মুনিয়া'র আত্মহত্যা নিয়ে তোলপাড়: উদ্ধার ডায়েরি, বসুন্ধরা'র এমডিকে বিদেশে যেতে নিষেধাজ্ঞা
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৭ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- হাসপাতাল থেকে পালিয়েছেন ভারত ফেরত ১০ করোনা রোগী- মানবজমিন
- বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত-কাদের-প্রথম আলো
- যাচ্ছে নেগেটিভ সনদ নিয়ে আসছে পজিটিভ হয়ে-ইত্তেফাক
- চাপে বেসামাল হেফাজত, কমিটির পাঁচজনের চারজনই বাবুনগরীর আত্মীয়-কালের কণ্ঠ
- ২০২২ সালেই স্বাভাবিক হবে বিশ্ব-বিল গেটস-দৈনিক যুগান্তর
- গুলশানে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় বসুন্ধরা এমডির বিরুদ্ধে মামলা -দৈনিক সমকাল
- আইসিইউতে রোগী প্রতি সরকারের ব্যয় ৫০ হাজার টাকা-স্বাস্থ্যমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- করোনা দুর্ভোগ মোদির জন্যই! অস্ট্রেলিয়ার সংবাদপত্রের সমালোচনার কড়া জবাব ভারতের -দৈনিক সংবাদ প্রতিদিন
- কোভিডে মৃতের সংখ্যা লুকোচ্ছে দিল্লি? সরকারি তথ্যেই গরমিল এক হাজারেরও বেশি-আনন্দবাজার পত্রিকা
- জয় মিছিল বন্ধের নির্দেশ কার্যকর করতে কড়া পদক্ষেপ নিন! কমিশনকে জানাল হাইকোর্ট -আজকাল
বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

শুরুতে করোনা পরিস্থিতি সম্পর্কিত খবর। প্রথম আলোসহ বেশ কয়েকটি দৈনিকের খবরে লেখা হয়েছে, ওষুধ প্রশাসন রুশ ভ্যাকসিন স্পুতনিক ফাইভ’-এর জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে। এ খবরে বলা হয়েছে, আগামী মাসেই স্পুতনিকের ৪০ লাখ টিকা আসতে পারে। আর স্বাস্থ্যমন্ত্রী-জানিয়েছেন, দেশে অক্সিজেনের কোনো অভাব নেই। তাছাড়া ভ্যাকসিনের জন্য ৩ দেশে যোগাযোগ করা হচ্ছে। তিনি বলেছেন, আইসিইউতে রোগী প্রতি সরকারের ব্যয় হয় ৫০ হাজার টাকা। করোনা নিয়ে যখন কেবলই আতঙ্ক ও উদ্বেগের খবর- তখন বিল গেটস বলেছেন, ২০২২ সালেই স্বাভাবিক হয়ে যাবে বিশ্ব। আর যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে।
গুলশানের ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধার- আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা-প্রথম আলো

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় গতকাল সোমবার রাতে গুলশান থানায় মামলা হয়েছে। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মামলার বাদী ওই তরুণীর বোন নুসরাত জাহান এদিকে বসুন্ধরার এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর মানজমিন লিখেছে, মেয়েটি তার বোনকে ফোন করে বলেছিল ঝামেলায় পড়েছি। কি ঝামেলায় সে পড়েছিল তা নিযে নানা রহস্য সৃষ্টি হয়েছে।
কী আছে মুনিয়ার ডায়েরিতে?-মানবজমিন
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর লাশ উদ্ধারের পর এ নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। এই ঘটনার সোমবার রাতেই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে।
