জুলাই ১৬, ২০২১ ১৬:৫৭ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৬ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার মামলা সিআইডিতে হস্তান্তর–প্রথম আলো
  • ষড়যন্ত্র চলছে আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টির, সেই দিন আর আসবে না'-কালের কণ্ঠ
  • ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ-যুগান্তর
  • স্বাভাবিক নয় এমন শিশুর ঘোষণায় রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না’-দৈনিক ইত্তেফাক
  • কারখানার কমপ্লায়েন্সের জন্য নতুন সংস্থা করার কথা ভাবছে সরকার: সালমান এফ রহমান-দৈনিক মানবজমিন
  • ইন্দোনেশিয়ায় মহামারী বিপর্যয়, লাশ পড়ে আছে বাড়িঘরেবাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • এই কোভিড পরিস্থিতিতে কেন উপনির্বাচনের জন্য ব্যস্ত হয়ে উঠেছেন মমতা? প্রশ্ন শুভেন্দুর-আনন্দবাজার
  • তালিবানি তাণ্ডবের মাঝে তাসখন্দে আফগান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ জয়শংকরের-সংবাদ প্রতিদিন
  •  একই পত্রিকার আরো একটি শিরোনাম;  দ্বিতীয় ঢেউয়ের আগেও এমনই হয়েছিল’, ৬ মুখ্যমন্ত্রীকে সতর্কতা PM Modi’র

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনার মামলা সিআইডিতে হস্তান্তর–প্রথম আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানার আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যুর ঘটনায় করা মামলাটির তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।এ ছাড়া কাল শনিবার দুপুর ১২টার দিকে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক ইমাম হোসাইন একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে সিআইডি থেকে জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর মামলাটি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছিল। মামলা হস্তান্তরের বিষয়ে গতকাল নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম প্রথম আলোকে বলেছিলেন, মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। পুলিশ সদর দপ্তরের নির্দেশে থানা-পুলিশের কাছ থেকে তদন্তভার সিআইডিকে হস্তান্তরের নির্দেশনা এসেছে। নির্দেশনা অনুযায়ী মামলাটি সিআইডিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মামলার নথি, আলামতসহ সবকিছু তদন্তকারী কর্মকর্তা সিআইডির তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন।

ষড়যন্ত্র চলছে আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টির, সেই দিন আর আসবে না'-কালের কণ্ঠ

'ওয়ান ইলেভেনের কুশীলবরা এখনো ষড়যন্ত্র করছে আরেকটা ওয়ান ইলেভেন সৃষ্টি করতে, সেই দিন আর আসবে না। সেই রঙিন খোয়াব যারা দেখছেন, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।'

শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আজ শুক্রবার (১৬ জুলাই) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজের বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

'এদেশের রাজনীতির ইতিহাসে ওয়ান ইলেভেন একটি দুষ্ট ক্ষত' উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'এই ক্ষত সৃষ্টি হয়েছে বিএনপির হঠকারী এবং ক্ষমতালোভী রাজনীতির কারণে।' তিনি বলেন,  'ইয়াজউদ্দীন একদিকে রাষ্ট্রপতি, অপরদিকে তাঁকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে বিএনপি একতরফা নির্বাচনের নীলনকশা বাস্তবায়নের মধ্য দিয়ে ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট তৈরি করে এবং এরপরই আসে ওয়ান ইলেভেন। দেশের রাজনীতি ও রাজনীতিবিদদের ওপর নেমে আসে ঘোর অন্ধকার, দেশ পরিচালনার দায়িত্ব যায় অরাজনৈতিক ব্যক্তিদের হাতে।'

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ-যুগান্তর

অতিরিক্ত যানবাহনের চাপ ও মহাসড়কে ছোটখাটো দুর্ঘটনার কারণে লকডাউন শিথিলের দ্বিতীয় দিনেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শুক্রবার সকাল থেকে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। 

এতে করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপ বাড়ছে। এতে করে দীর্ঘমেয়াদি যানজটের শঙ্কা দেখা দিয়েছে। যানজটের ফলে চালক ও ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঈদযাত্রায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা।

গাড়িচালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী গাড়ি মহাসড়কের পৌলি এলাকায় যানজটে পড়ে। ফলে ২০ মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে প্রায় দুই ঘণ্টা।

স্বাভাবিক নয় এমন শিশুর ঘোষণায় রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না’-দৈনিক ইত্তেফাক

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, সুস্থ ও স্বাভাবিক নয় এমন এক শিশুর ঘোষণায় একটি রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না। একটি রাজনৈতিক দল গঠন করতে আইন ও বিভিন্ন নীতিমালা রয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) মোহাম্মদপুর জাকির হোসেন রোড মাঠে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্যপণ্য বিতরণ শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টি চেয়াম্যান বলেন, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে কথা না বলেই তাকে চেয়ারম্যান ঘোষণা- এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করা কতটা যুক্তিযুক্ত হয়েছে তা বিবেচনা করা উচিত ছিল। নিউজ প্রকাশ ও প্রচারের আগে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে অবশ্যই কথা বলা উচিত ছিল গণমাধ্যমের।

কারখানার কমপ্লায়েন্সের জন্য নতুন সংস্থা করার কথা ভাবছে সরকার: সালমান এফ রহমান-দৈনিক মানবজমিন

