আগস্ট ১৫, ২০২১ ১৫:৩৮ Asia/Dhaka

শ্রোতা/পাঠক!১৫ আগস্ট রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা -ইত্তেফাক
  • ‘তদন্ত কমিশন করে বঙ্গবন্ধু হত্যায় ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবে’ -যুগান্তর
  • সরকারের বিরুদ্ধে দেশে–বিদেশে ষড়যন্ত্র চলছে: পররাষ্ট্রমন্ত্রী -প্রথম আলো
  • ভ্যাকসিন নিতে ঢাকায় প্রবাসীরা-দিনভর ভোগান্তি - মানবজমিন
  • বছরে সরকারের রাজস্ব ক্ষতি ২২০ কোটি টাকা -কালের কণ্ঠ
  •  সিলেটে এবার আরেক বিপদের পদধ্বনি-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের 

  • কয়েকটি খবরের শিরোনাম:
  • সময় হ্যায়, সহি সময় হ্যায়- স্বাধীনতা দিবসে লালকেল্লায় কবিতা শোনালেন মোদী-আনন্দবাজার
  • রেড রোডে খেলা হবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারে ট্যাবলে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা-আজকাল
  • বাংলার অপমান, ক্ষমা চান প্রধানমন্ত্রী', দাবি তৃণমূলের। -সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. গাড়ির ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে বিশ্বের তৃতীয় শহর ঢাকা। লকডাউন তুলে নেয়ার মাত্র তিনদিনের মাথায়ে ঢাকা শহর সম্পর্কে এই রিপোর্ট বের হয়েছে। কী বলবেন আপনি?

২. তালেবান আফগানিস্তানের স্বাধীনতা চায় বলে এক বিবৃতিতে জানিয়েছেন এই গোষ্ঠীর উপ প্রধান মোল্লা আবদুল গনি বারাদার। তাহলে আফগানিস্তান এখন স্বাধীন দেশ নয়? একথার মূল ইঙ্গিত কোথায়?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা-ইত্তেফাক

১৫ আগস্টে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার (১৫ আগস্ট) সকাল ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রী।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

মানবজমিনের শিরোনাম-বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে প্রধানমন্ত্রীকে ইমরান খানের সমবেদনা। আ স ম আবদুর রব বলেছেন, বঙ্গবন্ধুকে সুরক্ষা দেয়ার ব্যর্থতা: বাঙালির চিরকালের লজ্জা। ইত্তেফাকের শিরোনাম-মৃত্যুঞ্জয় মুজিব। প্রথম আলোর খবর- জাতীয় শোক দিবস। এতে দৈনিকের সম্পাদক মতিউর রহমান লিখেছেন, খুনি চক্রকে রক্ষা করেছে জিয়া, এরশাদ ও খালেদা সরকার।

পঁচাত্তর-পরবর্তী প্রায় দুই দশক ধরে নানা ঘটনায় আরও দেখা যায়, বঙ্গবন্ধুর খুনিরা দেশে-বিদেশে যেখানেই থেকেছেন, সেখানে বসেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।

সরকারের বিরুদ্ধে দেশে–বিদেশে ষড়যন্ত্র চলছে: পররাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে–বিদেশে ষড়যন্ত্র চলছে-পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ও বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে–বিদেশে ষড়যন্ত্র চলছে। সরকার বিরোধীরা এক‌ত্রিত হয়ে অপপ্রচার চালাচ্ছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ছাত্রলীগের নেতা ও কর্মীদের সোচ্চার থাকতে হবে।এ কে আব্দুল মোমেন বলেন, একটি গো‌ষ্ঠি দেশে–বিদেশে সরকার ও বাংলাদেশের নামে মিথ‌্য ও গুজব সৃ‌ষ্টি করে প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।

‘করোনার ব্যর্থতা ঢাকতে জিয়াকে টেনে আনা হচ্ছে-রিজভী-মানবজমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, করোনায় সরকারের ব্যর্থতা ঢাকতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনায় স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে টেনে আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুরে “করোনা হেল্প সেল” উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, করোনায় সারাদেশ গোরস্থানে পরিণত হয়েছে। প্রতিনিয়ত বিপুল সংখ্যক মানুষ মারা যাচ্ছে। কিন্তু সরকার শুধু সিদ্ধান্তহীনতা আর ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। অপরদিকে, তারেক রহমান বিদেশে বসেও দেশের করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন।

করোনা নিয়ে মানবজমিনের খবরে লেখা হয়েছে, ভ্যাকসিন নিতে ঢাকায় প্রবাসীরা,দিনভর ভোগান্তি এতে লেখা হয়েছে, বিএমইটির প্রবাসী অ্যাপসের মাধ্যমে টিকার জন্য রেজিস্ট্রেশন করা বহু প্রবাসে থাকা মানুষ এসএমএস পেয়ে আজ টিকা নিতে এসেছেন। এসে  তারা দেখেন বহু প্রবাসী ও স্থানীয়রা টিকা নিতে ভিড় করেছেন।  কেন্দ্রটিতে কয়েকটি ভাগে টিকা দেয়া হলেও প্রথমদিকে সিরিয়াল মেনে টিকা দেয়া হয়নি। অনেকেই লাইনে না দাঁড়িয়েও বিভিন্ন পরিচয়ে আগে টিকা নিয়েছেন। এতে অনেকেই ক্ষুব্ধ হয়ে কেন্দ্রে বিক্ষোভ করেন। টিকা নিতে আসা ব্যক্তিদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। অনেকেই টিকা নিতে এসে ভোগান্তির শিকার হয়েছেন।