মৃত কলেজছাত্রীর বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এজাহারে তিনি পুরো ঘটনার বিবরণ দিয়েছেন। এতে বলা হয়েছে, মুনিয়ার লেখা আনভীরকে নিয়ে প্রেম কাহিনীর ডায়েরি পুলিশ হেফাজতে নেয়। এতে আরো বলা হয়েছে, মোসারাত জাহান (২১) মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। দুই বছর আগে মামলার আসামি সায়েম সোবহান আনভীরের (৪২) সঙ্গে মোসারাতের পরিচয় হয়। পরিচয়ের পর থেকে তারা বিভিন্ন রেস্তোরাঁয় দেখা করতেন এবং সব সময় মোবাইলে কথা বলতেন। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

২০১৯ সালে মোসারাতকে স্ত্রী পরিচয় দিয়ে আসামি রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাট ভাড়া নেন। সেখানে তারা বসবাস করতে শুরু করেন।
২০২০ সালে আসামির পরিবার এক নারীর মাধ্যমে এই প্রেমের সম্পর্কের বিষয়টি জানতে পারে। এরপর আসামির মা মোসারাতকে ডেকে ভয়ভীতি দেখান এবং মোসারাতকে ঢাকা থেকে চলে যেতে বলেন। আসামি কৌশলে (বাদী নুসরাতের) বোনকে কুমিল্লায় পাঠিয়ে দেন এবং পরে বিয়ে করবেন বলে আশ্বাস দেন।
বাদী নুসরাত এজাহারে বলেন, সবশেষ গত ১লা মার্চ আসামি মোসারাতকে প্ররোচিত করেন। তিনি বাসা ভাড়া নিতে বাদী নুসরাত ও তার স্বামীর পরিচয়পত্র নেন। ফুসলিয়ে তিনি মোসারাতকে ঢাকায় আনেন। তিনি গুলশানের ১২০ নম্বর সড়কে বাসা (ফ্ল্যাট-বি-৩) ভাড়া নেন। ফ্ল্যাটের একটি কক্ষে আসামি ও তার (বাদীর) বোনের স্বামী-স্ত্রীর মতো ছবি তুলে তা বাঁধিয়ে রাখে। আসামি বাসায় আসলে কক্ষটি পরিপাটি করে রাখা হতো।
এজাহারে বলা হয়, বোনের মাধ্যমে তিনি জানতে পারেন, আসামি তাকে বিয়ে করে বিদেশে স্থায়ী হবে। কারণ, দেশে থাকলে আসামির বাবা-মা আসামিকে কিছু না করলেও তার বোনকে মেরে ফেলবেন। ১লা মার্চ থেকে আসামি মাঝে মাঝে ফ্ল্যাটে আসা-যাওয়া করতেন।
এতে বলা হয়, ২৩ এপ্রিল মোসারাত তাকে ফোন করেন। মোসারাত তাকে বলেছেন, আনভীর তাকে বকা দিয়ে বলেছেন, কেন তিনি (মোসারাত) ফ্ল্যাট মালিকের বাসায় গিয়ে ইফতার করেছেন, ছবি তুলেছেন। ফ্ল্যাটের মালিকের স্ত্রী ফেসবুকে ছবি পোস্ট করেছেন। এ ছবি পিয়াসা দেখেছেন। পিয়াসা মালিকের স্ত্রীর ফেসবুক বন্ধু। এখন পিয়াসা তার মাকে সবকিছু জানিয়ে দেবেন। তিনি (আসামি) দুবাই যাচ্ছেন, মোসারাত যেন কুমিল্লায় চলে যান। আসামির মা জানতে পারলে তাকে (মোসারাতকে) মেরে ফেলবেন।
এজাহারে নুসরাত বলেন, দুদিন পর ২৫শে এপ্রিল মোসারাত তাকে ফোন করেন। ওই সময় তিনি কান্নাকাটি করে বলেন, আনভীর তাকে বিয়ে করবেন না, শুধু ভোগ করেছেন। আসামিকে উদ্ধৃত করে মোসারাত বলেন, আসামি তাকে বলেছেন, তিনি (মোসারাত) তার শত্রুর সঙ্গে দেখা করেছেন। মোসারাতকে তিনি ছাড়বেন না। মোসারাত চিৎকার করে বলেন, আসামি তাকে ধোঁকা দিয়েছেন। যেকোনো সময় তার বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারা (বাদী নুসরাতের পরিবার) যেন দ্রুত ঢাকায় আসেন।
