এপ্রিল ২৪, ২০২১ ১৫:২২ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! ২৪ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • আরমানিটোলার সেই নবদম্পতি লাইফ সাপোর্টে- প্রথম আলো
  • বিচার হয়নি ভবন মালিকদের, একজন ছাড়া অন্যরা জামিনে-ইত্তেফাক
  • ‘লকডাউন’ তুলে দিয়ে ‘নো মাস্ক নো সার্ভিস’ ফর্মুলায় যাচ্ছে সরকার-কালের কণ্ঠ
  • অসহায়দের পাশে দাঁড়াতে তৃণমূলে শেখ হাসিনার নির্দেশনা-যুগান্তর
  • দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা-সমকাল
  • ২৯শে এপ্রিল থেকে চালু হতে পারে গণপরিবহনও-মানবজমিন
  • প্রধানমন্ত্রীর কাছে হুইপপুত্রসহ সব দোষীর বিচার দাবি ব্যাংকার মোর্শেদের স্ত্রীর-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • অক্সিজেনের জন্য হাহাকার, অমৃতসরের হাসপাতালে মৃত্যু ৫ জনের, দিল্লিতে আরও তীব্র সংকট-সংবাদ প্রতিদিন
  • করোনার ঢেউ কতটা ভয়ানক হতে পারে তার জ্বলন্ত উদাহরণ ভারত, সতর্কবার্তা WHO প্রধানের-আজকাল
  • বেড ও অক্সিজেনের অভাবে রাজ্যে একদিন ৭ রোগীর মৃত্যু-গণশক্তি
  • শেষ ভার্চয়াল সভাতেও প্রতিশ্রুতিতে ভাসিয়ে দিলেন মোদি-কলম

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. টাকা নেয়ার পর টিকা আটকানোর অধিকার সেরামের নাই’- এ কথা বলেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর এমডি নাজমুল হাসান পাপন। সেরাম  জুলাই আগস্ট এর আগে আর করোনার টিকা দিতে পারবে না বলে জানিয়েছে তার জবাবে তিনি এ কথা বলেছেন। বিষয়টিকে কিভাবে দেখছেন?

২. ইসরাইলের দিমোনা পরমাণু স্থাপনার কাছে সিরিয়া থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনার পর অনেক রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক বলছেন, এর মাধ্যমে ইসরাইলকে মূলত একটি কি বলবেন আপনি বার্তা দেয়া হয়েছে আর তা হল মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য আর ইসরাইলের পক্ষে থাকছে না। আপনি কি বলবেন??

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

রানা প্লাজা ট্র্যাজেডির আট বছর পূর্তি আজ-ইত্তেফাক

রানা প্লাজা ট্রাজেডি: ৮ বছরেও বিচার হয়নি

বিচার হয়নি ভবন মালিকদের, একজন ছাড়া অন্যরা জামিনে-ইত্তেফাকের এ শিরোনামের নামের খবরে লেখা হয়েছে,বিশ্বের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম আলোচিত সাভারের রানা প্লাজা ধসের আট বছর পূর্ণ হচ্ছে আজ। ২০১৩ সালের এই দিনে সাড়ে ৩ হাজার শ্রমিকভর্তি আট তলা ভবন ধসে নিহত হন ১ হাজার ১৩৮ জন। আহত হন আরো প্রায় ২ হাজার। আট বছর পার হলেও এ ঘটনায় দায়ীদের এখনো বিচার হয়নি। ঐ সময়ে ভবনের মালিক রানাসহ কারখানার মালিকরা গ্রেফতার হলেও একমাত্র রানা ছাড়া বাকিরা জামিনে বেরিয়ে এসেছেন। জানা গেছে, আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণও শেষ হয়নি এখনো। ফলে এ মামলা কবে শেষ হবে, কিংবা দায়ীদের আদৌ বিচার হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে শ্রমিক প্রতিনিধিদের।

