আগস্ট ২৬, ২০২১ ১৭:১২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৬ আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • করোনা যখন কমছে, ডেঙ্গু তখন বাড়ছে,জুরাইনে ঘরে ঘরে ডেঙ্গু-প্রথম আলো
  • আফগানিস্তান সংকট সমাধানে পাকিস্তানের ত্রয়কা ফর্মুলা-মানবজমিন
  • বেনাপোলে পৌঁছেছে ভারতের উপহারের আরও  ৪০ অ্যাম্বুলেন্স-ইত্তেফাক
  • চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নাই, ওখানে গিয়ে মারামারি করে কেন-প্রধানমন্ত্রী-যুগান্তর

ভারতের শিরোনাম:

  • গৃহযুদ্ধের ভয়! স্থায়ী সরকার গড়তে প্রভাবশালী আফগান নেতাদের পাশে চায় তালিবান-আনন্দবাজার পত্রিকা
  • ‘খেলা হবে’ দিবসের পর এবার তৃণমূলে’র প্রতিষ্ঠা দিবস পালনেরও তোড়জোড় ত্রিপুরায়, তৈরি বিশেষ কর্মসূচি-সংবাদ প্রতিদিন‘শাসকদলকে তুষ্ট করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করা হয়’, শীর্ষ আদালতের তোপের মুখে দেশের পুলিশ প্রশাসন–আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. এই স্থাপনা কেন সপ্তম আশ্চর্য হবে না? এমন শিরোনাম দিয়ে একটি খবর পরিবেশন করেছে প্রথম আলো। ভেতরে বলা হয়েছে- বান্দরবানের রুমা উপজেলায় চার কোটি টাকা ব্যয়ে সেতু নির্মিত হয়েছে যেখানে মানুষের বসতি নেই। কী বলবেন আপনি?

২.  আফগানিস্তানে ২০ বছরের অর্জন ধরে রাখতে তালেবানের সঙ্গে আলোচনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তাহলে কী পশ্চিমা দেশগুলো তালেবানকে স্বীকৃতি দিতে যাচ্ছে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

করোনা যখন কমছে, ডেঙ্গু তখন বাড়ছে-প্রথম আলো

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ যখন কমছে, তখন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু উভয়ই বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৮৬ জন। আর আগস্টের প্রথম ২৩ দিনে এ সংখ্যা ৫ হাজার ৯১৭। জুলাইয়ে ডেঙ্গুতে মারা গেছে ১২ জন, আগস্টে ২৫ জন।

অন্যদিকে, দেশে করোনায় সংক্রমিত রোগী, শনাক্তের হার ও মৃত্যু এখন নিম্নমুখী। 

করোনা সংক্রমণ নিয়ে সুখবর দিল ডব্লিউএইচও-প্রথম আলো

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কিছুটা সুখবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সাম্প্রতিক এক সপ্তাহের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ডব্লিউএইচও বলছে, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে করোনাভাইরাসের ডেলটা ধরনের সংক্রমণ দ্রুতগতিতে বাড়লেও বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ পরিস্থিতি এখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে। গত দুই মাসে ডেলটা ধরনের সংক্রমণের হারের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল বলছে ডব্লিউএইচও।সিএনএন ও নিউইয়র্ক টাইমসের খবরে জানা যায়, ডব্লিউএইচও বলেছে ২২ আগস্ট শেষ হওয়া সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় নতুন করে ৪৫ লাখ মানুষ সংক্রমিত হয়েছে। এক সপ্তাহ আগেও নতুন সংক্রমিতের সংখ্যা প্রায় একই রকম ছিল। দুই মাসের পর্যালোচনার ভিত্তিতে করোনা সংক্রমিতের হার স্থিতিশীল রয়েছে।

কোকেন উদ্ধারের পর মামলা, পরে জানা গেল এটি কোকেনই নয়-প্রথম আলো

এক কেজি কোকেন উদ্ধারের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছিল। পরবর্তী সময়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনে উঠে আসে, পুলিশের জব্দ করা নমুনায় কোকেনের উপাদান নেই। আসামিদের কাছ থেকে উদ্ধার করা নমুনা ছিল হলুদ রঙের। দানাদার–জাতীয় পদার্থ। পরে ডিবি তিন আসামির বিরুদ্ধে আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগপত্র দেয়নি।

