মে ২২, ২০২১ ১৩:০১ Asia/Dhaka

শ্রোতা/পাঠক!২২ মে শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • ফিলিস্তিন ইস্যু-দুই রাষ্ট্র সমাধানই একমাত্র জবাব-প্রথম আলো
  • পার্সেলে মধ্যপ্রাচ্যে ইয়াবা পাচার! -ইত্তেফাক
  • ইসরাইল-ফিলিস্তিন নিয়ে মার্কিন ডেমোক্র্যাট শিবিরে গভীর পরিবর্তন -যুগান্তর
  • ঘূর্ণিঝড় 'যশ': ২৩ মের মধ্যে সব নৌকা-ট্রলারকে ফেরার নির্দেশনা -কালের কণ্ঠ
  • ঢাকা-তেল আবিব সম্পর্ক নিয়ে নানা জল্পনা –মানবজমিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • দ্বিতীয় টিকা দেরিতে নিলে অ্যান্টিবডি বাড়বে ৩০০ শতাংশ, বলছে গবেষণা -আজকাল
  • এবার কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসের হানায় মৃত্যু যুবতীর, বাড়ছে উদ্বেগ-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ঢাকা-তেল আবিব সম্পর্ক নিয়ে নানা জল্পনা- এমন একটি খবর ছেপেছে দৈনিক মানবজমিন পত্রিকা। বিষয়টি নিয়ে কী বলবেন আপনি?
২. ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এরপর গাজায় বিজয় মিছিল হয়েছে। কতটা সঙ্গত এই বিজয় মিছিল?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

ঢাকা-তেল আবিব সম্পর্ক নিয়ে নানা জল্পনা-মানবজমিন

ঢাকা-তেল আবিব সম্পর্ক নিয়ে নানা জল্পনা

বাংলাদেশ কি ইসরাইলকে স্বীকৃতি দিতে চলেছে? কূটনৈতিক পাড়ায় এ নিয়ে বিস্তর জল্পনা-কল্পনা। অনেকে নানা হিসাব-নিকাশ মেলাচ্ছেন। কেউ কেউ বলছেন, যে দেশটির সঙ্গে পঞ্চাশ বছর ছিল বৈরী সম্পর্ক । এখনও কূটনৈতিক বিবৃতিতে স্পষ্ট। পাসপোর্টেও বলা ছিল, বাংলাদেশি নাগরিকরা পৃথিবীর যেকোনো দেশ সফর করতে পারবেন। তবে ইসরাইল সফর করতে পারবেন না। অতিসম্প্রতি সেই বাধা দূর হয়েছে। নতুন এই ই-পাসপোর্টে সে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।এ কারণেই ধারণা করা হচ্ছে, সম্ভবত ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ার নতুন কোনো ক্ষেত্র তৈরি করছে। মধ্যপ্রাচ্যের যেসব দেশের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তারা ইতিমধ্যেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। এরমধ্যে সংযুক্ত আরব- আমিরাত অন্যতম। ধারণা করা হচ্ছে, আরব-ইসরাইল সম্পর্কে নতুন মোড় নেয়ায় বাংলাদেশ এ পথেই হাঁটছে।বাংলাদেশি পাসপোর্টধারীদের বিশ্বের একটি মাত্র দেশেই যাওয়া নিষেধ, সেটি হলো ইসরাইল। কারণ বাংলাদেশি পাসপোর্টে স্পষ্ট করে ইংরেজী বোল্ড হরফে লেখা আছেঃ 'THIS PASSPORT IS VALID FOR ALL COUNTRIES OF THE WORLD EXCEPT ISRAEL' যার বাংলা অর্থ- এই পাসপোর্টটি ইসরাইল ব্যতীত বিশ্বের সকল দেশের জন্য বৈধ।

এতোদিন ধরে এটাই জানতো সবাই। কিন্তু এখন সরবরাহ করা বাংলাদেশি পাসপোর্টে আর 'EXCEPT ISRAEL' শব্দ দুটি নেই। এখন লেখা আছেঃ 'THIS PASSPORT IS VALID FOR ALL COUNTRIES OF THE WORLD' যার বাংলা অর্থ- এই পাসপোর্টটি বিশ্বের সকল দেশের জন্য বৈধ।

