অক্টোবর ২০, ২০২১ ১৪:৩৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২০ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • ভারতে সরকারি নীরবতা ও বিজেপির কৌশল-প্রথম আলো
  • বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ শিশুর ভবিষ্যৎ ঝুঁকিতে-মানবজমিন
  • দেশের ইমেজ নষ্ট করতে চায় বিএনপি: ওবায়দুল কাদের -ইত্তেফাক
  • কুমিল্লায় হামলার মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করা হয়েছে-পররাষ্ট্রমন্ত্রী -যুগান্তর
  • আরো বাড়ল তিস্তার পানি, বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • লখিমপুর কাণ্ডে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে যোগী সরকার-সংবাদ প্রতিদিন
  • ধসে বিচ্ছিন্ন রাস্তা,পাহাড়ে আটকে হাজার হাজার পর্যটক, বিদ্যুৎে বিভ্রাটে ভোগান্তি চরমে-আনন্দবাজার পত্রিকা
  • এলএ সিতে সক্রিয় চায়না আর্মি! অরুণাচলে সতর্ক ভারতীয় বাহিনী-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

নন্দ রানী

পীরগঞ্জে হিন্দুপাড়ায় হামলামাথা গোঁজার ঠাঁই নেই, আছে ঋণের বোঝার দুশ্চিন্তা এ শিরোনামের খবরে প্রথম আলো লিখেছে, গত রোববার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া বড় করিমপুর এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে উত্তেজিত জনতা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়। এতে বিকাল দাসের মতো অনেকেই গৃহহীন হয়ে পড়েন। ঘর না থাকলেও ঘর বানানোর জন্য নেওয়া ঋণ তাঁদের আছে।বিকাল দাস বলেন, ‘সাপ্তাহিক কিস্তিতে ঋণ নিয়ে ঘর করেছি। সপ্তাহ ঘুরলেই এনজিওর লোক এসে কিস্তি নিবে। থাকার জায়গা নেই। খাবার নেই। স্ত্রী-সন্তানেরা এককাপড়ে আছেন। কাজেও যেতে পারছি না। ঋণের টাকা কোথায় পাব? কিস্তি দিব কী দিয়া? সেই চিন্তায় পড়েছি।’

সরেজমিন: নোয়াখালী-পুলিশের অবহেলাকে দুষছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে হামলা হলেও মন্দির ও মণ্ডপগুলোতে কিন্তু পুলিশ আসে অনেক পরে।

দৈনিক মানবজমিনের বেশ কয়েকটি শিরোনাম-অ্যামনেস্টি বলেছে সাম্প্রদায়িক সহিংসতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, সাম্প্রদায়িকি হামলার পেছনে স্বার্থানেস্বষী মহলের হাত রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কুমিল্লার ঘটনার মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন   এটি অশনি সংকেত। তিনি বলেছেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিশ্বে বিখ্যাত। কিন্তু সহসা দেশে যে সাম্প্রদায়িক সহিংসতা দেখা যাচ্ছে এটা ভয়ঙ্কর ঘটনা। এ ধরনের ঘটনা কখনো  কাম্য  নয়। এটা খুবই দুঃখজনক। এর আগে কখনো এই ধরনের সাম্প্রদায়িক সহিংসতা আমরা দেখিনি। আমরা দেখি যে,  এসব ঘটনা ঘটলে তদন্তের আগেই অপরাধীকে চিহ্নিত করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, এটি বিরোধী দলের কাজ। আর বিরোধী দল বলে সরকারের ভেতরের লোকের কাজ।বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিশ্বে বিখ্যাত। কিন্তু সহসা দেশে যে সাম্প্রদায়িক সহিংসতা দেখা যাচ্ছে এটা ভয়ঙ্কর ঘটনা। এ ধরনের ঘটনা কখনো  কাম্য  নয়। এটা খুবই দুঃখজনক। এর আগে কখনো এই ধরনের সাম্প্রদায়িক সহিংসতা আমরা দেখিনি। আমরা দেখি যে,  এসব ঘটনা ঘটলে তদন্তের আগেই অপরাধীকে চিহ্নিত করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, এটি বিরোধী দলের কাজ। আর বিরোধী দল বলে সরকারের ভেতরের লোকের কাজ।