প্রতারণার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। অবশ্য অভিযোগপত্র পর্যালোচনা করে আদালত অভিমত দেন, তদন্ত কর্মকর্তা সঠিকভাবে মামলাটি তদন্ত করেননি। 

জব্দ করা নমুনায় কোকেন না থাকলে, কী উপাদান ছিল, সেটিও উল্লেখ নেই প্রতিবেদনে। তাই মামলাটি পুনরায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। পিবিআই পরে নমুনা পরীক্ষার জন্য পাঠায় বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) নামের এই সরকারি পরীক্ষাগারে। এই সংস্থাও প্রতিবেদন দিয়ে বলেছে, ডিবির জব্দ করা নমুনায় কোকেন ছিল না।

পিবিআইয়ের প্রতিবেদন বলছে, প্রতারণার উদ্দেশ্যে আসামিরা কোকেনের নামে ভুয়া পদার্থ বিক্রি করার জন্য নিজেদের হেফাজতে রেখেছিল।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মুহাম্মদ মাসুদ রানা প্রথম আলোকে বলেন, ডিবির জব্দ করা এক কেজি কোকেনের নমুনায় বাস্তবে কোকেন ছিল না, সেটি দুটি সরকারি রাসায়নিক পরীক্ষাগার প্রতিবেদনে উঠে এসেছে। তবে জব্দ করা কথিত কোকেনে কী ধরনের রাসায়নিক উপাদান ছিল, সেটিও জানা সম্ভব হয়নি।এ মামলায় গ্রেপ্তার তিন আসামি আজিজার, মহসিন ও মোতালেব জামিনে রয়েছেন।

ফের বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি-মানবজমিন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১১ই সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

আফগানিস্তান সংকট: আফগানিস্তান সংকট সমাধানে পাকিস্তানের ‘ত্রয়কা প্লাস ফর্মুলা’-মানবজমিন

আফগানিস্তান সঙ্কট সমাধানে পাকিস্তানের ত্রয়কা প্লাস ফর্মুলা। এর অধীনে যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে রয়েছে পাকিস্তান ও রাশিয়া। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ ফর্মুলার কথা জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক ফোনকলে তিনি পুতিনকে আফগানিস্তানে উদ্ভূত সমস্যা সমাধানে সহযোগিতার ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানান। এ খবর দিয়েছে অনলাইন ডন। ইমরান খান এ সময় বলেন, আফগানিস্তান সমস্যা সমাধানে ত্রয়কা প্লাস ফর্মেটের ওপর উচ্চ মাত্রায় গুরুত্ব দিয়েছে পাকিস্তান। ডন লিখেছে, যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে পাকিস্তান ও রাশিয়া মিলে যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে তা পরিচিত ‘এক্সটেন্ডেড ত্রয়কা অন পিসফুল সেটেলমেন্ট ইন আফগানিস্তান’ বা আফগানিস্তানে শান্তিপূর্ণ সমাধানে বর্ধিত ত্রয়কা হিসেবে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে তারা এ বছর অনেক বৈঠক করেছে।বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেন পুতিন। এ সময়ে তারা আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে দৃষ্টিভঙ্গি বিনিময় করেন। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস থেকে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, পাকিস্তান এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য স্থিতিস্থাপক, নিরাপদ ও শান্তিপূর্ণ আফগানিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জোর দিয়ে তুলে ধরেছেন ইমরান খান। একই সঙ্গে তিনি বলেছেন, আফগানিস্তানে নিরাপত্তা ও আফগানদের অধিকার সুরক্ষা নিশ্চিত করার উত্তম উপায় হলো সবার অংশগ্রহণে একটি রাজনৈতিক সমাধান।