এজাহারে আরও বলা হয়, নুসরাত তার আত্মীয়স্বজনদের নিয়ে দুপুর ২টার দিকে কুমিল্লা থেকে ঢাকায় রওনা দেন। আসার পথে বারবার মোসারাতের ফোনে ফোন করেন, কিন্তু তিনি আর ফোন ধরেননি। গুলশানের বাসায় পৌঁছে দরজায় নক করলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে নিচে নেমে আসেন। তারা নিরাপত্তারক্ষীর কক্ষ থেকে বাসার ইন্টারকমে ফোন করেন। পরে ফ্ল্যাট মালিকের নম্বরে ফোন দিলে মিস্ত্রি এনে তালা ভেঙে ঘরে ঢোকার পরামর্শ দেন। মিস্ত্রি ডেকে তালা ভেঙে ভেতরে ঢোকার পর তিনি দেখেন, তার বোন ওড়না পেঁচিয়ে শোয়ার ঘরের সিলিংয়ে ঝুলে আছেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পুলিশ এসে ওড়না কেটে মোসারাতের মৃতদেহ নামায়। আলামত হিসেবে আসামির সঙ্গে ছবি, আসামির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে লেখা ডায়েরি ও তার ব্যবহৃত দুটি মুঠোফোন নিয়ে যায় পুলিশ।
বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত: কাদের-ওবায়দুল কাদের-প্রথম আলো/যুগান্তর

বিএনপির নেতারা নিজেদের দলকে চাঙা রাখতে যখন যা খুশি, তাই বলে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা (বিএনপি) আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়েছে। তাই একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ব্যর্থতার দায়ে তাদের ‘টপ টু বটম’ পদত্যাগ করা উচিত।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
জাতীয় বিপর্যয় কেন্দ্র ও রাজ্য কী পদক্ষেপ করছে, জানতে চাইল সুপ্রিম কোর্ট-সংবাদ প্রতিদিন
দেশের করোনা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বাড়তে থাকা সংক্রমণের মোকাবিলায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজনৈতিক তরজা নয়, এই মুহূর্তে মানুষের জীবন বাঁচানোই প্রশাসনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। মঙ্গলবার এ ব্যাপারে কেন্দ্র এবং রাজ্যগুলি কী কী ব্যবস্থা নিয়েছে তার বিশদ জানতে চেয়ে রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে তারা জানিয়েছে, শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে।
এদিকে, করোনা ভাইরাসে আগামী তিন সপ্তাহে ভারতে কমপক্ষে দুই লাখ মানুষের মৃত্যু ঘটতে পারে বলে এক গবেষণায় জানিয়েছে,ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশন।আবার কোনো কোনো দৈনিক লিখেছে, করোনার ভয়াবহ পরিস্থিতিতে ধসে যেতে পারে ভারতের অর্থনীতি।
কোভিডে মৃতের সংখ্যা লুকোচ্ছে দিল্লি? সরকারি তথ্যেই গরমিল এক হাজারেরও বেশি-আনন্দবাজার পত্রিকা
সারিবদ্ধভাবে সৎকার করা হচ্ছে কোভিডে মৃত রোগীদের দেহ। গত কয়েক দিন ধরে এমন ছবি দেখা গিয়েছে দিল্লির বিভিন্ন স্থানে। কিন্তু শ্মশান এবং কবরস্থানে যত রোগীর দেহ সৎকার হয়েছে, তার সঙ্গে দিল্লির সরকারের দেওয়া কোভিডে মৃত্যুর হিসাবে দেখা গেল বিস্তর ফারাক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দিল্লির পুরসভা কর্পোরেশনের অধীনস্ত শ্মশান এবং কবরস্থান থেকে সৎকার হওয়া কোভিডে মৃতদের তথ্য জোগাড় করেছে। ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নেওয়া সেই তথ্যের সঙ্গে সরকারি বুলেটিনে প্রকাশিত তথ্যের ফারাক প্রায় ১ হাজার ১৫৮ জনের! দিল্লি সরকারও এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