অন্যদিকে রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বেশির ভাগই এখনো বেকার। শারীরিক ও মানসিক ট্রমার কারণে তারা কোনো কাজ দীর্ঘ সময় করতে পারেন না। ফলে কারখানা মালিকরা তাদের চাকরি দিতে উৎসাহ দেখান না। এসব শ্রমিকের পুনর্বাসনে কার্যকর কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। অ্যাকশনএইড বাংলাদেশের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ৫৭ শতাংশই বেকার। যে ৪৩ শতাংশ কর্মসংস্থানে রয়েছেন, তাদেরও বেশির ভাগই অপ্রাতিষ্ঠানিক খাতে। আয়ও কম।

জরিপে উঠে এসেছে, করোনা পরিস্থিতি এসব শ্রমিকের আরও দুর্ভোগের দিকে ঠেলে দিয়েছে। জরিপে অংশগ্রহণকারীরা জানান, তাদের ৯২ শতাংশই করোনাকালে সরকারের দেওয়া সহযোগিতা পাননি। দীর্ঘদিন ধরে আলোচনা হলেও ক্ষতিপূরণের কোনো জাতীয় মানদণ্ড এখনো তৈরি হয়নি। এ নিয়ে হতাশ শ্রমিক প্রতিনিধিরা।

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়াতে তৃণমূলের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুগান্তরে প্রকাশিত এ খবরে আরও লেখা হয়েছে,চলমান করোনাভাইরাস পরিস্থিতি ও পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সারা দেশের ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণসহ প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম জোরদার করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরামর্শে আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সেল থেকে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা কাছে পাঠানো হয়েছে।

টিকার জন্য সেরামকে চাপ দেওয়া উচিত সরকারের: পাপন-ইত্তেফাক

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বেক্সিমকোর এমডি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। আজ শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে টিকা নেন তিনি। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলেন পাপন। টিকাগ্রহণ দেশে সাংবাদিকদের সঙ্গে করোনা ভ্যাকসিন ও ক্রিকেট দল নিয়ে কথা বলেন তিনি।

পাপন বলেন, সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি অনুযায়ী দেড় কোটি ডোজ টিকা এতদিনে পাওয়ার কথা। সরকার পুরো টাকাই দিয়ে দিয়েছে কিন্তু হাতে পেয়েছে মাত্র ৭০ লাখ। বাকি ৮০ লাখ ডোজের জন্য সরকারের উচিত সেরামকে চাপ দেওয়া।

‘লকডাউন’ তুলে দিয়ে ‘নো মাস্ক নো সার্ভিস’ ফর্মুলায় যাচ্ছে সরকার-কালের কণ্ঠ

মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনায় নিয়ে চলমান কঠোর বিধি-নিষেধ বা 'লকডাউন' তুলে দিয়ে 'নো মাস্ক নো সার্ভিস' ফর্মুলার দিকে যাচ্ছে সরকার। আগামীকাল রবিবার থেকে দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার বিষয়ে গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি হয়েছে।

দোকানপাট ও শপিং মল খোলার সঙ্গে গণপরিবহন যুক্ত। তবে মন্ত্রিপরিষদের আদেশে এই বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে দ্রুতই গণপরিবহন চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।

রবিবার থেকে দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্তের পর বাস মালিকরাও এখন গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৯ এপ্রিল থেকে পরিবহন চালাতে চান পরিবহন মালিকরা। এ নিয়ে পরিবহন মালিকরা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সচিবের সঙ্গে আলোচনাও করেছেন।

প্রধানমন্ত্রীর কাছে হুইপপুত্রসহ সব দোষীর বিচার দাবি ব্যাংকার মোর্শেদের স্ত্রীর-বাংলাদেশ প্রতিদিন

ইশরাত জাহান

চট্টগ্রামের ব্যাংকার ও তরুণ ব্যবসায়ী মোর্শেদ চৌধুরীকে হুমকি প্রদান ও মানসিক চাপ প্রয়োগে আত্মহত্যায় বাধ্য করার দায়ে হুইপপুত্র শারুন চৌধুরীসহ প্রকাশ্য ও অপ্রকাশ্য থাকা সকল অভিযুক্তকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। 