এফপির বিশ্লেষণ ৩১ আগস্টেই কেন মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়তে চায়?-প্রথম আলো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হবে। ওই তারিখের মধ্যে মার্কিন সেনাদেরও সেখান থেকে সরিয়ে নেওয়া হবে। যদিও যুক্তরাষ্ট্রের মিত্ররা বলছে, এই সময়সীমা বাড়িয়ে দেওয়া হোক। কিন্তু বাইডেন এখন পর্যন্ত এই আহ্বানে কোনো সাড়া দেননি। ফলে আফগানিস্তান থেকে আরও যাদের সরিয়ে নেওয়া দরকার, তাদের জন্য একটি ঝুঁকি তৈরি হতে যাচ্ছে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ২০২০ সালের ফেব্রুয়ারিতে একটি চুক্তি হয়েছিল। এই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই চুক্তি অনুসারে, গত ১ মের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন ও বিদেশি সেনাদের সরিয়ে নেওয়ার কথা। কিন্তু বাইডেন ক্ষমতায় আসার পর অবস্থান বদলে যায়। চুক্তিটি যখন বাইডেনের সামনে উপস্থাপন করা হয়, তখন তা পর্যালোচনার নির্দেশ দেন তিনি। এরপর গত ১৪ এপ্রিল বাইডেন ঘোষণা দেন, আগামী ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার ২০ বছরপূর্তি হবে। এর আগেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা ও পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটো সেনাদের সরিয়ে নেওয়া হবে।

তখন লক্ষ্য ছিল, আফগানিস্তানে থাকা আড়াই হাজার মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে। এ ছাড়া ন্যাটোর কয়েক হাজার সেনাকে সরিয়ে নেওয়া হবে। সেই সঙ্গে ১৬ হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা হয়। এই বেসামরিক নাগরিকেরা মূলত বিদেশি বাহিনীগুলোর সঙ্গে কাজ করেছেন। সমালোচকেরা বলেছিলেন, সেনা প্রত্যাহার ও ৯/১১ হামলার বর্ষপূর্তির আয়োজন একসঙ্গে ভালো দেখাচ্ছে না। তবে এ বিষয়টিতে উল্টো জোর দিচ্ছে জো বাইডেনের সরকার।

এরপর সেনা প্রত্যাহারের তারিখ চূড়ান্ত করে একটি ঘোষণা দেন বাইডেন। গত জুলাইয়ের শুরুর দিকে তিনি বলেন, ‘আফগানিস্তানে আমাদের সামরিক অভিযান ৩১ আগস্ট শেষ হবে।

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার আশঙ্কা, বাড়ছে উদ্বেগ-যুগান্তর

আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ জন্য পররাষ্ট্র দফতর থেকে আফগানিস্তান ভ্রমণে পূর্ব সতর্কতা জারি করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে এটি সম্ভবত সন্ত্রাসী হামলা হতে পারে। 

পররাষ্ট্র দপ্তর থেকে নতুন করে সুনির্দিষ্টভাবে পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে ভ্রমণ না করার জন্য। যদি ওই এলাকায় কেউ থাকে, তাহলে তাকে নিরাপদ অবস্থানে এবং পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। 

কিন্তু পররাষ্ট্র দপ্তর থেকে হুমকির ধরন সম্পর্কে বলা হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চরমপন্থিদের সঙ্গে আইএসের সম্পর্ক ও হামলার বিষয়ে সতর্ক করেছেন। এ সতর্কতার ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। 

বিবিসির খবরে বলা হয়েছে, কমান্ডাররা বিমানবন্দরের চারপাশে বিশাল আকারে জরো হতে থাকায় আত্মঘাতী হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নতুন পরামর্শের ফলে ব্রিটিশ উদ্ধার অভিযানের বিষয়টি এখনো পরিষ্কার নয় বলেও খবরে জানানো হয়েছে।’

কাবুল থেকে আফগানদের সরাচ্ছে যেসব দেশ-ইত্তেফাক

কট্টরপন্থী তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পরই দেশত্যাগ করছে সাধারণ আফগানরা। এখন পর্যন্ত প্রায় ২২ লাখ আফগান প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে এবং আরও প্রায় ৩৫ লাখ আফগান দেশের সীমানার মধ্যেই বাস্তুচ্যুত হয়েছে। ঠিক কতো আফগান দেশ ছেড়েছে, তার সুনির্দিষ্ট সংখ্যা এ মুহূর্তে বলা কঠিন - কিন্তু বিমানে করে কতজন দেশ ছেড়েছে তার কিছু হিসেব পাওয়া যাচ্ছে। এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

চন্দ্রিমায় জিয়ার লাশ নাই, ওখানে গিয়ে মারামারি করে কেন?’-যুগান্তর

ন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি থাকার দাবি বিএনপি করলেও সেখানে জিয়ার লাশ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেছেন, চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নাই, বিএনপি ওখানে গিয়ে বিশৃংখলা-মারামারি করে কেন?