করোনা দুর্ভোগ মোদির জন্যই! অস্ট্রেলিয়ার সংবাদপত্রের সমালোচনার কড়া জবাব ভারতের-সংবাদ প্রতিদিন
নরেন্দ্র মোদির নেতৃত্বেই লকডাউন থেকে বেরিয়ে আরও ভয়াবহ করোনা পরিস্থিতির অন্ধকারে প্রবেশ করেছে ভারত। ‘বন্ধু’অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে এভাবেই কাঠগড়ায় তোলা হয়েছে প্রধানমন্ত্রীকে। এবার সেই সমালোচনার জবাব দিল ভারত। অস্ট্রেলিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস সটান জানিয়ে দিয়েছে, এই ধরনের অভিযোগ ‘ভিত্তিহীন’। ভারতকে অপবাদ দিতেই এমন কথা বলা হচ্ছে।
জয় মিছিল বন্ধের নির্দেশ কার্যকর করতে কড়া পদক্ষেপ নিন! কমিশনকে জানাল হাইকোর্ট-আজকাল

কোভিড আবহে বিজয় মিছিল বন্ধে আজই নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। আর সেই নির্দেশকে কার্যকর করতে কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য কমিশনকে জানাল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে কোভিড কালে প্রচার বন্ধ নিয়ে একটি মামলার শুনানি ছিল আজ। আর সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, নির্বাচনের সঙ্গে যে সকল আধিকারিকরা যুক্ত রয়েছেন তাঁদের প্রত্যেককে কড়া ভাবে নজর রাখতে হবে ভোটের ফলাফলের দিন কোথাও যাতে কোনও বিজয় মিছিল না বের হয়। কমিশনের নির্দেশকে তোয়াক্কা না করে রাজনৈতিক দলগুলির কর্মী–সমর্থকরা যদি বিজয় মিছিল বের করে সেক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে।
‘উত্তরপ্রদেশ এখন করোনা প্রদেশ’, যোগীর বিরুদ্ধে তথ্য লুকনোর অভিযোগ অখিলেশের-সংবাদ প্রতিদিন
অস্বস্তিতে যোগী আদিত্যনাথ । গত কয়েকদিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বারবার বলতে শোনা গিয়েছে, করোনা আবহে তাঁর রাজ্যে অক্সিজেন, ওষুধ কিংবা হাসপাতালে বেডের কোনও সমস্যা নেই। কিন্তু বিরোধীদের অভিযোগ, তিনি সঠিক তথ্য দিচ্ছেন না। এবার তাঁর মন্তব্যের কার্যত বিরোধিতা করতে দেখা গেল তাঁরই দলীয় সতীর্থদেরও। বিজেপির সাংসদ থেকে শুরু করে রাজ্যের এক মন্ত্রী যোগীকে চিঠি লিখে অভিযোগ করেছেন, মীরাট ও লখনউ-সহ রাজ্যের বহু জায়গাতেই সমস্যা রয়েছে।এদিকে সুনীল বারালার অভিযোগ, অক্সিজেন কিংবা জীবনদায়ী ওষুধের অপ্রতুলতায় প্রবল সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।এমন পরিস্থিতিতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রীতিমতো কটাক্ষ করে জানিয়েছেন, রাজ্য চালাতে বিজেপি সরকারের অযোগ্যতায় উত্তরপ্রদেশ এখন ‘করোনা প্রদেশ’। তাঁর অভিযোগ, রাজ্যে করোনায় মৃতের সংখ্যা নিয়েও মিথ্যে বলছে যোগী সরকার। অখিলেশের কথায়, ‘‘ভুয়ো তথ্য দেওয়া হচ্ছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।