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলনে নিহত ব্যাংকারের স্ত্রী শিক্ষিকা ইশরাত জাহান চৌধুরী এমন দাবি জানিয়ে সুনির্দিষ্টভাবে কিছু অভিযোগ তুলে ধরেছেন। এই সাংবাদিক সম্মেলনে তাঁর সাথে মোর্শেদ চৌধুরীর মা নুর নাহার ও কন্যা মোবাশ্বিরা জাহান চৌধুরী জুমও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানিয়ে ইশরাত জাহান চৌধুরী বলেন, আমার নিষ্পাপ মেয়েটি আপনার মাধ্যমে তার বাবার আত্মহত্যায় প্ররোচনাকারীদের উপযুক্ত বিচার পাবে বলে আমি বিশ্বাস করি।

লিখিত বক্তব্যে ইশরাত জাহান চৌধুরী বলেন, শারুনের পার্টনার পারভেজ সাকিব গং আমার স্বামীকে ২৫ কোটি টাকা ঋণ দেয়। তার বিপরীতে মোর্শেদ তাদের প্রায় ৩৮ কোটি টাকা পরিশোধ করে। তা সত্ত্বেও হুইপ পুত্রের সেই সহযোগিরা অলিখিত চেক ও স্ট্যাম্পের ভয় দেখিয়ে আরো টাকা দিতে চাপ দেয়। নানাভাবে হুমকি দেয়। ফ্ল্যাটে হামলা চালায়। পাসপোর্ট কেড়ে নেয়। জীবনযাত্রা সংকুচিত করে ফেলে। অতিষ্ঠ হয়ে মোর্শেদ দেশ ত্যাগ করতে চাইলেও তাদের কারণে সফল হননি। ফলে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

‘আত্মহত্যার প্ররোচনাকারী কারা? ” এমন প্রশ্নে ব্যাংকার মোর্শেদের স্ত্রী বলেন, সুইসাইড নোট অনুযায়ী আত্মহত্যায় প্ররোচনাকারী হিসেবে মামলায় অভিযুক্ত যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল, চিটাগাং চেম্বারের সাবেক দুই পরিচালক জাবেদ ইকবাল, তার ভাই পারভেজ ইকবাল ও নাইম উদ্দিন সাকিব। এছাড়াও বিভিন্ন সূত্রে হুইপপুত্র শারুন চৌধুরী ও আরসাদুল আলম বাচ্চু গং-দের নামও উঠে আসে।

শারুনের সঙ্গে এই লেনদেন নিয়ে মোর্শেদের কথা হয়। ব্যবসায়ী আজম খানের উপস্থিতিতেও শারুন, সাকিব, পারভেজ, জাভেদ গংয়ের বৈঠক হয়। বাসায় মোর্শেদকে ডেকে নিয়ে যাওয়া হয়।

‘শারুন কীভাবে কী কী চাপ দিয়েছে?’ এই প্রশ্নের জবাবে ইশরাত জানান বলেন, শারুণ ফোন করে চট্টগ্রামের রেডিসন হোটেলে দেখা করতে বলে। শারুন সরাসরি বিনিয়োগ না করেও কেন সাকিব-পারভেজের হয়ে হস্তক্ষেপ করছেন, চাপ প্রয়োগ করছেন, তা জানতে চেয়েছিল আমার স্বামী মোর্শেদ। মোর্শেদ জানতে চেয়েছিল, ‘আপনার সাথে তো কোন লেনদেন নেই। আপনি কেন মাঝখানে কথা বলছেন?’