বৃহস্পতিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে শোক দিবস উপলক্ষে স্মরণসভায় তিনি এ কথা বলেন।  তিনি গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।

সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর নেই।  তারপরও বিএনপি সেখানে গিয়ে বিশৃঙ্খলা করে। 

‘বিএনপি জানে না সেখানে (চন্দ্রিমা উদ্যানে) জিয়া নাই, জিয়ার লাশ নাই? তাহলে এতো নাটক করে কেন? খালেদা জিয়া বা তারেক জিয়া কি কখনো তার লাশ দেখেছে? ওখানে একটা বাক্স নিয়ে এসেছিল।  সেখানে গিয়ে মারামারি ধস্তাধস্তি কেন? মারামারি ধস্তাধস্তির অভ্যাস তাদের এখনও যায়নি।’

শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের জাতির পিতা স্নেহ করতেন।  মর্যাদা দিতেন।  সেজন্য সেনাবাহিনীতে উপ-প্রধান পদ না থাকলেও জিয়াউর রহমানের সংসার রক্ষায় ঢাকায় এনে তাকে সে পদ দিয়েছিলেন।

বাংলাদেশ থেকে জাতির পিতার নাম কেউ মুছতে পারবে না জানিয়ে সরকার প্রধান বলেন, আমার মৃত্যুভয় নেই। কোনো আকাঙ্ক্ষাও নেই।  ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল- বাংলাদেশ ব্যর্থ হোক, স্বাধীনতার চেতনা মুছে যাক; সেটাই করতে দেব না।  জাতির পিতার নাম তারা এখন আর মুছতে পারবে না।  যে ইতিহাস তারা মুছতে চেয়েছিল, তারা আর পারবে না। আমার দেখা নয়াচীন বেরিয়েছে। জাতির পিতার বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্টও সাত খণ্ডে বেরিয়েছে, বাকিটাও বের হবে।

তিনি বলেন, দেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।  সে উন্নয়নশীল থেকে বাংলাদেশ উন্নত দেশ করবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকের বাংলাদেশে দারিদ্র্যের হার কমে ২০ ভাগে নেমেছে, মাথাপিছু আয় ২২২৭ ডলারে এসে দাঁড়িয়েছে, রিজার্ভ ৪৮ বিলিয়নে উন্নীত।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

গৃহযুদ্ধের ভয়! স্থায়ী সরকার গড়তে প্রভাবশালী আফগান নেতাদের পাশে চায় তালিবান-আনন্দবাজার পত্রিকা

সরকার গঠনের আগে খুব সতর্ক পদক্ষেপ করতে চাইছে তালিবান। ফের ১৯৯০-এর পুনরাবৃত্তি তারা চায় না। তারা চাইছে না ফের গৃহযুদ্ধে জর্জরিত হোক আফগানিস্তান। সেই পরিস্থিতি এড়াতেই আফগানিস্তানের প্রভাবশালী নেতাদের পাশে পেতে মরিয়া তালিবান। তারা চাইছে উজবেক, তাজিক এবং হাজারা সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে একটা স্থায়ী সরকার গড়ে উঠুক।

সরকার গঠনে তালিবান যে সব নেতাকে পাশে পেতে চায়, তাঁরা হলেন গুলবুদ্দিন হেকমতিয়ার, হামিদ কারজাই, আবদুল্লা আবদুল্লা, আব্দুল রশিদ দোস্তুম, আমরুল্লা সালেহ্, আহমদ মাসুদ, আতা মহম্মদ নুর এবং মহম্মদ করিম খলিলি। স্থায়ী সরকার গড়তে এই ৮ নেতাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে তালিবান। আর সে কারণেই এঁদের সঙ্গে ইতিমধ্য এই আলোচনা শুরু করেছে তারা।

