্চ সোমবার। বিশ্ব পানি দিবস। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালনের জন্য সরকারি-বেসরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পানির প্রতি গুরুত্ব প্রদান করতে এবারের পানি দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘পানির মূল্যায়ন’।

এক পরিসংখ্যান বলছে, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবে বিশ্বে প্রতিদিন পাঁচ বছরের কম বয়সি প্রায় ১ হাজার ৪০০ শিশুর মৃত্যু ঘটছে। অন্য পরিসংখ্যান বলছে, এ সংখ্যা প্রায় পাঁচ হাজার হবে। তার মানে শিশুরা পানি সংকটের সবচেয়ে বেশি ভুক্তভোগী। সুপেয় পানি প্রাপ্তির সুযোগ বর্তমানে বিশ্বব্যাপী মানবাধিকার হিসেবে স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘ পানি অধিকারকে মানবাধিকার হিসেবে ঘোষণা করেছে। নিরাপদ পানির অধিকারবঞ্চিত বিপুল জনগোষ্ঠীর অধিকাংশই আবার চরম দরিদ্র। প্রান্তিক এ জনগোষ্ঠীর একটি বড় অংশ বাস করে গ্রামে। সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে নারী ও শিশুরা। এশিয়া ও আফ্রিকার সংকট ভয়াবহ। আজ দিবসটি উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সক্ষম হবে, এটাই সবার প্রত্যাশা।

পানিসম্পদ মন্ত্রণালয় বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব পানি দিবস’ উদ্যাপনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান। বিশ্ব পানি দিবসের এবারের প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, জীবনের মূল উপাদান হচ্ছে পানি। এই পানি ব্যবস্থাপনার ওপর খাদ্য নিরাপত্তা অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশের কৃষি, বনজ, প্রাণী ও মত্স্য উন্নয়নে পানি প্রধান উপাদান। কৃষিসহ দৈনন্দিন বিভিন্ন ক্ষেত্রে ভূ-গর্ভস্থ পানি ব্যবহার দিন দিন বৃদ্ধি পাওয়ায় পানির স্তর ক্রমশ নেমে যাচ্ছে। ভূ-উপরিস্থ পানির অপ্রতুলতার কারণে ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির সমন্বিত ও সুষ্ঠু ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। আবদুল হামিদ বলেন, পানির সঙ্গে জলবায়ুর রয়েছে নিবিড় সম্পর্ক। গৃহস্থালি, কলকারখানা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে পানির ব্যবহারে পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

৩০ মিনিটেই তছনছ নোয়াগাঁও-মানবজমিন

৩০ মিনিটেই দুষ্কৃতকারীরা তছনছ করে দেয় হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামের পূর্ব পাড়া। আধা ঘণ্টা সময়ের মধ্যে ভাঙচুর ও লুটপাট চালানো হয় প্রায় ৮৮টি বাড়িঘরে। বসতবাড়ির লাগোয়া ব্যক্তিগত প্রার্থনাস্থলে থাকা প্রতিমাও হামলার শিকার হয়। সবকিছু হারিয়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলো এখন অসহায় হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত একাধিক ব্যক্তি জানান, আর্থিক ক্ষতি কাটিয়ে উঠলেও মানসিক ক্ষতি কাটানো অনেক কষ্টের। পার্শ্ববর্তী গ্রামের পরিচিত অনেকেই এই হামলায় জড়িত ছিল। যা মন থেকে মেনে নিতে পারছি না। একটি ফেসবুক পোস্টকে নিয়ে উত্তেজনার সূত্রপাত হলেও হামলায় ব্যক্তিগত আক্রোশ মেটানোর অভিযোগ উঠেছে নাচনী গ্রামের বাসিন্দা সরমঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ও যুবলীগ নেতা শহিদুল ইসলাম স্বাধীন মিয়ার বিরুদ্ধে।ঘটনার পর রোববার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি জানান, ১৬ই মার্চ নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশ আপন নিজ ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করে। ফেসবুক পোস্টটি ভাইরাল হলে মামুনুল হকের পছন্দের লোকজন উত্তেজিত হয়ে মিছিল করে। তাৎক্ষণিকভাবে শাল্লা থানা পুলিশ প্রশাসনের লোকজন ও উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরীকে নিয়ে পরিস্থিতি শান্ত করে। ফেসবুকে পোস্টদাতা ঝুমন দাশকে আটক করায় উত্তেজিত জনতা শান্ত হয়।