প্রশ্নগুলো তো নীরব থাকছে না-অধ্যাপক আলী রিয়াজের এ মন্তব্য ফেসবুক থেকে নিয়ে দৈনিক মানব জমিনে প্রকাশ করা হয়েছে। এতে তিনি লিখেছেন,রাষ্ট্রের দায়িত্বে থাকা একজন মানুষ যখন মারা যায় তখন তার দায় রাষ্ট্রের, সরকারের। এই কথাগুলো বহুবার বলা হয়েছে। কিন্তু তারপরেও রাষ্ট্রের হেফাজতে থাকা মানুষের মৃত্যুর ঘটনা কমছে না। ২০১৮ সালে আগের বছরগুলোর ঘটনাপ্রবাহ বিচার করে প্রশ্ন করেছিলাম- ‘হেফাজতে মৃত্যু কি এখন ‘স্বাভাবিক’ (প্রথম আলো, ১৪ মার্চ, ২০১৮)। তার ৫ বছর আগে আইন করে হেফাজতে মৃত্যুর বিরুদ্ধে বিধান করা হয়েছিলো। কিন্তু তাতে কাজ হয়নি। ২০২১ সালের জানুয়ারি মাসে প্রশ্ন করেছিলাম- ‘হেফাজতে মৃত্যু বেআইনি, কিন্তু বিচার হয় না কেন?” (প্রথম আলো, ৬ জানুয়ারি ২০২১)। কে তদন্ত করে, কে কার বিরুদ্ধে অভিযোগ দেয়? ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের আওতায় আটক অবস্থায় লেখক মুশতাক আহমেদ মারা গেলেন জেলের ভেতরে, সেটা ফেব্রুয়ারি মাসের ঘটনা।

কারাবন্দি অবস্থায় হেফাজতে ইসলামের নেতা ইকবাল হোসেন মারা গেছেন বৃহস্পতিবার। তাঁর সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তাঁকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি। সহিংসতাসহ একাধিক অভিযোগে আটক অবস্থায় তাঁকে তিনবার রিমান্ডে নেয়া হয়েছিলো। তাঁর মৃত্যু আবারও প্রশ্ন তুললো এই মৃত্যুর তদন্ত হবে কিনা, কে করবে। ২০১৮ সালে যেমন বলেছি, ২০২১ সালে যেমন বলেছি তেমনি বলি – মানবাধিকার সংস্থাগুলো এক নিরবতার মধ্যে আছে কিন্ত এই প্রশ্নগুলো তো নিরব থাকছে না।

যুদ্ধবিরতির পর ত্রাণ পৌঁছাল গাজায়-যুগান্তর

ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পর গাজায় ত্রাণের প্রথম চালান পৌঁছেছে।

এ ছাড়া শুক্রবার যুদ্ধবিরতি কার্যকরের পর হাজারো ফিলিস্তিনি আশ্রয়শিবির থেকে বাড়ি ফিরছেন। খবর বিবিসির। যুদ্ধবিরতি কার্যকরের পর মিসর, গাজা ও ইসরাইলের সীমান্তের মধ্যকার সংযোগস্থল কেরাম শালোম খুলে দিয়েছে ইসরাইল। এ সীমান্ত দিয়ে জাতিসংঘসহ বিভিন্ন সাহায্য সংস্থার ত্রাণের ট্রাক ঢুকছে গাজায়। এসব ট্রাকে খাবার, জ্বালানি ও ওষুধ রয়েছে। গাজায় ১১ দিনে শিশুসহ ২৪৮ জন ফিরিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল-যুগান্তর

ফিলিস্তিনের গাজায় গত ১০ মে থেকে চালানো ইসরাইলের বর্বর হামলায় ৬৬ শিশু ও ৩৯ নারীসহ বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে ২৪৮ জন নিহত হয়েছেন।এ ছাড়াও ইসরাইলি হামলায় ১ হাজার ৯৪৮ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।  ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আনাদোলুর।গত ১১ দিনের হামলায় ফিলিস্তিনের গাজায় ওই হতাহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ইসরাইল ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়।

গাজায় উচ্ছ্বাস, জিতলো কে?-মানবজমিন

গাজায় উচ্ছ্বাস, জিতলো কে?

