জুন ১৮, ২০২১ ১৭:২০ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৮ জুন শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • বিএনপির রাজনীতি করোনাভাইরাসের চেয়েও ভয়ঙ্কর: কাদের-ইত্তেফাক
  • সুইস ব্যাংকে টাকার পাহাড় ভারতীয়-বাংলাদেশিদের- মানবজমিন
  • ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানকে পাওয়া গেছে-প্রথম আলো
  • সব মানুষের ভ্যাকসিন প্রাপ্তিতে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ চাইলেন পররাষ্ট্রমন্ত্রী- কালের কণ্ঠ
  • ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও, যা বললেন ঢাকা ব্যাংকের এমডি-দৈনিক যুগান্তর

ভারতের শিরোনাম:

  • অমিত শাহকে রাজ্য বিজেপি নেতারা ভুল বুঝিয়েছিলেন বলেই ভোটে বিপর্যয়: শোভন-আনন্দবাজার পত্রিকা
  • দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই রাহুলের! তোপ দেগে কংগ্রেস ছাড়লেন অসমের বিধায়ক-দৈনিক সংবাদ প্রতিদিন
  • দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে বিচারপতি কৌশিক চন্দ, নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে পাঠানোর দাবি –আজকাল 

শ্রোতাবন্ধুরা এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত জেনে নেয়া যাক: 

বিএনপির রাজনীতি করোনাভাইরাসের চেয়েও ভয়ঙ্কর: কাদের-ইত্তেফাক

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি করোনাভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। এদেশে গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব এবং কারিগর হচ্ছে বিএনপি। শুক্রবার (১৮ জুন) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের এখন দু’টি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। প্রথমটি করোনা ও দ্বিতীয়টি হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা। করোনা প্রতিরোধের পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতাবিরোধী মোকাবিলা করতে হবে। এছাড়া বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে কিন্তু বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে।

সুইস ব্যাংকে টাকার পাহাড় ভারতীয়-বাংলাদেশিদের- মানবজমিন

নাম-পরিচয় গোপন রেখে অর্থ জমা রাখার জন্য ধনীদের আকর্ষণীয় গন্তব্য হলো সুইজারল্যান্ড।  নাম-পরিচয় গোপন থাকায় সুইস ব্যাংকগুলোতে সারা বিশ্ব থেকেই বিপুল পরিমাণ অবৈধ অর্থ রাখা হয়। সুইজারল্যান্ডের সংবিধান এবং ব্যাংকিং আইন অনুযায়ী সেখানে ব্যাংক গ্রাহকদের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হয়। জানা গিয়েছে, সুইস ব্যাংকে ২০২০ সালে ভারতীয়দের নগদের পরিমাণ বেড়েছে ২০ হাজার ৭০০ কোটি টাকারও বেশি।পিছিয়ে নেই বাংলাদেশও। সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে (সুইস ব্যাংক) বাংলাদেশিদের টাকার পাহাড়। ২০২০ সালে এ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ কোটি ২৯ লাখ ফ্র্যাংক। স্থানীয় মুদ্রায় যা ৫ হাজার ২৯১ কোটি টাকা (প্রতি সুইস ফ্র্যাংক ৯৪ টাকা হিসাবে)। এ পরিমাণ টাকা কমপক্ষে দেশের ১২টি বেসরকারি ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান।

ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানকে পাওয়া গেছে-প্রথম আলো

ইসলামি বক্তা মো. আফছানুল  আদনানের (আবু ত্ব-হা মোহাম্মদ আদনান) খোঁজ পাওয়া গেছে। এখন তিনি রংপুরের কোতোয়ালি থানায় আছেন। আবু ত্ব–হার সঙ্গে নিখোঁজ হওয়া অপর তিনজনকেও একই সময় নিজ নিজ বাড়িতে পাওয়া গেছে।  আদনানের মা আজেরা বেগম বলেছেন, ছেলের সন্ধান পেয়েছেন। রংপুর এলাকার বাবুখা এলাকার একটি বাসায় আবু ত্ব–হা প্রথমে ছিলেন। এরপর তাঁকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ প্রথম আলোকে জানান, বেলা পৌনে তিনটার দিকে নগরের বাবুখা মাস্টারপাড়া এলাকায় আবু ত্ব–হার শ্বশুরবাড়ি থেকে তাঁকে থানায় নেওয়া হয়। এ সময় ত্ব–হার মা–ও তাঁর সঙ্গে ছিলেন।

সব মানুষের ভ্যাকসিন প্রাপ্তিতে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ চাইলেন পররাষ্ট্রমন্ত্রী- কালের কণ্ঠ

করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিন সব মানুষ যেন পায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

কোভিড ১৯ ভ্যাকসিনকে জনসাধারণের সম্পত্তি হিসেবে ঘোষণা করার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান তিনি।জাতিসংঘ সদর দফতরে মহাসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ ধন্যবাদ জানান তিনি। বৈঠকে জাতিসংঘ মহাসচিব সাম্প্রতিক জি-৭ শীর্ষ সম্মেলনে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা সম্পর্কে উল্লেখ করেন। তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের বিশেষ সম্পর্ক রয়েছে।

ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও, যা বললেন ঢাকা ব্যাংকের এমডি-দৈনিক যুগান্তর 

