সেপ্টেম্বর ২৯, ২০২১ ১৬:৪৮ Asia/Dhaka
  •  রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে ইসি গঠন হওয়া উচিৎ

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৯ সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • শাহজালাল বিমানবন্দরে করোনা পরীক্ষার পদ্ধতিতে সম্মতি দিল আমিরাত-প্রথম আলো
  • বৃদ্ধকে বেঁধে মধ্যযুগীয় কায়দায় পেটালেন ইউপি চেয়ারম্যান-মানবজমিন
  • আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে: কাদের -যুগান্তর
  • হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ছোড়া হয়েছিলো: উ. কোরিয়া-ইত্তেফাক
  • সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগে মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে মামলা-কালের কণ্ঠ
  • রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে ইসি গঠন হওয়া উচিৎ’-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না, দিল্লি-ফেরত বাবুল সুপ্রিয়র নিশানায় মোদী!-আনন্দবাজার পত্রিকা
  • এটাই কাশ্মীরের সত্যিকারের ছবি’, ফের ‘গৃহবন্দি’ হয়ে কেন্দ্রকে তোপ মেহবুবা মুফতির-সংবাদ প্রতিদিন
  • রাত পোহালেই ভবানীপুরে উপনির্বাচন, আঁটোসাঁটো নিরাপত্তা, এলাকায় তল্লাশি-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

শাহজালাল বিমানবন্দরে করোনা পরীক্ষার পদ্ধতিতে সম্মতি দিল আমিরাত-প্রথম আলো

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সম্মতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

আজ বুধবার দুপুরে ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে দেওয়া এক চিঠিতে এই সম্মতির কথা জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে চিঠিটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে ঢাকার দূতাবাস জানাচ্ছে যে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর ল্যাবগুলোর পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট চলাচল শুরু করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগে মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে মামলা-কালের কণ্ঠ

রাজধানীর মোহাম্মদপুর থানায় প্রতারণা ও সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগে মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় মামলাটি করেন। 

এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে মুফতি ইব্রাহীমকে আটক করে ডিবির একটি দল। মঙ্গলবার দুপুরে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি (উত্তর)-এর যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন মুফতি কাজী ইব্রাহীম। সম্প্রতি করোনাভাইরাসের টিকা নিয়ে তার বিভিন্ন বক্তব্য ভাইরাল হয়। মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন।

আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে: কাদের -যুগান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও আদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেধাবীদের রাজনীতিতে আসা দরকার, তা না হলে রাজনীতি মেধাশূন্য হয়ে পড়বে।

শেখ হাসিনার সততা ও দেশপ্রেমের কারণে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুধবার সকালে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনাসভায় এ কথা বলেন।  

শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের ম্যাজিক হচ্ছে— তার সততা ও সাহস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি থেকে অপকর্মকারী ও দুর্নীতিবাজদের না বলতে হবে।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র’ ছোড়া হয়েছিলো: উ. কোরিয়া-ইত্তেফাক

উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে সাগরে স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পরীক্ষা চালিয়েছে। গতকাল মঙ্গলবার এমনটি দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। সেই দাবি স্বীকার করে উত্তর কোরিয়া জানিয়েছে, তারা নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা যায়, হাইপারস্নিক সেই ক্ষেপণাস্ত্রটির নাম হাসং-৮ রেখেছে উত্তর কোরিয়া।

বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ জানায়, তাদের পঞ্চবার্ষিক সামরিক উন্নয়ন পরিকল্পনার ফসল ‘পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ’ নতুন অস্ত্র পদ্ধতির মধ্যে হাসং-৮ অন্যতম। নতুন ক্ষেপণাস্ত্রটি ‘কৌশলগত অস্ত্র’। সাধারণভাবে যার অর্থ দাঁড়ায় এটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন।

বৃদ্ধকে বেঁধে মধ্যযুগীয় কায়দায় পেটালেন ইউপি চেয়ারম্যান-মানবজমিন

হালুয়াঘাট উপজেলায় দুলাল মিয়া (৭১) নামে এক বৃদ্ধকে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় পেটানোর অভিযোগ উঠেছে গাজীর ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বিরুদ্ধে।সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নির্যাতনের শিকার হন তেঁতুলিয়া গ্রামের দুলাল মিয়ার বাড়ি । এ বিষয়ে রাতেই দুলাল মিয়া বাদী হয়ে হালুয়াঘাট থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন।মামলার তদন্ত কর্মকর্তা হালুয়াঘাট থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, “দুলাল মিয়ার ফসলি জমি থেকে মাটি নিয়ে রাস্তা সংস্কারের কাজ করছিলেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুলালকে নিজ গাড়িতে উঠিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে যান চেয়ারম্যান। গ্রাম পুলিশের সহায়তায় তাকে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন চেয়ারম্যান।

রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে ইসি গঠন হওয়া উচিৎ’-বাংলাদেশ প্রতিদিন

রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বুধবার নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে এ মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন হওয়া উচিৎ। এবং সেটা আমি সমর্থন করি। পরবর্তী নির্বাচন কমিশন যেন সবার সমর্থনযোগ্য কমিশন হয়।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না, দিল্লি-ফেরত বাবুল সুপ্রিয়র নিশানায় মোদী!-আনন্দবাজার পত্রিকা

বাঙালিদের উপর ভরসা করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এমন মন্তব্যই করেছেন বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। গত সাত বছর তিনি বিজেপি-তে ছিলেন। সেই ‘উপলব্ধি’র কথা শুনিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে আসানসোল গিয়ে বাবুলকে জেতানোর আহ্বান জানিয়েছিলেন মোদী। বলেছিলেন, ‘‘মুঝে পার্লামেন্ট মে বাবুল চাহিয়ে।’’ সেই বাবুলের গলায় প্রধানমন্ত্রী সম্পর্কে এ হেন ক্ষোভের সুর ইতিপূর্বে কবে শোনা গিয়েছে তা স্মরণে আনতে পারছেন না অনেকেই।

রাত পোহালেই ভবানীপুরে উপনির্বাচন, আঁটোসাঁটো নিরাপত্তা, এলাকায় তল্লাশি-আজকাল

রাত পোহালেই ভবানীপুর বিধানসভায় উপনির্বাচন। যা নিয়ে পুলিশি তৎপরতা তুঙ্গে। ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে যাতে কোনও নিরাপত্তা রক্ষীর হাতেও অস্ত্র না থাকে তা নিয়ে পুলিশকে নির্দেশ দিল লালবাজার। পুলিশ কমিশনারের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভোট শেষ হওয়া না পর্যন্ত ভোটকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে ৫ জনের বেশি কেউ জমায়েত করতে পারবে না।

এছাড়াও এলাকার বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউসে বহিরাগতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার কলকাতার নিউ মার্কেট, ভবানীপুর থানা ও বন্দর এলাকার ওয়াটগঞ্জ এবং একবালপুর থানার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। নির্দেশ দেওয়া হয় ভবানীপুরের উপনির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণ হয় সেই জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জানা গিয়েছে, ভবানীপুরে মোট ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। প্রত্যেকটি বুথেই থাকছে আধাসেনা। ৯৮টি ভোট কেন্দ্রে মোট ২৮৭টি বুথ রয়েছে। যার মধ্যে ভবানীপুর থানা এলাকায় সর্বাধিক বুথ রয়েছে। সেখানে বুথের সংখ্যা ৯৯টি। 

এটাই কাশ্মীরের সত্যিকারের ছবি’, ফের ‘গৃহবন্দি’ হয়ে কেন্দ্রকে তোপ মেহবুবা মুফতির-সংবাদ প্রতিদিন

বন্দিদশা’ যেন কিছুতেই কাটছে না কাশ্মীরের (Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতির (Mehbooba Mufti)। তিনি দাবি করলেন, ফের তাঁকে গৃহবন্দি করেছে কাশ্মীর প্রশাসন। টুইটারে নিজেই এই অভিযোগ করেছেন মুফতি।

বুধবার টুইটারে একটি পোস্ট করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি এই দাবি করেন। তিনি লেখেন, ”আজ আমাকে ফের গৃহবন্দি করা হয়েছে। ট্রলে একটি গ্রামে সেনার অত্যাচারের খবর পেয়ে সেখানে যাওয়ার চেষ্টা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই কাশ্মীরের সত্যিকারের ছবি।” সেই সঙ্গে তিনি কটাক্ষ করেন, ”এখানে পরিদর্শনকারীরা এলে এই ছবি তাঁদের দেখানো উচিত, ভারত সরকারের পিকনিক ট্যুর না দেখিয়ে।”

পার্সটুডে/এমবিএ/২৯ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