ভিওআইপির চোরাকারবার-বছরে সরকারের রাজস্ব ক্ষতি ২২০ কোটি টাকা-ইন্টারন্যাশনাল কল টার্মিনেশন রেট কমিয়েও সুফল মিলছে না-কালের কণ্ঠ

ভিওআইপির চোরাচক্র এখন কর্তৃপক্ষের ভুল ধারণার কারণে নজরদারির বাইরে। ওটিটি (ওভার দ্য টপ) বা হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, ইমো, স্কাইপ—এসব ইন্টারনেটভিত্তিক যোগাযোগ প্ল্যাটফর্মের কারণে প্রচলিত পথে আন্তর্জাতিক ভয়েস কল আসা কমে গেছে—এমন প্রচারে সুযোগ নিচ্ছে তারা। এ প্রচারের কারণে খোদ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ধারণা, প্রযুক্তির দ্রুত উন্নয়নের পথ ধরে প্রচলিত ভিওআইপির কারবার এমনিতেই বন্ধ হয়ে যাবে। এ নিয়ে আর বেশি ভাবার প্রয়োজন নেই। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিও গত পাঁচ অথবা ছয় মাসে কোনো অভিযান চালায়নি। করোনা পরিস্থিতি, লকডাউন—এসব বলে অলস সময় পার করছেন বিষয়টি সম্পর্কে বিটিআরসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কর্তৃপক্ষের এই ভুল ধারণার সুযোগ নিয়ে ভিওআইপির চোরাচক্র নির্বিঘ্নে তাদের কারবার চালিয়ে যাচ্ছে। সরকার বঞ্চিত হচ্ছে প্রাপ্য রাজস্ব থেকে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির একজন কর্মকর্তা জানান, ওটিটি ও ভিওআইপির চোরাকারবারের কারণে ২০১৯ সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কল টার্মিনেশন রেট (আইসিটিআর) কমিয়ে প্রতি মিনিট মাত্র ০.০০৬ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫১ পয়সা করা হয়। কিন্তু তাতেও সুফল পাওয়া যায়নি। এই কম রেটেও বিদেশ থেকে আসা কলের পরিমাণ বাড়েনি। সরকার ভিওআইপির অবৈধ কারবারের কারণে মাসে ১৮ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। বছরে যার পরিমাণ ২২০ কোটি টাকারও ওপরে। এ ছাড়া শুধু রাজস্ব ক্ষতি নয়, বিষয়টি রাষ্ট্রের ও রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার জন্য প্রতিকূল।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

৭৫ তম প্রজাতন্ত্র দিবসে লাল কেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আজ ভারতের ৭৫ তম সাধারণতন্ত্র দিবস। এ উপলক্ষে লালকেল্লায় দাঁড়িয়ে দেশবাসীকে কবিতা শুনিয়ে নিজের ভাষণ শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশবাসীকে একজোট হয়ে  দেশের উন্নতির জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ভাষণের শেষে মোদী কবিতার চরণে বলেন- ইয়েহি সময় হ্যায়, সহি সময় হ্যায়-এরঅর্থ এটাই ভারতের জন্য সঠিক সময়, গুরুত্বপূর্ণ সময়-এসময় সবাই মিলে ভারতের ভাগ্য ফিরিয়ে আনুন। তার ভাষণে নানা উন্নতির কথা তুলে ধরেন। কাশ্মীর প্রসঙ্গেও বলেন। মোদী বলেন, জম্মু হোক বা কাশ্মীর, আমাদের বিকাশের গতি সমান থাকবে। লাদাখেও উন্নততর পরিকাঠামো তৈরি হচ্ছে। সিন্ধু সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের কাজ চলছে। জম্মু ও কাশ্মীরের উন্নয়ন দেখা যাচ্ছে। ডিলিমিটেশন কমিশন গঠন করা হয়েছে। ভবিষ্যতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি চলছে।

এদিকে অনলাইন পত্রিকার খবরে লেখা হয়েছে,১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পাকিস্তানে। দেশ ভাগ নিয়ে টুইটারে নরেন্দ্র মোদি ‘ইতিহাস বিকৃত’ করছেন বলে অভিযোগ করেছে পাকিস্তান। একে মোদির ‘পাবলিসিটি স্টান্ট’ বলে সমালোচনা করেছে পাকিস্তান।

বাংলার অপমান, ক্ষমা চান প্রধানমন্ত্রী', দাবি তৃণমূলের-সংবাদ প্রতিদিন

ফের বেফাঁস প্রধানমন্ত্রী! ৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরাকে অসমের বলে মন্তব্য করলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যের সমালোচনায় সরব বিরোধীরা। এহেন মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, এমন দাবি করেছেন রাজ্য সম্পাদক তথা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

পতনের মুখে কাবুল

পতনের মুখে কাবুল, চারদিক থেকে ঢুকছে তালিবান, বিনা যুদ্ধে আত্মসমর্পণের সম্ভাবনা- আনন্দবাজার পত্রিকার এখবরে লেখা হয়েছে, আজ দুপুরের খবর জালালাবাদের পর বিনা যুদ্ধে দখল হয়ে যেতে পারে কাবুল। এরইমধ্যে শহর ছাড়তে শুর করেছেন সাধারণ মানুষ!দৈনিকটিতে আরও লেখা হয়েছে, কাবুল থেকে পাততাড়ি গোটাচ্ছে আমেরিকাও।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫

ট্যাগ