একাধিক সূত্রে জানা যায়, এরপর ফেসবুক পোস্টকে কাজে লাগিয়ে গ্রামবাসীকে সংগঠিত করে স্বাধীন মেম্বার ও তার লোকজন। জলমহাল নিয়ে নোয়াগাঁও গ্রামবাসীর সঙ্গে পূর্ব বিরোধ ছিল স্বাধীন মেম্বারের। ওই পূর্ব বিরোধের প্রতিশোধ নিতেই হামলা-লুটপাটে অগ্রণী ভূমিকা ছিল স্বাধীন মেম্বারের। ১৭ই মার্চ সকালে মসজিদ থেকে মাইকিং করে নাচনী, চণ্ডীপুর, সন্তোষপুর, ধনপুর, খাশিপুর গ্রামের লোকজনকে সংগঠিত করে স্বাধীন মেম্বারের লোকজন। মাইকিং শুনে হাজারো মানুষ লাঠিসোটা নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলার জন্য বের হয় মানুষজন।পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে জানান, ১৭ তারিখ লোকজন সংগঠিত হয়ে নোয়াগাঁও গ্রামে হামলা চালাবে- এ খবর পেয়ে গ্রামের পশ্চিম দিকে অবস্থান নিয়ে লোকজনকে বাধা দেই। এ সময় কিছু দুষ্কৃতকারী কৌশলে নদী পাড়ি দিয়ে গ্রামের পূর্বদিকে প্রবেশ করে হামলা চালায়। অল্প কিছু সময়ে তছনছ করে প্রায় ৮৮টি বাড়ি। পুলিশ দ্রুত পূর্ব পাড়ায় প্রবেশ করলে পালিয়ে যায় তারা। সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, বিষয়টি তদন্তাধীন থাকায় অনেক প্রশ্নের উত্তর এখন দেয়া সম্ভব নয়। তবে আমরা আশ্বস্ত করতে চাই, দ্রুত অল্প সময়ের মধ্যে তদন্ত শেষ করে মূল ঘটনা প্রকাশ করবো। ইতিমধ্যে আমরা ৩৩ জন আসামিকে গ্রেপ্তার করেছি। আসামি ধরার কাজ চলমান রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপকর্ম করতে না পারে।

এদিকে, সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হিন্দু পল্লীতে হামলার ঘটনায় রোববার আরো ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দুটি মামলায় মোট ৩৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাল্লা থানার ওসি নাজমুল হক বলেন, শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে। আজ পর্যন্ত এ মামলার ৩৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করায় নোয়াগাঁও গ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

এটা দিল্লির নির্বাচন নয়, বাংলার ভবিষ্যতের লড়াই, বড়জোড়ায় মমতা-আনন্দবাজার পত্রিকা

