জুলাই ২১, ২০২২ ১৮:৪৯ Asia/Dhaka

গত আসরে আমরা বজনুর্দ্ শহরের কয়েকটি প্রাকৃতিক নিদর্শনের সঙ্গে খানিকটা পরিচিত হবার চেষ্টা করেছি। আজ আমরা যাবো এই প্রদেশেরই দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর জজরোমের দিকে।

এখানকার নরিন কেল্লাও একটি নামকরা দূর্গ জজরোমের। কেবল যে ঐতিহাসিক দিক থেকেই গুরুত্বপূর্ণ তাই নয় বরং প্রাচীনত্ব এবং সৌন্দর্যের দিক থেকেও এই দূর্গটি দর্শনীয়। পাঁচ হাজার বছর আগেকার কেল্লা এটি। এই কেল্লাটির দুই শ মিটার দক্ষিণ-পূর্বে নজিরবিহীন স্থাপত্যশৈলীময় জজরোম জামে মসজিদ অবস্থিত। শাবেস্তানযুক্ত মসজিদ ডিজাইনের প্রাথমিক দিককার মসজিদ এই জজরোম জামে মসজিদ। চার ঝুলবারান্দার সূচনাকালীন মসজিদ এটি। প্রাচীন এই মসজিদটি ইসলামের প্রথম দিককার মানে পাঁচ শ সাতাত্তর হিজরির মসজিদ।

জজরোম জামে মসজিদ

জামে মসজিদ নিয়ে কথা বলার মধ্য দিয়েই আলোচনার সূত্রপাত করা যাক। এই মসজিদের একটিমাত্র শাবেস্তান। শাবেস্তানটি নির্মিত হয়েছে ইট, কাদা এবং রোদে পোড়ানো ইটের সমন্বয়ে। বেশ কিছু ক্যালিগ্রাফি রয়েছে মসজিদে। বিশেষ করে মেহরাবের উপরের ক্যালিগ্রাফিগুলো খুবই সুন্দর। উত্তর খোরাসান প্রদেশের ঐতিহাসিক কিংবা বেশি পুরোণো মসজিদ এই জজরোম জামে মসজিদ। উনিশ শ আটাত্তর খ্রিষ্টাব্দে এই মসজিদ ইরানের জাতীয় ঐতিহ্যের নিদর্শনের তালিকায় অন্তর্ভুক্ত হয়। ঐতিহাসিক জজরোম হাম্মামও এই শহরের একটি বিখ্যাত স্থাপনা। সাত শ বর্গমিটার জায়গার ওপর এই হাম্মামখানাটি গড়ে তোলা হয়েছে। জজরোমের প্রাচীন কেল্লা নরিনের দক্ষিণ অংশে নির্মাণ করা হয় এই হাম্মাম। জজরোমের একটি পর্যটক আকর্ষণীয় স্থাপনা হাম্মামখানাটি। অর্ধ আন্ডারগ্রাউন্ড স্টাইলে নির্মিত এই হাম্মামে প্রবেশ করার জন্য যে দরোজাটি রয়েছে তা পেরিয়ে পাঁচটি সিঁড়ি ভেঙে যেতে হয় মূল হাম্মামখানায়।

দরোজা থেকে মিয়নদার নামে একটি প্যাসেজ চলে গেছে পানি গরম করার বিশেষ কক্ষের দিকে। সর্বোপরি হাম্মামখানার পাঁচটি আলাদা আলাদা বিভাগ রয়েছে। পানি গরম করার বিশেষ ব্যবস্থা যে রুমে হয় তার ফ্লোর থেকে শুরু করে দেয়াল পর্যন্ত চসৎকার সব কারুকাজ করা হয়েছে। পাথরের ওপর করা এইসব কারুকাজ দেখার মতো। বলা হয়ে থাকে এসব ডিজাইন একেবারেই অনন্য সাধারণ। জজরোম ঐতিহাসিক এই হাম্মামখানার ওপর ব্যাপক গবেষণা হয়েছে। দুই হাজার এগারো খ্রিষ্টাব্দে ওই গবেষণার আলোকে হাম্মামখানার সংস্কার কাজ করা হয়েছে এবং তারপর থেকে হাম্মাখানাটিকে জজরোম শহরের ঐতিহাসিক মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে। স্বাভাবিকভাবেই এখন মিউজিয়ামটি এই শহরের উল্লেখযোগ্য একটি দর্শনীয় এবং আকর্ষণীয় স্থাপনা।

