অক্টোবর ০৪, ২০২১ ১৫:৫১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

  • নোয়াখালীর সেই চাঞ্চল্যকর মামলায় দেলোয়ারসহ ২ জনের যাবজ্জীবন-ইত্তেফাক
  • রিং আইডির তিন ব্যাংক হিসাবের ১৫০ কোটি টাকা জব্দ-প্রথম আলো
  • জিয়ার ১২০০ সামরিক কর্মকর্তা হত্যা, গণহত্যার শামিল: হানিফ-যুগান্তর
  • মমতা ব্যানার্জিকে অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রীর-মানবজমিন
  • প্যানডোরা পেপার্স : বিশ্বের বহু নেতার গোপন সম্পদের তথ্য ফাঁস-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • অশান্ত লখনউয়ে ১৪৪ ধারা জারি, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের-আনন্দবাজার পত্রিকা
  • উত্তরপ্রদেশে কৃষক হত্যার জের, লখিমপুর যাওয়ার পথে পুলিশের হাতে আটক প্রিয়াঙ্কা গান্ধী -সংবাদ প্রতিদিন
  • কৃষক হত্যার ঘটনায় খুনের মামলা রুজু কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর ছেলের বিরুদ্ধে -আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

প্যানডোরা পেপার্স: ফাঁস সম্পদের তথ্য

প্যানডোরা পেপার্স : বিশ্বের বহু নেতার গোপন সম্পদের তথ্য ফাঁস-কালের কণ্ঠ/প্রথম আলোসহ প্রায় সব দৈনিকের শীর্ষ খবর। এ খবরে দৈনিকগুলো লিখেছে,

বিশ্বের বিভিন্ন দেশের নেতা, রাজনীতিবিদ এবং ধনকুবেরদের গোপন সম্পদ এবং লেনদেনের বিপুল পরিমাণ নথি ফাঁস হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তাদের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেই নথিতে অন্তত ৩৫ জন বর্তমান ও সাবেক নেতা এবং তিন শতাধিক সরকারি কর্মকর্তার নথি ফাঁস হয়েছে। প্যানডোরা পেপার্স এসব ফাঁস করেছে।

বিশ্ব নেতাদের সম্পদের তথ্য ফাঁস

জানা গেছে, সেসব নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জর্ডানের বাদশাহ এবং সাবেক ব্রিটিশ নেতা টনি ব্লেয়ারসহ অন্যদের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য রয়েছে। তাতে রয়েছে ১০ কোটি ডলারের গোপন সম্পদ গড়েছেন জর্ডানের বাদশাহ। পাকিস্তানের রাজনীতিক, সরকারি কর্মকর্তা, উপদেষ্টাসহ ৭০০ নাম  রয়েছে প্যান্ডোরা পেপারসে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর প্যান্ডোরা পেপারসে শচীন টেন্ডুলকার, স্ত্রী ও শ্বশুরের নাম। একইসাথে সেখানে অনিল আম্বানির নাম আছে।

রিং আইডির ১৫০ কোটি টাকা জব্দ

অপরাধ বিষয়ক খবরে দৈনিক প্রথম আলোর শিরোনাম-রিং আইডির তিন ব্যাংক হিসাবের ১৫০ কোটি টাকা জব্দ-এ খবরে লেখা হয়েছে,প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এমএলএম প্রতিষ্ঠান রিং আইডির তিনটি ব্যাংক হিসাবের ১৫০ কোটি টাকা জব্দ করা হয়েছে।

রাজনীতির খবরে দৈনিক যুগান্তর লিখেছে, জিয়ার ১২০০ সামরিক কর্মকর্তা হত্যা, গণহত্যার শামিল: এ দাবি করেছেন আওয়ামী লীগ নেতা হানিফ।