একই দিনে ৩ সভা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বাঁকুড়ার কোতলপুর এবং ইন্দাসের পর পুরুলিয়া জেলার বড়জোড়ায় তৃতীয় সভায় ভোটপ্রচারে মমতা। আমরা সব বাচ্চাদের বইয়ের ব্যাগ দিই। স্বাস্থ্য থেকে শিক্ষা, সব দিই। শুধু একটা দরখাস্ত করতে হবে। ২ মাস করে ‘দুয়ারে সরকার’ হবে। আমাদের ছেলেমেয়েরা নাসা থেকে ভাষা জয় করেছে। পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেব। হাসপাতাল, মেডিক্যাল কলেজ করা হবে। আরও শিক্ষক নিয়োগ করা হবে। আমি চাই না, কেউ ১৮ বছর বয়সে বিধবা হয়ে যাক। তবে ১৮ বছর বয়স থেকে সব বিধবারা পেনশন পাবেন। কৃষক চাষিদের জন্য মে মাস থেকে ৫ হাজার ১০ হাজার টাকা পাবেন। মে মাস থেকে আমরা দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দিয়ে আসব। নরেন্দ্র মোদী সরকার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দিয়েছে? আমাদের দাবি, নরেন্দ্র মোদী সরকার বিনা পয়সায় গ্যাস দাও। আমাদের রান্না করে খেতে দাও। আমার একটা পা ভাল আছে। আর একটা পা খারাপ। মা-বোনেদের দু’টো করে ভাল পা দিয়েই লড়ব। নির্বাচনে জিততে না পারলে বহিরাগত গুন্ডারা সব লুঠ করে নেবে। সব বিক্রি করে দেবে। খাবেন কী? আমাকে আগেও অনেক বার মেরেছে। আমার পায়ে চোট লাগবে, আমি ভাবতে পারিনি। যতক্ষণ আছি, মানুষের কাজ করে যাব। আমাকে বলতে হয় না, মানুষের সাহায্য করি। আমি যেন কখনও মানুষের থেকে নিজেকে সরিয়ে না নিই। মানুষের দুঃখকে নিজের মনে করি। এটা দিল্লির নির্বাচন নয়। এটা বাংলার নির্বাচন। বাংলার কৃষকের ভবিষ্যতের লড়াই। বাংলার শিল্পের ভবিষ্যতের লড়াই।

পম্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার জমে উঠেছে। সব পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য ও তোপের বারুদ ছুড়ছেন। সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, মমতাকে টুকলি করে লাভ নেই’, বিজেপির নির্বাচনী ইস্তাহারকে চ্যালেঞ্জ তৃণমূল সুপ্রিমোর। বিস্তারিত খবরে লেখা হয়েছে, রবিবার সন্ধেবেলা প্রকাশিত হয়েছে বিজেপির (BJP) ইস্তাহার তথা ‘সংকল্পপত্র’। মহিলাদের জন্য বহু প্রতিশ্রুতি রয়েছে তাতে, রয়েছে নগরোন্নয়নে একাধিক পরিকল্পনাও। রাজনৈতিক মহলের একটা বড় অংশেরই মত, এই প্রতিশ্রুতির সিংহভাগই তৃণমূল সরকারকে অনুকরণ করে তৈরি। শাসকদলের তাবড়ে নেতারাও তেমনই বলছেন। এরপর সোমবার বাঁকুড়ার কোতুলপুরে নির্বাচনী জনসভায় গিয়ে গেরুয়া শিবিরের ইস্তফাপত্র নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জনসভা থেকে তিনি বললেন, ”মমতাকে টুকলি করে কোনও লাভ নেই।”কাশ্মিরের সোপিয়ানে সেনাবাহিনীর গুলিতে ৪ জঙ্গি নিহত, স্টিলের বুলেট চিন্তা বাড়াচ্ছে সেনার-আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সেনা–জঙ্গি গুলির লড়াইয়ে সাতসকালে উত্তেজনা ছড়াল সোপিয়ানে। সোপিয়ানের মণিহাল এলাকায় বেশ কিছুক্ষণ ধরে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই সেনার গুলিতে ৪ জঙ্গি  নিহত হয়। সেনা সূত্রের খবর, যে ৪ জন জঙ্গি মারা গেছে তাঁরা প্রত্যেকেই লস্কর–ই–তৈবার সদস্য। সোপিয়ানের মণিহাল এলাকায় আরো বেশ কয়েক জন জঙ্গি লুকিয়ে আছে বলেই ধারণা সেনাবাহিনীর। বাকি জঙ্গিদের ধরতে ইতিমধ্যেই সোপিয়ানের মণিহাল এলাকায় ভারতীয় সেনা এবং স্থানীয় পুলিশের যৌথবাহিনী নাকা তল্লাশি চালাচ্ছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।