সেপ্টেম্বর ২৮, ২০২১ ১৭:১৩ Asia/Dhaka

শ্রোতা/পাঠক!২৮ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • তারুণ্যের চোখে শেখ হাসিনা-ইত্তেফাক
  •  ‘আমাকে বাঁচান, নাইলে ওরা আমাকে মেরে ফেলবে’-প্রথম আলো
  • খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল এক বছর-যুগান্তর
  • আগামী নির্বাচনের জন্য আরো আধুনিক, স্মার্ট আওয়ামী লীগ গড়তে চাই-কালের কণ্ঠ
  • দেশে ফেরা প্রবাসী নারী শ্রমিকদের ৬০ শতাংশই কর্মহীন: বিলস-মানবজমিন
  • জাপানের সেই নারী সংসার করতে চান ইমরান শরীফের সঙ্গে-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • মুখ্যমন্ত্রীর কুরসি খোয়ানোর পর এবার বিজেপির পথে পাঞ্জাবের ‘ক্যাপ্টেন? তুঙ্গে জল্পনা-সংবাদ প্রতিদিন
  • রাজ্যের বাকি চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন-আনন্দবাজার
  • নির্দিষ্ট সূচি মেনেই হবে ভাবনীপুরের উপনির্বাচন-জানিয়ে দিল হাইকোর্ট-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ঈশ্বরদীতে আওয়ামী লীগের সম্মেলনের কারণে স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কী বলবেন আপনি?

২. আফগানিস্তানের অর্থ ছেড়ে দিতে আমেরিকার প্রতি পাক পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কোরেশি আহ্বান জানিয়েছেন। তার এই আহ্বানের কারণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

তারুণ্যের চোখে শেখ হাসিনা-ইত্তেফাক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি।

আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশব কেটেছে মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়ায়। ’৫৪-এর নির্বাচনের পর বাবা-মায়ের সঙ্গে ঢাকায় চলে আসেন শেখ হাসিনা।

রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন ছাত্রজীবন থেকেই। রাজনীতি করতে গিয়ে তিনি যেমন পেয়েছেন মানুষের ভালোবাসা, ঠিক তেমনই হয়েছেন প্রতিহিংসার স্বীকার। এ জন্য তিনি করেছেন কারাভোগ, হয়েছেন একাধিকবার গৃহবন্দীও। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঘাতকদের গুলিতে হারিয়েছেন প্রিয়জনদের। তখন বিদেশে ছিলেন শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারকে হত্যার প্রায় ৬ বছর পর ১৯৮১ সালে দলের সম্মেলনে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। ওই বছর ১৭ মে দেশে ফিরেই দলীয় প্রধানের দায়িত্ব নেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে তার নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। এরপর ২০০৮ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় ও ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৬৭ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন ঢাকার বকশীবাজারের পূর্বতন ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে। স্নাতক পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৬৭ সালের ১৭ নভেম্বর পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনা বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্বাধীনতাযুদ্ধ চলাকালে গৃহবন্দী থাকা অবস্থায় ১৯৭১ সালের ২৭ জুলাই শেখ হাসিনার প্রথম সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্ম হয়। ১৯৭২ সালের ৯ ডিসেম্বর জন্ম নেন তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় নতুন প্রজন্ম ও তারুণ্যের কথা ভেবেছেন। এ প্রসঙ্গে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সৌরভ কুমার সাহা বলেন, তারুণ্যের শক্তির উপর তিনি বরাবরই আস্থাশীল।

অপর এক খবরের শিরোনাম এরকম যে অকুতোভয় মানসিকতাই যার দেশ গড়ার শক্তি-তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ষড়যন্ত্র মোকাবিলা করেও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ: জয়-ইত্তেফাক

জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘জঙ্গিবাদ-উগ্রবাদ ও রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবিলা করেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে বাংলাদেশ। এজন্য বিশ্ব নেতারা উচ্ছ্বিসত প্রশংসা করেছেন শেখ হাসিনার।’

গতকাল সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গত এক দশকে ডিজিটাল রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ।

জিজ্ঞাসাবাদের জন্য আটক মুফতি কাজী ইব্রাহীম-ইত্তেফাক

ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত বিভিন্ন ওয়াজে মুফতি কাজী ইব্রাহীম বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। সেগুলো যাচাই করতেই রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল এক বছর-যুগান্তর