বিস্তারিত খবরে লেখা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ১৯৭৭ সালে ২ অক্টোবর ১২০০ সামরিক কর্মকর্তাদের জিয়াউর রহমান হত্যা করেছিল, তা ছিল অত্যন্ত মর্মান্তিক। এই সেনাদের পরিবাররা জিয়াউর রহমানের মরণোত্তর যে বিচার দাবি করছে, তা যৌক্তিক। অথচ সেদিন জিয়াউর রহমান জাপান এয়ারলাইন্স বিমান ছিনতাইয়ের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সামরিক আদালতে ফাঁসি কার্যকর করেছিল, যা ছিল গণহত্যার সামিল।গতকাল বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইন আদালতের খবরে ইত্তেফাকের শিরোনাম-নোয়াখালীর সেই চাঞ্চল্যকর মামলায় দেলোয়ারসহ ২ জনের যাবজ্জীবন। এ খবরে লেখা হয়েছে,নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ চেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগী মোহাম্মদ আলী ওরফে আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ২০২০ সালের সেপ্টেম্বরে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে স্থানীয় দেলোয়ার বাহিনী স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন অভিযুক্তরা। আহত ওই নারী চিকিৎসার পর সুস্থ হয়ে জেলা শহরে তার বোনের বাসায় পালিয়ে যান। সেখানে গিয়েও অভিযুক্তরা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে, না হলে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। গৃহবধূ এতে রাজি না হওয়ায় আগের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

৪ অক্টোবর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়ানো ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ধর্ষণ, নির্যাতন ও পর্ণোগ্রাফি আইনে তিনটি মামলা করেন নির্যাতিতা নারী। এ ঘটনায় সেসময় সারা দেশে প্রতিবাদের ঢেউ উঠে।

মমতা ব্যানার্জিকে অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রীর-মানবজমিন

মমতার জয়

উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- মমতা ব্যানার্জিকে লেখা এক অভিনন্দন বার্তায় পররাষ্ট্রমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করেন যে, পারস্পরিক মঙ্গল ও উন্নয়নের স্বার্থে, আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং পরিপূরক হবে। ড. মোমেন বলেন, টানা তৃতীয় মেয়াদে ভবানীপুর নির্বাচনী এলাকায় বিপুল বিজয়, মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও সুগভীর বিশ্বাসের প্রতিফলন। মমতা ব্যানার্জির যোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের সর্বাঙ্গীণ উন্নতি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনা করেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান ।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

উত্তর প্রদেশে সহিংসতায় কৃষকসহ নিহত ৮-এনডিটিভি/সংবাদ প্রতিদিন/গণশক্তিসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে,

ভারতের উত্তর প্রদেশের লাখিমপুর খেরিতে গতকাল সহিংস ঘটনায় চার কৃষকসহ আটজন নিহত হন। লাখিমপুর খেরিতে দুই মন্ত্রীর সফরকে কেন্দ্র করে এ সহিংস ঘটনা ঘটে। সেখানে বিক্ষোভরত কৃষকদের গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রাথমিক অভিযোগে (এফআইআর) আরও কয়েকজনের নাম । অজয়ের দাবি, সহিংস ঘটনার সঙ্গে তাঁর ছেলের কোনো সংশ্লিষ্টতা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এ ঘটনার কারণ অনুসন্ধান করছি। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শান্তি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

সহিংসতা ছড়িয়ে পড়ার পর লাখিমপুর খেরিতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। আনন্দবাজার পত্রিকা অশান্ত লখনউয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষকরা। আর সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে,উত্তরপ্রদেশে কৃষক হত্যার জের, লখিমপুর যাওয়ার পথে পুলিশের হাতে আটক প্রিয়াঙ্কা গান্ধী। একইভাবে বাধা পেলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। লখনউয়ে তাঁকে গৃহবন্দি করার অভিযোগ উঠল। 

রোববার উত্তরপ্রদেশে বিক্ষোভরত কৃষকদের উপরে গাড়ি চালিয়ে পিষে মারার মতো ভয়ংকর ঘটনা ঘটে। 

দৈনিকগুলো লিখেছে, লখিমপুর খেরির ঘটনায় উত্তপ্ত গোটা দেশ। বিরোধীরা মুণ্ডপাত করে চলেছে যোগী আদিত্যনাথ সরকারের। 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪

ট্যাগ