জজরোমের হাম্মামখানা মিউজিয়ামে বাষ্পময় গোসলখানাও রয়েছে। আটটি রুম বিশিষ্ট এই বিশেষ গোসলখানার প্রত্যেক কোণে কোণে এ এলাকার মানুষের সংস্কৃতি ও রীতি-আচারের বিচিত্র নিদর্শন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। হাম্মামে প্রবেশ করার রুমটি মিউজিয়ামের অসাধারণ একটি বিভাগ। যারাই এই যাদুঘর বা হাম্মাম দেখতে যায় তাদের সবাইকেই এই রুম অতিক্রম করতে হয়। সুতরাং সকল দর্শনার্থীই এই কক্ষের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাদুঘরের অন্যান্য বিভাগে যায়। ভেতরে পোশাক-আশাকের জণ্য একটি কক্ষ রয়েছে। বিচিত্র মশলা কিংবা ভেষজ প্রসাধনীর জন্যও রয়েছে একটি রুম। আরেকটি কক্ষ রয়েছে মুহাররাম কক্ষ নামে।

নামকরণ থেকেই অনুমিত হয়ে যায় যে এটি মুহাররাম সংস্কৃতি এবং সফর মাসের সঙ্গে সংশ্লিষ্ট। দর্শনার্থীরা এই কক্ষ পরিদর্শন করে খুবই আনন্দিত হয়। এই জজরোম এলাকার গুণীজনদের সম্পর্কে জানার জন্য তাঁদের সম্মানে তৈরি করা হয়েছে আরেকটি কক্ষ। নাম দেওয়া হয়েছে জজরোম মনীষী কক্ষ। এই কক্ষে বিশিষ্ট মনীষীদের আবক্ষ ভাষ্কর্য নির্মাণ করে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। পুরাতাত্ত্বিক নিদর্শনের জন্যও রয়েছে একটি আলাদা কক্ষ। এই কক্ষে কয়েক হাজার বছরের পুরোণো বহু নিদর্শনও আছে বিশেষ করে মৃৎশিল্পের বহু নমুনা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এখানে রয়েছে প্রাচীন বহু মুদ্রা এবং ইসলামি যুগের এ অঞ্চল থেকে সংগৃহীত বহু নিদর্শন। এগুলো জজরোমের সংস্কৃতি প্রিয় লোকজনও প্রদর্শনীর জন্য দিয়ে থাকতে পারে।

এখানে বলা রাখা যায় যে জজরোম হাম্মামখানা তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের কারণে দুই হাজার সাত সালে ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে। জজরোম শহর সম্পর্কে আমরা ইতোপূর্বেও বলেছি যে, এই শহরের কেন্দ্রিয় শহরটিও জজরোম নামেই বিখ্যাত। বজনোর্দ শহর থেকে এক শ তেত্রিশ কিলোমিটার দূরত্বে জজরোম শহরটি অবস্থিত। কাশানের সিয়াল্‌ক টিলা, দমগনের হেসর টিলা কিংবা ঐতিহাসিক ইয়াহিয়া টিলার মতোই প্রাচীন শহর এই জজরোম। তার মানে এই শহর কমপক্ষে চার হাজার থেকে পাঁচ হাজার বছরের পুরোণো শহর। শহরের আবহাওয়াও অত্যন্ত উপযোগী। এ কারণেই শহরের বিস্তার খুব দ্রুত লক্ষ্য করা গেছে।

ইতিহাস এবং গবেষণায় দেখা গেছে ইসলাম-পূর্ব কাল থেকেই জজরোমের ইতহাস যথেষ্ট উজ্জ্বল। হিজরি পঞ্চম এবং সপ্তম শতাব্দির যেসব কবর কিংবা মসজিদ এখানে লক্ষ্য করা যায় সেসব থেকেও এই দাবির পক্ষে সমর্থন মেলে। #

পার্সটুডে/নাসির মাহমুদ/মো.আবুসাঈদ/ ২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