বাসে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা ও মানহানির অভিযোগে করা পৃথক পাঁচ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছেন আদালত।

জামিনের মেয়াদ বাড়াতে খালেদা জিয়ার করা পৃথক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ এই আদেশ দেন।

পাঁচ মামলার মধ্যে মানহানির চারটি। এই চার মামলায় আজ এক বছরের জন্য খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো হয়। 

বাসে আগুন দিয়ে মানুষ হত্যার মামলায় সোমবার খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী এ এইচ এম কামরুজ্জামান মামুন, শামীমা সুলতানা দীপ্তি ও রোকনুজ্জামান সুজা।

কায়সার কামাল জানান, মানহানির অভিযোগে ঢাকায় তিনটি ও নড়াইলে করা এক মামলায় বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছেন। 

অন্যদিকে, নাশকতার অভিযোগে কুমিল্লায় করা এক মামলায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছেন।

 ‘আমাকে বাঁচান, নাইলে ওরা আমাকে মেরে ফেলবে’-প্রথম আলো

‘ভাইয়া আমাকে বাঁচান, নাইলে ওরা আমাকে মেরে ফেলবে। আমি অনেক অসুস্থ, ওরা আমাকে ডাক্তার দেখায় না। আর বলে যে আগের কফিলের কাছে দিয়া আসবে। আমাকে বাঁচান!’ বার্তাটি পাঠিয়েছেন মাস তিনেক আগে গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যাওয়া এক বাংলাদেশি নারী। 

তাঁকে ফিরিয়ে আনা না গেলেও এই নারীকে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাঠানো জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইফতি ট্রেড ইন্টারন্যাশনাল নামের ওই প্রতিষ্ঠানের মালিক রুবেল, আল-জাহাঙ্গীর এস্টাবলিশমেন্ট নামের আরেক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মুবারক এবং তাঁদের সহযোগী আক্কাস ও তাহের।ওই গৃহকর্মী সৌদি আরবে পৌঁছানোর পর থেকেই তাঁর ওপর নির্যাতন চলছে। তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে ব্র্যাক। প্রতিষ্ঠানটির কর্মকর্তা আল আমিন সোমবার রাতে প্রথম আলোকে বলেন, গত ৭ জুন সৌদি আরবে গেছেন ভুক্তভোগী নারী। নির্যাতন সহ্য করতে পারছেন না তিনি। ভিডিও বার্তা ও খুদে বার্তা পাঠিয়ে তাঁকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন।

আরেকটি খুদে বার্তায় ওই নারী লিখেছেন, টানা দুই দিন তাঁকে না খাইয়ে রাখা হয়েছে। খুদে বার্তায় তিনি অভিযোগ করেছেন, এ ঘটনায় গ্রেপ্তার তাহের তাঁকে বলেছেন, দেশে ফিরতে হলে চার লাখ টাকা তাঁদের দিতে হবে।

তিনি লিখেছেন, পরিবারের লোকজন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছে গেলে তারা পাত্তা দেয়নি। পরে পরিবারের কাছে চার লাখ টাকা দাবি করে।

ব্র্যাকের ওই কর্মকর্তা বলেন, এখন নারী গৃহকর্মীদের সৌদি আরবে যেতে টাকা লাগে না। ওখানকার গৃহমালিক এ দেশের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা দেন। এই নারীকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

দেশে ফেরা প্রবাসী নারী শ্রমিকদের ৬০ শতাংশই কর্মহীন: বিলস-মানবজমিন

করোনা মহামারির কারণে দেশে ফিরে আসা ৬০ শতাংশ প্রবাসী নারী শ্রমিক বর্তমানে কর্মহীন। এছাড়া প্রতি ৩ জনে একজন নারীর আর্থ-সামাজিক অবস্থার অবনতি হয়েছে। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক প্রতিবেদনের এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি দেশের ৩টি জেলার ১২টি উপজেলার তথ্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছে। বিলসর মতে, প্রতি ৩ জনে একজন নারীর আর্থ-সামাজিক অবস্থার অবনতি হয়েছে।

গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যশোর, ফরিদপুর ও চট্টগ্রামের ৪টি করে উপজেলায় এই গবেষণা চালানো হয়।

বিলসর উপপরিচালক মনিরুল ইসলাম বলেন, যদিও দেশে ফিরে আসা প্রবাসী নারী শ্রমিকদের কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে দেখা গেছে, প্রতি মাসে ২০০ থেকে ৩০০ নারী শ্রমিক দেশে ফিরে এসেছেন। গবেষণায় অংশ নেওয়া ৩৮ শতাংশ নারী অভিযোগ করেছেন, বিদেশে যাওয়ার পরে তারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। ৫২ শতাংশ নারী জানিয়েছেন তাদের কাজে বাধ্য করা হয়েছে। এ ছাড়া, শতাংশ নারী শ্রমিক বিদেশে যাওয়ার পরে কারাভোগ করেছেন।

সংস্থাটির নির্বাহী পরিষদের সদস্য শাকিল আক্তার চৌধুরী জানিয়েছেন, নারী শ্রমিকদের বিদেশে পাঠানোর আগে যথাযথ তথ্য ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় না। যে কারণে তাদের প্রত্যাশা ও নিয়োগদাতা দেশ থেকে পাওয়া সুবিধার মধ্যে সমন্বয় হয় না।।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

হঠাৎ ঘটে যাওয়া নয়, দিল্লি দাঙ্গার পিছনে ছিল নির্দিষ্ট পরিকল্পনা, বলল হাইকোর্ট-আনন্দবাজার পত্রিকা

দিল্লির দাঙ্গায় ৫০ জনের বেশি মানুষ প্রাণ হারান। আহত হন ২০০ জনের বেশি। সরকারের কাজে বাধা দিতে এই ঘটনা ঘটানো হয় বলে জানিয়েছে আদালত। আদালত বলেছে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে দাঙ্গা হঠাৎ করে হয়নি, বরং আগে থেকে পরিকল্পনা করে তা ঘটানো হয়েছিল। দাঙ্গার ঘটনাটি ছিল একটি ষড়যন্ত্র। এই মামলায় এক অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

মুখ্যমন্ত্রীর কুরসি খোয়ানোর পর এবার বিজেপির পথে পাঞ্জাবের ‘ক্যাপ্টেন? তুঙ্গে জল্পনা-সংবাদ প্রতিদিন

বিস্তারিত খবরে লেখা হয়েছে, কংগ্রেসের হাত ছেড়ে এবার বিজেপির পথে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। আজ ক্যাপ্টেনের দিল্লি সফর ঘিরে তুঙ্গে জল্পনা। শোনা যাচ্ছে দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে পারেন অরিন্দর সিং।

অবৈধভাবে ভেঙে ফেলা হচ্ছে মন্দির! প্রতিবাদে আদালতে গেলেন এলাকার মুসলিমরা- আনন্দবাজার পত্রিকা

বিস্তারিত খবরে লেখা হয়েছে, অবৈধভাবে ভেঙে ফেলার চেষ্টা চলছে একটি হিন্দু মন্দির। সেটি বাঁচাতে এলাকার মুসলিম বাসিন্দারা হাইকোর্টের দ্বারস্থ হলেন।দিল্লির জামিয়া নগরের নূর নগর এলাকার ঘটনা। শুধু তাই নয়, মন্দির ভাঙাকে কেন্দ্র করে যাতে কোনোও ধরণের সাম্প্রতিক অশান্তি না চড়ায়, আদালতের কাছে সেই আর্জিও জানিয়েছেন আবেদনকারীরা।

নির্দিষ্ট সূচি মেনেই হবে ভাবনীপুরের উপনির্বাচন-জানিয়ে দিল হাইকোর্ট- আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে,ভবানীপুর উপনির্বাচন মামলায় স্বস্তি রাজ্যের শাসকদলের। নির্দিষ্ট সময়েই উপনির্বাচন হবে।

রাজ্যের বাকি চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন-আনন্দবাজার

পুজোর পরেই বাকি চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। আজ নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর খড়দহ, শান্তিপুর, দিনহাটা ও গাসাবায় উপনির্বাচন হতে চলেছে। ভোটের ফল ঘোষণা হবে ২ নভেম্বর।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