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভোল্ট থেকে চার কোটি টাকা লুট হয়েছে।  এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে।  তারা হলেন- ব্রাঞ্চের ক্যাশ-ইনচার্জ রিফাত ও ম্যানেজার (অপারেশন) ইমরান।  শুক্রবার সকালে বংশাল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতেই টাকা আত্মসাতের বিষয়টি বুঝতে পেরে দুজনকে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে ভল্ট থেকে টাকা উধাওয়ের ঘটনা তোলপাড় সৃষ্টি করেছে দেশব্যাপী। এ বিষয়ে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমরানুল হক গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার ব্যাংকের শাখায় আমাদের ইন্টারনাল অডিট হয়। এরপরই টাকার অংকে অসঙ্গতি দেখা যায়।  ক্যাশ কম পাওয়ায় আবারও ইনভেস্টিগেশন করা হয়। পৌনে চার কোটি টাকার মত কম ছিল। এরপর দায়িত্বে থাকা ক্যাশ-ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি প্রাথমিকভাবে ক্যাশ সরিয়ে ফেলার বিষয় স্বীকার করেন। এ কাজটি তিনি একাই করেছেন বলে জানিয়েছেন ক্যাশ-ইনচার্জ রিফাজুল হক।  কী জন্য এই টাকা সরিয়েছেন তা এখনও তিনি জানাননি।

ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি:

অমিত শাহকে রাজ্য বিজেপি নেতারা ভুল বুঝিয়েছিলেন বলেই ভোটে বিপর্যয়: শোভন-আনন্দবাজার পত্রিকা

বিধানসভা ভোটের সময় রাজ্যের বিজেপি নেতারা রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অমিত শাহকে ভুল খবর দিয়েছিলেন বলে অভিযোগ দলের প্রাক্তন নেতা শোভন চট্টোপাধ্যায়ের। শুক্রবার তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় নেতৃত্বকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারাবাহিক ভাবে ভুল তথ্য দেওয়া হয়েছিল।’’ তাঁর মতে, সেই ভুল তথ্যের উপর রণনীতি নির্ধারণ করা বিধানসভা ভোটে বিজেপি-র ভরাডুবির অন্যতম কারণ।

বিধানসভা ভোটের দায়িত্বে আসা ভিন্‌রাজ্যের বিজেপি নেতা সব কিছুতেই রাজ্যের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতেন বলে জানিয়েছেন শোভন। তাঁর অভিযোগ, ওই বৈঠকগুলিতে রাজ্য বিজেপি-র প্রতিনিধিরা যে তথ্য পরিবেশন করতেন, তার সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনও সম্পর্ক থাকত না।

দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই রাহুলের! তোপ দেগে কংগ্রেস ছাড়লেন অসমের বিধায়ক-দৈনিক সংবাদ প্রতিদিন

বিজেপি ক্ষমতায় ফিরতেই অসমে বিরোধী কংগ্রেস (Congress) শিবিরে ভাঙন শুরু। দল ছাড়লেন তিনবারের বিধায়ক তথা অসমের কুরমি সম্প্রদায়ের প্রভাবশালী নেতা রুপজ্যোতি কুরমি (Rupjyoti Kurmi)। শুধু দল ছাড়াই নয়, তিনি দলত্যাগের আগে যেভাবে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে বিঁধলেন, তা কংগ্রেসের অন্দরে রীতিমতো টানাপোড়েন সৃষ্টি করেছে।

অসমের টি-ট্রাইবের গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র মারিয়ানির তিনবারের বিধায়ক কুরমি। তাঁর অভিযোগ, কংগ্রেসের অন্দরে অপেক্ষাকৃত তরুণ নেতাদের কথা শোনাই হচ্ছে না। প্রবীণ নেতাদের গুরুত্ব দিতে গিয়ে তরুণদের উপেক্ষা করছে দল। গুয়াহাটি হোক বা দিল্লি, দলের নতুন প্রজন্মের নেতাদের কথা কোথাও শোনা হচ্ছে না। শুধু তাই নয়, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে (Rahul Gandhi) সরাসরি তোপ দেগে কুরমির দাবি, কংগ্রেসের মতো দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাহুলের নেই। তিনি যতদিন ক্ষমতার অলিন্দে থাকবেন, ততদিন কংগ্রেস দল হিসেবে এগোতে পারবে না।

দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে বিচারপতি কৌশিক চন্দ, নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে পাঠানোর দাবি –আজকাল 

নন্দীগ্রামে ভোটের ফল নিয়ে হাইকোর্টে তৃণমূল। আর সেই মামলা গিয়েছে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে। আর তা নিয়ে শুরু হল বিতর্ক। কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশের দাবি, বিচারপতি কৌশিক চন্দ ‘বিজেপির সক্রিয় সদস্য’ ছিলেন।  আর এই ধরনের গুরুত্বপূর্ণ মামলা তাঁর এজলাসে কেন গেল তা নিয়ে হাইকোর্টে বিক্ষোভ দেখালেন আইনজীবীদের একাংশ। মুখে কালো মাস্ক হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। যদিও আজ এই মামলার শুনানি হয়নি। বিচারপতি জানিয়েছেন, মামলাকারীকে আদালতে উপস্থিত থাকতে হবে। বিচারপতি বলেন, মামলাটির শুনানি আগামী বৃহস্পতিবার হবে।

বিক্ষোভকারী আইনজীবীদের পক্ষে অচিন্ত্য কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, কৌশিক চন্দ একসময় বিজেপির সক্রিয় সদস্য ছিলেন। আর এই ধরনের মামলা তাঁর বেঞ্চে গেলে বিচার ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে পারে। আর আমাদের দাবি অন্য বেঞ্চে মামলা হোক।

পার্সটুডে/ বাবুল আখতার /১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