এপ্রিল ০৬, ২০২১ ১৭:০১ Asia/Dhaka

আপনাদেরে নিশ্চয়ই মনে আছে গত আসরে আমরা কিশ দ্বীপের আবহাওয়া সম্পর্কে বলছিলাম যে এখানকার আবহাওয়া সাধারণত গরম।

 

তবে এখানকার বিস্ময়কর শহর করিজের আবহাওয়া সবসময়ই উপভোগ্য রকমের ঠাণ্ডা। গ্রীষ্মের প্রচণ্ড গরমের সময়ও আবহাওয়া গরম হয় না। অদ্ভুত রকমের এই আবহাওয়া সারা বছর জুড়েই অভিন্ন থাকে, তেমন কোনো পরিবর্তন আসে না। এ কারণে গরমের সময়ও পর্যটকরা, রসিক ভ্রামণিকরা এই কিশ দ্বীপে বেড়াতে আসে। উপভোগ করে এখানকার বিচিত্র প্রাকৃতিক বিস্ময়। কীশ দ্বীপের করিজ শহরের বিচিত্র বিস্ময় নিয়ে কথা বলার ধারাবাহিকতায় আজও এই শহরেরই কিছু বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করবো।

কিশ ক্যানেলের পুনর্গঠন প্রকল্প যা এখন কিশ করিজ নামে পরিচিত, এই প্রকল্পের অভিজ্ঞ কর্মকর্তারা ঐতিহাসিক কিশ ক্যানেলের প্রাচীন কাঠামো সংরক্ষণ করার স্বার্থে ভূগর্ভস্থ এই শহরটির জন্য নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন। করিজের ভূগর্ভস্থ শহরটির বিভিন্ন অংশ রয়েছে যেমন ইরান ও বিশ্বের হস্তশিল্প বিভাগ, ঐতিহ্যবাহী এবং নতুন রেস্তোঁরা, পারস্য উপসাগরীয় ঐতিহাসিক নথি সম্বলিত যাদুঘর, অ্যাম্ফিথিয়েটার হল, কনফারেন্স হল এবং আর্ট গ্যালারী ও ফটোগ্রাফি স্টুডিও ইত্যাদি। জেনে রাখা ভালো যে করিজ থেকে পাওয়া কাদামাটির বিশিষ্ট ওষুধিগুণ রয়েছে যা বহু রোগের নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই পদ্ধতি "কাদা থেরাপি" হিসেবে ব্যাপকভাবে পরিচিত। কিশের অন্যতম সুবিধা বা বৈশিষ্ট্য হলো এর সুন্দর এবং শান্ত সমুদ্র সৈকত। দ্বীপের প্রায় সকল উপকূলীয় অংশই সাঁতার কাটার জন্য এবং সব ধরনের জলের খেলাধূলার জন্য উপযুক্ত।

কিশ দ্বীপাঞ্চলীয় এলাকার লোকজনের রয়েছে ঐতিহাসিক বিচিত্র সমৃদ্ধি ও মাছ শিকারের দীর্ঘ ইতিহাস। রয়েছে মুক্তা শিকারেরও অনেক অভিজ্ঞতা। উপকূলীয় এলাকায় বসবাস করার কারণে এ অঞ্চলের মানুষেরা স্বাভাবিকভাবেই সাঁতারে ব্যাপক পটু। একইসঙ্গে ইরানের দক্ষিণাঞ্চলীয় সমুদ্র তীরবর্তী লোকদের মাঝে সমুদ্রযাত্রার সংস্কৃতি গড়ে উঠেছে। এ ছাড়াও সমুদ্রে মানে পানিতে যেসব খেলাধূলার ব্যবস্থা রয়েছে সেসব খেলাধুলার সঙ্গে এই এলাকার লোকজন যে কেবল পরিচিত তাই নয় বরং তারা এসব খেলায় বেশ পারদর্শীও বটে। দ্বীপের সমুদ্র সৈকতগুলিতে বিনোদনমূলক ফিশিংয়ের সুযোগ রয়েছে। মাছ শিকারে উত্সাহীরা বর্শি সহ সাধারণ ফিশিং গিয়ার ব্যবহার করে ব্যাপক আনন্দ উপভোগ করে থাকেন লম্বা সময় ধরে। এসব সরঞ্জাম কীশ দ্বীপের স্পোর্টস শপ থেকেও সংগ্রহ করা যায়।