টানা ১১ দিন সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও হামাস। এই সময়ে গাজায় নারকীয় তাণ্ডব চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী। হাজার হাজার বোমা ফেলেছে বাংলাদেশের একটি ছোট জেলার আয়তনের সমান অবরুদ্ধ অঞ্চলটিতে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩০ ফিলিস্তিনি। আহত হয়েছেন ১৯০০ জনেরও বেশি। লাখো মানুষ হারিয়েছেন তাদের আশ্রয়। এর পাল্টা জবাবও দেয়ার চেষ্টা করেছে গাজার সশস্ত্র যোদ্ধাগোষ্ঠী হামাস। ইসরাইলের বিভিন্ন শহরকে টার্গেট করে ছুঁড়েছে প্রায় সাড়ে ৪ হাজার রকেট।

এতে ইসরাইলে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। হামাসের রকেট বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে ছিল ইসরাইলের বেশিরভাগ অঞ্চল।

এই রক্তপাত বন্ধে বিভিন্ন দেশ থেকে চাপ আসলেও তাতে সাড়া দেননি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ফোন করে যুদ্ধবিরতির আহ্বান জানান। এরপরও নেতানিয়াহু হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে তখনই হামাসের পক্ষ থেকে জানানো হয়েছিল, দুই-একদিনের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি। শেষ পর্যন্ত হয়েছেও তাই। প্রথম থেকেই সাবেক মার্কিন প্রেসিডেন্টদের মতো ইসরাইলকে একতরফা সমর্থন দিয়ে আসছিলেন বাইডেন। গাজায় ইসরাইলের তাণ্ডবকে সমর্থন করে জানিয়েছিলেন, এটি ইসরাইলের আত্মরক্ষার অধিকার। তবে বাইডেনের এমন অবস্থান সমালোচিত হয়েছে নিজ দলের মধ্যে, চাপও আসতে থাকে তার ওপর। তার চেষ্টার পরেই যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, ‘ইসরাইলের আয়রন ডোম-মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় গড়ে তুলতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। আমি বিশ্বাস করি যে আমাদের সামনে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ রয়েছে। আমি এ অঞ্চল নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ যাই হোক, শেষ পর্যন্ত যুদ্ধবিরতির মধ্য দিয়ে থেমেছে দুই পক্ষই। এখন প্রশ্ন উঠেছে রক্তক্ষয়ী এ সংঘাতে জয়ী হয়েছে কে?

গাজা হামলায় বিধ্বস্ত বাড়িতে 

শুক্রবার থেকে গাজায় পণ্য চলাচল পুনরায় চালু করবে ইসরাইল। ফলে গাজাবাসীর জীবন সহজ হবে। ইসরাইলি গণমাধ্যমগুলো যদিও এই যুদ্ধবিরতি নিয়ে সংশয় প্রকাশ করছে। হামাস কতদিন ইসরাইলে হামলা বন্ধ রাখবে তা নিয়ে প্রশ্ন তুলছে তারা। ইসরাইলি কয়েকজন জেনারেলকে উদ্ধৃত করে টাইমস অব ইসরাইল জানিয়েছে, এই যুদ্ধবিরতি হয়তো ৫ মাস কার্যকরি থাকবে, ৫ বছর কখনই নয়। হামাস নেতারাতো হুঁশিয়ারি দিয়েই বলেছেন, যুদ্ধবিরতি মেনে নিচ্ছি। কিন্তু এখনো ট্রিগারে হাত রয়েছে। ফলে এটিকে ইসরাইলের জন্য ওই অর্থে বিজয় বলা যাচ্ছে না। যদিও উভয় পক্ষই নিজেদের বেশকিছু অর্জনের দাবি করেছে। সবমিলিয়ে বলা চলে, মধ্যম সময়ের হিসেবে হামাসই এই যুদ্ধে বড় জয়ী। তবে একেবারে নিকট ভবিষ্যতে দেখলে বোঝা যাবে, এই সংঘাতে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ইসরাইল-ফিলিস্তিন নিয়ে মার্কিন ডেমোক্র্যাট শিবিরে গভীর পরিবর্তন-যুগান্তর