পাল্টা উত্তরে হুইপপুত্র বলেন, ‘লেনদেন আছে কি নেই, তা নিয়েও এখন কথা হবে। আগে আসেন। মিট করেন।’

রেডিসনে যাওয়ার হুমকির রাতে ২৯ মে ২০১৯ তাদের ফ্ল্যাটে সন্ত্রাসীরা হামলা চালায়। এ উভয় ঘটনার মধ্যে যোগসূত্র থাকতে পারে।’

‘ওই রাতে ব্যবসায়ী আজম খানের বাসায় মোর্শেদকে ডেকে নেওয়া হয়, সেখানে শারুনও উপস্থিত ছিলেন বলে জানান ইশরাত।

তিনি বলেন, শারুনের সহযোগী ছিল শহীদুল হক চৌধুরি, রাসেল, চিটাগাং চেম্বারের সাবেক দুই পরিচালক জাবেদ ইকবাল ও তার ভাই পারভেজ ইকবাল এবং নাঈম উদ্দিন সাকিব। আত্মীয় হিসেবে এমপি দিদারুল আলম মধ্যস্থতা করতে চেয়েছেন। শারুন ও পারভেজ না আসায় তা সম্ভব হয়নি। হুইপপুত্র শারুন ও তার বন্ধুরা মোর্শেদের ওপর চাপ সৃষ্টি করে। এই চাপ আত্মহত্যা প্ররোচনার মধ্যে পড়ে।

২০১৮ সালের মে মাসে সাকিবের বাবা এনসিসি ব্যংক চেয়ারম্যান এম আবু মহসিন তাদের পাঁচলাইশ এমএম টাওয়ারে মোর্শেদকে ডেকে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে শারীরিক নির্যাতন করে। ওই দিন জোরপূর্বক স্ট্যাম্প ও অলিখিত চেকে সই নেয়। মোবাইল ও পাসপোর্ট কেড়ে নেয়।

২০১৯ সালে ২৯ মে চিটাগাং চেম্বারের পরিচালক হুইপপুত্র শারুন চৌধুরীকে নিয়ে দুটি গাড়িতে করে ১০-১২ জন যুবক বাসায় আসেন। পারভেজ ইকবাল দলের অন্যদের নিয়ে লিফটে করে ওপরে উঠে বাসার দরজা ধাক্কাতে থাকে। এ সময় দরজা খুলতে না চাইলে লাথি মারতে থাকে তারা। নিজের ও শিশুকন্যার নিরাপত্তার জন্য দরজা খুলতে না চাইলেও দরজার অন্যপ্রান্ত থেকে হুমকি দিয়ে পারভেজ ইকবাল দরজা খুলতে চাপ দিতে থাকেন। ভীত হয়ে পালিয়ে আমরা নিকটাত্মীয়ের বাসায় আশ্রয় নেই। সহযোগিতা চাই পুলিশের কাছে। থানায় জিডিও করি, কিন্তু শেষরক্ষা পাননি মোর্শেদ। চাপ সইতে না পেরে দেশ ছেড়ে জাপান চলে যেতে চাইলে, তারা খবর পেয়ে তার পাসপোর্ট কেড়ে নেয়। এভাবে তার আত্মরক্ষার সব পথ বন্ধ হয়ে যায়।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

অক্সিজেনের জন্য হাহাকার, অমৃতসরের হাসপাতালে মৃত্যু ৫ জনের, দিল্লিতে আরও তীব্র সংকট-সংবাদ প্রতিদিন

শ্বাস নেওয়ার উপায় নেই, অক্সিজেনের (Oxygen) সংকট। তাই মৃ্ত্যুর আগের মুহূর্তে পর্যন্তও একটু শ্বাস নেওয়ার চেষ্টাও বৃথা গিয়েছে। করোনার (Coronavirus) দ্বিতীয় ধাক্কায় দেশে স্রেফ অক্সিজেনের অভাব বহুজনের মৃ্ত্যু ত্বরান্বিত করছে। অমৃতসরের (Amritsar) হাসপাতালে অক্সিজেনের অভাব ৫ জনের করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে খবর। গত ৪৮ ঘণ্টা ধরে এই পরিস্থিতি সেখানকার। কর্তৃপক্ষের অভিযোগ, সরকারি নীতি অনুযায়ী, সরকারি হাসপাতালে আগে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তারপর বেসরকারি হাসপাতালে অক্সিজেন প্রাপ্তির সুযোগ মিলছে। আর তাতেই সর্বনাশ যা ঘটার ঘটে যাচ্ছে। সামান্য অক্সিজেনের অভাবে প্রাণবায়ু নিভে যাচ্ছে কতশত মানুষের।