দ্বীপের সমুদ্র সৈকতগুলোতে বিনোদনমূলক ফিশিংয়ের সুযোগ রয়েছে। মাছ শিকারে যারা উত্সাহী তারা বর্শিসহ সাধারণ ফিশিং গিয়ার ব্যবহার করে মাছ শিকারে অংশ নিয়ে ব্যাপক আনন্দ উপভোগ করতে পারেন।  কীশ দ্বীপের বিচিত্র প্রসঙ্গে কথা হচ্ছিলো বিরতির আগে। বিশেষ করে  কর্তৃপক্ষ ভ্রমণকারীদের আগ্রহের প্রতি লক্ষ্য রেখে স্পোর্টসের ক্ষেত্রে অনেক নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। সাধারণ বিচিত্র সুযোগ সুবিধার পাশাপাশি বলা যায় পুরো কীশ দ্বীপ জুড়েই বৃহৎ দুটি কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এসব কমপ্লেক্সে খেলাধুলার জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জামেরই ব্যবস্থা করা হয়েছে। একেবারে আধুনিক মানের এসব ক্রীড়া সামগ্রী ভ্রমণকারীগণ বেশ উপভোগ করেন।

উল্লেখ্য যে বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে সুন্দর সাইক্লিং রুটগুলোর একটি এই কিশ দ্বীপে অবস্থিত। পুরো পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ এই সাইক্লিং রুটটি অন্য কোনোরকমের গাড়ীঘোড়া বিহীন মানে যানবাহনশূন্য বলে  সম্পূর্ণ স্বাধীনভাবে, নির্ভীকচিত্তে সাইকেল চালানোর সুযোগ রয়েছে। সবার জন্যই এই রুটটি উন্মুক্ত। এই রুটের মূল অংশ উপকূলরেখার একেবারে তীর ঘেঁষেই নির্মাণ করা হয়েছে। দ্বীপের দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের অনন্য সাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র মন কেড়ে নেয় নিমেষেই। এখানকার সৈকত, পার্ক, খেজুর বাগান এবং বিচিত্র উদ্ভিদের অপূর্ব দৃশ্য প্রত্যেকের‌ হৃদয়কে আকৃষ্ট করে। বিশেষ এই রুটে সাইক্লিংয়ের ক্ষেত্রে পর্যটকগণ যেই সুযোগটি পান তাহলো স্বল্প গতিতে ধীরে সুস্থে এবং নিঃশব্দে এখানকার প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য, ল্যান্ডস্কেপগুলি দেখতে পারেন।

এখানে আরও রয়েছে বিনোদনমূলক একটি চমৎকার জেটি কমপ্লেক্স। জেট স্কি, চারজনের ধারণ ক্ষমতা সম্পন্ন প্যাডেল বোট, ফিশিং বোট, ওয়াটার ট্রাইসাইকেল, কাঁচের পাটাতনের নৌকা ইত্যাদি। বিনোদনের বিচিত্র আয়োজন থাকার কারণে পর্যটকরা এককথায় বিস্ময়কর একটা বিশ্ব দেখতে পান এই কীশে। বিশেষ করে পানির নীচে যেসব মাছ বা অন্যান্য জলজ প্রাণী রয়েছে সেসব উপভোগ করার সুযোগ পান। পার্সিয়ান উপসাগরের সুন্দর জলের মাঝে কিংবা সাগরের উপকূলীয় এই কীশ দ্বীপের বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থার কারণে বিশেষ করে বিনোদনমূলক জেটি কমপ্লেক্সটি দেশি বিদেশি পর্যটকসহ সবার কাছেই খুব জনপ্রিয়তা লাভ করেছে।

জেটি কমপ্লেক্সটি আরও কয়েকটি কমপ্লেক্সের পাশে অবস্থিত। এগুলোর চমৎকার নিরাপত্তা ব্যবস্থার কারণে বেশিরভাগ পর্যটকই সপরিবারে ভ্রমণ করতে যান এই কীশ দ্বীপ। পুরুষ এবং মহিলাদের জন্য চমৎকার ব্যবস্থা তাকায় কিশের এই পর্যটন দ্বীপটির আকর্ষণ আরও বৃদ্ধি পেয়েছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