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশের সব শিল্প কারখানার অগ্নি-নির্বাপণ, ভবনের কাঠামো ও পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে আলাদা একটি সংস্থা করার কথা ভাবছে সরকার। তিনি বলেন, এজন্য যদি বিদ্যমান আইনের সংশোধন করতে হয়, প্রয়োজনে তাও করা হবে।শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, শ্রম ও কমসংস্থান মন্ত্রণালয়ের সচিব কেএম আব্দুস সালাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।দেশের কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কমপ্লায়েন্স নিশ্চিত করার লক্ষ্যে সরকার সালমান এফ রহমানের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। ওই কমিটির কার্যক্রম সম্পর্কে অবহিত করতেই এই অনলাইন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইন্দোনেশিয়ায় মহামারী বিপর্যয়, লাশ পড়ে আছে বাড়িঘরেবাংলাদেশ প্রতিদিন

বাড়ির ভেতর থেকে লাশ বের করছেন দমকল বাহিনীর একজন কর্মী। অনেকেই মারা গেছেন অক্সিজেন সঙ্কটের কারণে। মৃত্যুর সময় তাদের পাশে কেউ ছিল না। অনেক ক্ষেত্রে প্রতিবেশীরা উদ্ধার কর্মীদের খবর দিয়েছে আসার জন্য। করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুতে ইন্দোনেশিয়ার পরিস্থিতি এখন এরকমই দাঁড়িয়েছে।

Image Caption

বিবিসির ইন্দোনেশিয়া সার্ভিসের সাংবাদিক ভালদিয়া বারাপুতরি লিখেছেন, এশিয়া মহাদেশের মধ্যে ইন্দোনেশিয়া হয়ে উঠেছে করোনাভাইরাস সংক্রমণের নতুন আরেকটি হটস্পট। গত দেড় বছরের মধ্যে ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ এখন সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।

এই কোভিড পরিস্থিতিতে কেন উপনির্বাচনের জন্য ব্যস্ত হয়ে উঠেছেন মমতা? প্রশ্ন শুভেন্দুর-আনন্দবাজার

পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতি বেশ ভয়াবহ। দু’টি টিকা তো দূর অস্ত, অনেকেই এখনও একটি টিকাই পাননি। তাই রাজ্যে এখন কোনও উপনির্বাচন আয়োজনের পরিস্থিতিই নেই। শুক্রবার হুগলিতে এ কথা বলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Image Caption

বিজেপি-র হুগলি সাংগঠনিক জেলার বৈঠকে চুঁচুড়ায় দলীয় কার্যালয়ে এসে শুভেন্দু বলেন, “যারা শতাধিক পুরসভার ভোট করাতে পারে না, সার্কুলার অনুযায়ী গত ১৫ জুলাই থেকে লোকাল ট্রেন চালানো শুরু করতে পারেনি, তারাই এখন উপনির্বাচনের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। অথচ, লোকাল ট্রেন চালু করা যায়নি মানেই পশ্চিমবঙ্গে কোভিডের সমস্যার গভীরতা কমেনি। যদিও একে ওকে ফোন করে কোভিডের সংখ্যা কমিয়ে দেখানোর একটা বিশেষ সেল কাজ করছে রাজ্য সরকারের।”

তালিবানি তাণ্ডবের মাঝে তাসখন্দে আফগান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ জয়শংকরের-সংবাদ প্রতিদিন

আফগানিস্তানে (Afghanistan) ক্রমে হারানো জমি উদ্ধার করছে তালিবান। সেই সঙ্গে শুরু হয়েছে শরিয়ত আইনের নামে অত্যাচার। জঙ্গিদের দখল করা এলাকায় ফের সেই প্রস্তর যুগে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে মহিলাদের। এহেন পরিস্থিতিতে আফগানিস্তানের অবস্থা নিয়ে সে দেশের প্রেসিডেন্ট আশরফ ঘানি-সহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তাসখন্দে ম্যারাথন বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)।

বৃহস্পতিবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানিরসঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী জয়শংকর। সূত্রের খবর, পাহাড়ি দেশটিতে দ্রুত তালিবানি আগ্রাসন ও আফগান ফৌজের হারের বিষয়ে আলোচনা হয় দু’জনের মধ্যে। নিজের টুইটার হ্যান্ডেলে এই বৈঠকের বিষয়ে জয়শংকর লেখেন, “আফগান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে অত্যন্ত খুশি। আফগানিস্তান ও আশপাশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আফগানিস্তানে শান্তি, স্থিতাবস্থা ও উন্নয়নের প্রকল্পে ভারতের সমর্থনের কথা ফের জানিয়েছি।

দ্বিতীয় ঢেউয়ের আগেও এমনই হয়েছিল’, ৬ মুখ্যমন্ত্রীকে সতর্কতা PM Modi’র -সংবাদ প্রতিদিন

করোনা পরিস্থিতি নিয়ে দেশের সবচেয়ে বেশি প্রভাবিত ৬ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন,অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আসলে,দেশের অন্যান্য প্রান্তে করোনার (Coronavirus) প্রকোপ এখন অনেকটা কম হলেও এই ছ’টি রাজ্যে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ। উলটে গত কয়েকদিনে নতুন করে এই মারণ ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রবণতা দেখা গিয়েছে। আর সেটা নিয়েই এদিন রাজ্যগুলিকে সতর্ক করেছেন মোদি।

 

পার্সটুডে/ বাবুল আখতার/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