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রচলিত মার্কিন দৃষ্টিভঙ্গি অনুসরণ করে বারবার বলেছেন, ‘আত্মরক্ষার অধিকার ইসরাইলের রয়েছে’। কিন্তু দলের ভেতর তিনি বেশ বেকায়দায় পড়ছেন। কারণ ডেমোক্র্যাট শিবিরে এখন গাযা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনদের অবস্থা নিয়ে অনেক বেশি উদ্বেগের সুর শোনা যাচ্ছে, এবং এই পরিস্থিতির জন্য ইসরাইলকে সরাসরি দায়ী করা হচ্ছে।এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরাইল ও ফিলিস্তিন নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট শিবিরে গভীর পরিবর্তন হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম এখন ফিলিস্তিনিদের ব্যাপারে অনেক সহানুভূতিশীল। আর এ পরিবর্তনের প্রতিফলন পড়ছে ডেমোক্র্যাটিক পার্টিতে। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত জনমত জরিপকারী জন যগবি বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরেই আমেরিকাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ক্রমাগত বাড়তে দেখছি। কিন্তু এটি তত বড় কোনো ইস্যু হয়নি,” বলেন মি যগবি। “কিন্তু এখন এটি বড় ইস্যু হয়ে উঠছে, বিশেষ করে ডেমোক্র্যাট শিবিরে। এবং এর পেছনে শক্তি হচেছ অশ্বেতাঙ্গ এবং তরুণ প্রজন্মের ভোটাররা এবং দলের প্রগতিশীল অংশ।”জন যগবি বলেন,‘এই পরিবর্তন নাটকীয়, গভীর পরিবর্তন’। 

ফিলিস্তিনিদের জন্য একমাত্র সমাধান আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা-তাহলেই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসেডেন্ট জো বাইডেন। সমকালে খবরটি পরিবেশিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দুই রাষ্ট্রই একমাত্র সমাধান। গতকাল শুক্রবার গাজার পুনর্গঠনে সমন্বিত উদ্যোগ গ্রহণে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছেন, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই সংঘাতের ‘একমাত্র জবাব’। এএফপির।

 বাইডেন আরও বলেছেন, তিনি ইসরায়েলিদের সংঘাতের মূল কেন্দ্র জেরুজালেম নগরে ‘আন্তসাম্প্রদায়িক লড়াই’ বন্ধ করতে বলেছেন।অবশ্য মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, ‘ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে আমার প্রতিশ্রুতিতে কোনো পরিবর্তন আসেনি।’ তিনি যোগ করেন, এই অঞ্চল যত দিন ‘দ্ব্যর্থহীনভাবে’ ইসরায়েলের অস্তিত্ব স্বীকার না করা পর্যন্ত ‘কোনো শান্তি আসবে না’

বাড়ছে ডিজিটাল অপরাধ-মানবজমিন

দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ার পাশাপাশি বাড়ছে ডিজিটাল অপরাধ। বিশেষ করে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার কারণে এ অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফেসবুকে হ্যাকিং, ম্যাসেঞ্জারে অশ্লীল ছবি পাঠানো, আপত্তিকর পোস্ট, ই-মেইল আইডি হ্যাক, ফেক আইডি তৈরি করে ব্ল্যাকমেইল, সেক্সটোরেশন, মোবাইল ব্যাংকিং জালিয়াতি, মিথ্যা পোস্ট দিয়ে গুজব ছড়ানো ও ব্যক্তি অবমাননা করে পোস্ট দেয়ার মতো অপরাধের ঘটনাগুলো ঘটছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-কেন্দ্রিক অপরাধের সংখ্যা বাড়ছে বেশি।

অনেকেই আবার তাদের ফেসবুক নিজস্ব অ্যাকাউন্ট ব্লকের শিকার হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও বিশেষজ্ঞরা বলছেন যে, দেশে হাতে হাতে মোবাইল ফোন এবং দিন দিন মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। সহজেই ইন্টারনেটে যুক্ত হওয়া যাচ্ছে। অপরাধের প্যাটার্ন পরিবর্তন হচ্ছে।

পার্সেলে মধ্যপ্রাচ্যে ইয়াবা পাচার!-ইত্তেফাক

পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে আসা ইয়াবায় সয়লাব গোটা দেশ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেও নিত্যনতুন কৌশলে ইয়াবা পাচার করে আসছে চোরাকারবারিরা। এর কারবার এখন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। মাদক কারবারিরা এখন ইয়াবা পাচার করছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে। রুট হিসেবে তারা ব্যবহার করছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে।