আফগান ইস্যু নিয়ে সংবাদ প্রতিদিনের শিরোনাম- ৯/১১ হামলার জন্য দায়ী নয় লাদেন, ক্ষমতায় ফিরেই দাবি তালেবানের।

‘খেলা হবে’ দিবসের পর এবার তৃণমূলে’র প্রতিষ্ঠা দিবস পালনেরও তোড়জোড় ত্রিপুরায়, তৈরি বিশেষ কর্মসূচি-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, ‘খেলা হবে’ দিবসের পর এবার ত্রিপুরায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও পালন করতে চলেছে এ রাজ্যের শাসকদল। আগামী ২৮ তারিখ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও (Tripura) হবে অনুষ্ঠান। দলের নির্দেশে প্রতিটি কলেজের সামনে TMCP-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছোটখাটো অনুষ্ঠান হবে।এবার শুধু বাংলায় নয়, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, গুজরাটের মতো রাজ্যগুলিতেও TMCP-এর প্রতিষ্ঠা দিবস পালনের লক্ষ্য স্থির করা হয়েছে।তার মধ্যে অবশ্যই বিশেষ গুরুত্ব ত্রিপুরায়। তৃতীয়বার বাংলার ক্ষমতায় আসার পর সংগঠন বিস্তারে গত কয়েকমাসে উত্তরপূর্বের এই রাজ্যেই পা বাড়িয়েছে তৃণমূল।

‘শাসকদলকে তুষ্ট করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করা হয়’, শীর্ষ আদালতের তোপের মুখে দেশের পুলিশ প্রশাসন -আজকাল

শীর্ষ আদালতে চরম ভর্ৎসনার মুখে পড়ল দেশের পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার এক মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে শাসকদলকে খুশি করতে যত্রতত্র ক্ষমতার অপব্যবহার করে থাকে পুলিশ। শাসকদলের নির্দেশ মেনে কাজ করতে গিয়ে বিরোধীদেরও হেনস্তা করা হয়। যা খুব বিপজ্জনক ব্যাপার।

কিছুদিন আগে আয়ের তুলনায় বেশি সম্পত্তি রাখার অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল ছত্তিশগড়ের এক পুলিশ আধিকারিককে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগও আনা হয়েছিল। এরপরই সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেন ওই পুলিশ আধিকারিক। সেই সংক্রান্ত মামলার শুনানিতেই প্রধান বিচারপতি বলেন, ‘শাসকদলকে খুশি করতে অনেক পুলিশ অফিসারই ক্ষমতার অপব্যবহার করে এবং বিরোধীদের হেনস্তা করে। আর এই ট্রেন্ডের জন্য দায়ী পুলিশ আধিকারিকরাই।

তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার কলকাতা বিমানবন্দর চত্বরে, দাম ৪,২৫৮ কোটি টাকা, ধৃত ২-আনন্দবাজার পত্রিকা

কলকাতা বিমানবন্দর চত্বরের সামনে থেকে চারটি উজ্জ্বল পাথর উদ্ধার করেছে সিআইডি। সন্দেহ, পাথরগুলি শক্তিশালী তেজস্ত্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম। যার এক গ্রামের দাম ১৭ কোটি টাকা। এয়ারপোর্টের কাছে যে পরিমাণ পাথর পাওয়া গিয়েছে, তার হিসেব করে দেখা যাচ্ছে, পাথরগুলির আনুমানিক দাম ৪ হাজার ২৫৮ কোটি ৫০ লক্ষ টাকা।চারটি পাথরের মোট ওজন ২৫০.৫ গ্রাম। সিআইডি জানিয়েছে, ওই পাথরগুলি ছিল হুগলির বাসিন্দা দুই যুবকের কাছে। এক জনের নাম সাইলান কর্মকার। বাড়ি সিঙ্গুরে। আরেক জন পোলবার বাসিন্দা। নাম অসিত ঘোষ। কলকাতা বিমানবন্দরের সামনে থেকেই গ্রেফতার করা হয় দুই যুবককে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭

ট্যাগ