মে ০৪, ২০২১ ১৬:১২ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি সবাই ভালো আছেন। ৪ মে মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমেই বাংলাদেশের কয়েকটি পত্রিকার শিরোনাম:

  • খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল : মির্জা ফখরুল / নয়াদিগন্ত
  • জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের সেনাপ্রধান / ইত্তেফাক
  • একনেকে ১২ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন /যুগান্তরসহ গুরুত্বপূর্ণ সব পত্রিকাতেই এসেছে খবরটি।
  • চট্টগ্রামে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট শনাক্ত / মানব জমিন
  • দেশে গত ২৪ ঘণ্টায় ১৯১৪ জনের করোনা শনাক্ত: বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি পত্রিকার শিরোনাম:

  • ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে ফোন প্রধানমন্ত্রীর, টুইট করলেন ধনখড় / আনন্দবাজার পত্রিকা
  • কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তায় প্রাণ যাচ্ছে মানুষের, লকডাউন ছাড়া রাস্তা নেই, দাবি রাহুলের / সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! এই ছিল শিরোনাম সংবাদ। এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবর বিস্তারিত জেনে নেয়া যাক।

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল : মির্জা ফখরুল / নয়াদিগন্তসহ প্রায় সকল পত্রিকাতেই খবরটি এসেছে।

খালেদা জিয়া

করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনা ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান মে দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার অসুস্থতার খবরে আমরা সবাই নিশ্চয়ই উদ্বিগ্ন। নেতাকর্মীরা উদ্বেগের মধ্যে আছেন দেশনেত্রীর শারীরিক অবস্থা কেমন তা নিয়ে। আপনারা সবাই শুনেছেন যে, গতকাল তার একটু শ্বাসকষ্ট হওয়ায় সিসিইউতে নেয়া হয়েছে। এখনো তিনি সিসিইউতে আছেন। অক্সিজেন দেয়া হচ্ছে। এখন তিনি স্থিতিশীল আছেন।

জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের সেনাপ্রধান / ইত্তেফাক

জেনারেল আজিজ আহমেদ ও ওয়েজি লুখেলে

জাম্বিয়া সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী, কমান্ডার আর্মি এবং ভারপ্রাপ্ত কমান্ডার এয়ার ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ মে) জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলে -এর সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আলোচনার সময় দুই দেশের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা ও সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলে বলেন, বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে উন্নত সম্পর্ক স্থাপনে আগ্রহী। তিনি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য জাম্বিয়া সরকারের অভিপ্রায় ব্যক্ত করেন এবং বাংলাদেশের কৃষি ক্ষেত্রের দক্ষতার সহায়তা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

একনেকে ১২ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন /যুগান্তর

শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভা

১১ হাজার ৯০১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় অংশ নেন তিনি। এসব প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন আট হাজার ৯৯১ কোটি ৪৪ লাখ টাকা। বৈদেশিক উৎস থেকে ঋণ দুই হাজার ৯৯ কোটি ৯১ লাখ টাকা। আর সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০৯ কোটি ৯৮ লাখ টাকা।

চট্টগ্রামে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট শনাক্ত / মানব জমিন

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেসের গবেষণা টিম

বন্দরনগরীতে করোনার যুক্তরাজ্য  ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন একদল গবেষক। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের এই  গবেষণা টিম  তাদের একমাস গবেষণা শেষে  এই ফলাফল জানান।

সোমবার (৩ মে) প্রতিষ্ঠানটি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশের সার্বিক নির্দেশনায়  বিশ্ব্যবিদ্যালয়টির অধ্যাপক ড. পরিতোষ কুমার বিশ্বাস, অধ্যাপক ড. শারমিন চৌধুরী, ডা. ইফতেখার আহমেদ রানা, ডা. ত্রিদীপ দাশ, ডা. প্রণেশ দত্ত, ডা. মো. সিরাজুল ইসলাম ও ডা. তানভীর আহমদ নিজামী এই গবেষণা চালান বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় ১৯১৪ জনের করোনা শনাক্ত: বাংলাদেশ প্রতিদিন

গত ২৪ ঘণ্টার করোনা রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জনে। একই সময়ে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭০৫ জনে। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৭০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৫ হাজার ৩২ জন। গত ২৪ ঘণ্টায় ২১৯৮৪ নমুনা পরীক্ষা করা হয়েছে।

এবারে ভারতের কয়েকটি শিরোনাম বিস্তারিত:

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে ফোন প্রধানমন্ত্রীর, টুইট করলেন ধনখড় / আনন্দবাজার পত্রিকা

নরেন্দ্র মোদী ও জগদীপ ধনখড়

ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপালকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। টুইটারে সে কথা জানালেন জগদীপ ধনখড়। রবিবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বেশ কিছু হিংসার খবর পাওয়া গিয়েছে। সে নিয়েই এ বার প্রধানমন্ত্রী খোঁজ নিলেন রাজ্যপালের কাছ থেকে। ধনখড় টুইটে লিখেছেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ফোনে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে আমিও উদ্বেগ প্রকাশ করেছি। দায়িত্বপ্রাপ্তদের উচিত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া'। ভোটের ফল ঘোষণার পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছিলেন। তারপরে বিজেপি-র তরফ থেকে অভিযোগ করা হয়, রাজ্যে একাধিক জায়গায় তাঁদের দলের কর্মীদের উপর অত্যাচার করা হয়েছে। বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করে গেরুয়া শিবির। তা নিয়ে লাগাতার আন্দোলনের কথাও বলা হয়।

কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তায় প্রাণ যাচ্ছে মানুষের, লকডাউন ছাড়া রাস্তা নেই, দাবি রাহুলের / সংবাদ প্রতিদিন

কংগ্রেস নেতা রাহুল গান্ধী

সরকারের বিরুদ্ধে কার্যত হাত গুটিয়ে বসে থাকার অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । আজ মঙ্গলবার এক টুইট বার্তায় এই অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে দাবি করেছেন, করোনার অতিমারী রুখতে সম্পূর্ণ লকডাউন ছাড়া পথ নেই। তবে লকডাউনের নিদান দিলেও গরিব মানুষ যাতে ফের বিপদে না পড়েন তার দাবিও তুলেছেন রাহুল। রাহুল টুইটে লিখেছেন, “ভারত সরকার এটা বুঝতেই পারছে না। বুঝতে পারছে না, করোনা সংক্রমণ আটকানোর এক মাত্র রাস্তা হল সম্পূর্ণ লকডাউন।” একই সঙ্গে তিনি লিখেছেন, “ভারত সরকারের নিষ্ক্রিয়তা বহু নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।”

তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আসর আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।

পার্সটুডে/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