যাত্রীর লাগেজে বেশ কয়েকটি ইয়াবার চালান ধরা পড়ার পর তারা এখন বেছে নিয়েছে কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার চালান পাঠাচ্ছে বিভিন্ন দেশে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক মাসে জব্দ করা হয়েছে ইয়াবার তিনটি চালান। সর্বশেষ গত ১৯ মে বুধবার রাষ্ট্রীয় ডাক বিভাগের একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে ২ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় ডাক বিভাগের চার কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

এবার কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসের হানায় মৃত্যু যুবতীর, বাড়ছে উদ্বেগ-সংবাদ প্রতিদিন

আর দূরে নয়। আতঙ্ক এবার ঘরের ভিতর। শুক্রবার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা গেলেন হরিদেবপুরের শম্পা চক্রবর্তী (৩২)। মৃতের ডেথ সার্টিফিকেটে জ্বলজ্বল করছে দু’টি কারণ। করোনা আর ব্ল্যাক ফাঙ্গাস! চিকিৎসকরা বহুদিন আগেই বলছিলেন এই দুই অসুখ একে অপরের সহোদর। করোনা রোগীদের শরীরেই দেখা যাচ্ছে এই ছত্রাকের সংক্রমণ। চিকিৎসা পরিভাষায় যার আরেক নাম মিউকরমাইকোসিস।এবার কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালেও কালো ছত্রাকের হানায় মারা গেলেন একজন। রাজস্থান ও তেলেঙ্গানা সরকার ইতিমধ্যেই মিউকরমাইকোসিসকে মহামারী ঘোষণা করেছে। তবে কি বাংলাও সে পথে হাঁটবে? রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে পাওয়া খবরে, কালো ছত্রাকের ওষুধ অ্যাম্ফোটেরাইসিন। সূত্রের খবর, রাজ্যের কাছে যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে তা। কিন্তু সঠিক সময় ওষুধ প্রয়োগ না করলেই বিপদ।শম্পাদেবীর মৃত্যুতে চিন্তিত চিকিৎসকরা।

দ্বিতীয় টিকা দেরিতে নিলে অ্যান্টিবডি বাড়বে ৩০০ শতাংশ, বলছে গবেষণা-আজকাল

বেশিরভাগ উন্নয়নশীল দেশেই টিকার আকাল। বিশেষত ভারতে। সময়মতো দ্বিতীয় ডোজ পাচ্ছেন না অনেকেই। এই পরিস্থিতিতে কেন্দ্র প্রথম এবং দ্বিতীয় ডোজের ব্যবধান বাড়িয়ে দিয়েছে। জানিয়েছে, তাতেই বাড়বে কার্যকারিতা। অক্সফোর্ডের তৈরি কোভিশিল্ডের ক্ষেত্রে প্রথম ডোজের ১২ থেকে ১৬ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে বলা হয়েছে। এই নিয়ে মোদি সরকারের দিকে আঙুল তুলেছেন সাধারণ মানুষ। যদিও বিশেষজ্ঞরা বলছেন, দুই ডোজের মধ্যে ব্যবধান থাকাই ভালো।প্রথম ডোজের তিন মাস পর দ্বিতীয় ডোজ নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সেক্ষেত্রে শরীরে রোগ প্রতিরোধী অ্যান্টিবডি ২০ থেকে ৩০০ শতাংশ বেড়ে যায়।

ভারতে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুতে রাশ টানা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় আবারও ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে।

এই সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন।

ফাঁস হয়ে গিয়েছে প্রায় ৪৫ লক্ষ যাত্রীর ব্যক্তিগত তথ্য! জানাল এয়ার ইন্ডিয়া-সংবাদ প্রতিদিন। ঠিক কী ধরনের তথ্য চুরি গিয়েছে? এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের জন্মতারিখ, পাসপোর্টের তথ্য, ক্রেডিট কার্ডের তথ্য-সহ নানা ব্যক্তিগত তথ্যই ফাঁস হয়ে গিয়েছে। তবে ক্রেডিট কার্ডের ক্ষেত্রের সিভিভি বা সিভিসি  নম্বর যেহেতু তাদের কাছে থাকে না তা ফাঁস হয়নি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
     

ট্যাগ