অমৃতসরের হাসপাতাল যখন অক্সিজেনের অভাবে রোগীমৃত্যুর কথা স্বীকার করে নিচ্ছে, সেসময় আরও ভয়াবহ ছবি উঠে আসছে দিল্লির (Delhi)হাসপাতালগুলি থেকে। কোথাও মাত্র ১২ ঘণ্টার জন্য অক্সিজেন মজুত রয়েছে, কেউ বা রোগী ফিরিয়ে দিচ্ছে অক্সিজেন নেই বলে। সরোজ হাসপাতাল যেমন স্পষ্টই জানাচ্ছে, অক্সিজেনেরে অভাব, ঝুঁকি না নিয়ে রোগীদের ছেড়ে দেওয়া হচ্ছে। বাত্রা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, মাত্র এক টন অক্সিজেন সিলিন্ডার পৌঁছেছে। তা ২৬০ জন রোগীর পক্ষে যথেষ্ট অপ্রতুল। তাই সংকট থেকেই যাচ্ছে। ফলে অক্সিজেনের অভাব সবচেয়ে প্রকট রাজধানী দিল্লিতে।

দিল্লিতে এক বাড়ি থেকে ৪৮টি অক্সিজেনভর্তি সিলিন্ডার উদ্ধার-এনডিটিভি

ভারত, বিশেষ করে রাজধানী দিল্লি যখন অক্সিজেনের জন্য হাঁসফাঁস করছে, তখন দিল্লিরই এক বাড়ি থেকে পুলিশ ৪৮টি অক্সিজেনভর্তি সিলিন্ডার উদ্ধার করেছে। শুক্রবার দিল্লির দক্ষিণ-পশ্চিমে এক বাড়িতে পুলিশ ঘেরাও দেয়। এ সময় ওই বাড়ি থেকে বড় আকারের ৩২টি এবং ছোট আকারের ১৬টি অক্সিজেনভর্তি সিলিন্ডার উদ্ধার করে তারা। অনলাইন এনডিটিভি এ খবর দিয়ে জানাচ্ছে, ওই বাড়ির মালিক অনীল কুমার।

করোনার ঢেউ কতটা ভয়ানক হতে পারে তার জ্বলন্ত উদাহরণ ভারত, সতর্কবার্তা WHO প্রধানের-আজকাল

ভারতে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আশঙ্কার কথা জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। WHO প্রধান এডজাস্ট অ্যাডনম ঘেরব্রেইসিয়াস বলেন, সাম্প্রতিককালে ভারতে ফের করোনা সংক্রমণে তিনি উদ্বিগ্ন। ভারতের এই পরিস্থিতিই বিধ্বংসী অনুস্মারক বা পূর্বাভাস দিচ্ছে যে ভাইরাস কী করতে পারে। অর্থাৎ, ভারতে ক্রমাগত যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ তা রীতিমতো ভয়ানক আকার নিতে চলেছে বলেই মন্তব্য করেন WHO প্রধান। 

এরই পাশাপাশি তিনি শুক্রবার বলেন, ‘বিশ্বে ক্রমাগত করোনার বাড়বাড়ন্ত শুধুমাত্র ভ্যাকসিনের অভাবের কারণেই। ভ্যাকসিনেশন পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, টেস্টিং হচ্ছে না, হচ্ছে না চিকিৎসাও।'

প্রসঙ্গত, ভারতে টেস্টিং-এর পরিমাণ অনেকাংশে বাড়লেও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার এখনও পর্যন্ত অনেকটাই অভাব রয়েছে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।