অধ্যাপক আনোয়ার হোসেন বলেছেন, দায় সরকারের।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সহিসংতায় কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে বলেছে এসব ২০০১ সালের ঘটনার পুনরাবৃত্তি। এদিকে শাহবাগ সমাবেশ থেকে সহিংসাত বন্ধে ৮ দফা দাবি দেওয়া হয়েছে। এদিকে দেশের বিভিন্নস্থানে ঘটে যাওয়া ঘটনায় ৭২ মামলায় পাঁচ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

দেশের ইমেজ নষ্ট করতে চায় বিএনপি: ওবায়দুল কাদেরের এ বক্তব্য পরিবেশিত হয়েছে ইত্তেফাকে। খবরে বলা হয়েছে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করে তারাই পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করতে চায়।আর এ বিভাজন রেখা তৈরি করতে চায় বিএনপি ও তার দোসররা।

আর মানবজমিনের খবরে লেখা হয়েছে, দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভারতে সরকারি নীরবতা ও বিজেপির কৌশল-প্রথম আলো

বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ওপর দুর্গাপূজার সময় এমন আক্রমণ সাম্প্রতিককালে আর ঘটেনি। এত মন্দিরে ভাঙচুর হয়নি, এত প্রতিমাও নষ্ট করা হয়নি। তবু ভারতের শাসক হিন্দুত্ববাদী দল বিজেপি নীরব। সরকারও চুপ। শেখ হাসিনার সরকারের ওপর ভরসা জ্ঞাপন ছাড়া সরকারিভাবে ভারত এসব ঘটনার নিন্দা বা সমালোচনামূলক একটি বিবৃতিও দেয়নি। সরকার ও শাসকের আশা, বাংলাদেশের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সরকার কড়া হাতে এই ঘটনাবলির মোকাবিলা করবে। দোষীদের শাস্তি দেবে।ভারতের সাবেক পররাষ্ট্র সচিব মুচকুন্দ দুবে মনে করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সাম্প্রতিককালে যে উচ্চতায় পৌঁছেছে, তাতে ভারত সরকারের পক্ষ থেকে এসব ঘটনার প্রকাশ্য সমালোচনা ও নিন্দা করা কঠিন। মঙ্গলবার প্রথম আলোকে এই প্রসঙ্গে তিনি বলেন, কঠোর বিবৃতি না দিয়ে ভারত ভালোই করেছে। কারণ, তাতে আগুনে ঘৃতাহুতি পড়ত। তা ছাড়া তাতে লাভও হতো না। সেদিক দিয়ে বাংলাদেশ সরকারের ওপর ভরসা রেখে ভারত নীরব থাকতে বেশি পছন্দ করছে। কিন্তু মুচকুন্দ দুবে এ কথাও মনে করিয়ে দেন, সাম্প্রতিককালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে যেসব ঘটনা ঘটেছে ও এখনো বিক্ষিপ্তভাবে ঘটে চলেছে, তাতে বাংলাদেশের এই ঘটনার নিন্দা করার মুখ ভারতের নেই। তিনি বলেন, কাচের ঘরে বাস করে অন্যের প্রতি ঢিল ছোড়া যায় না। বাংলাদেশের ঘটনাবলির নিন্দা করার নৈতিক অধিকার উগ্র হিন্দুত্ববাদী ভারত হারিয়ে ফেলেছে।

বাংলাদেশ বিশেষজ্ঞ শ্রীরাধা দত্ত। মঙ্গলবার প্রথম আলোকে তিনি এ প্রসঙ্গে বলেন, ভারতের সঙ্গে শেখ হাসিনার বাংলাদেশের সম্পর্ক এখন যা, তাতে আনুষ্ঠানিকভাবে ভারতের কিছু বলা হাসিনার পক্ষে বিড়ম্বনার হতো। স্বাভাবিকভাবেই ভারত তাঁকে বিড়ম্বনায় ফেলতে চাইছে না। তাই এই নীরবতা।

ভারতের সাবেক কূটনীতিক ও বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রিও মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘হাসিনার সঙ্গে ভারতের যা সম্পর্ক, তাতে প্রকাশ্য সমালোচনা বা কড়া প্রতিক্রিয়ার স্থান নেই। উচিতও নয়। কারণ তাতে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা। দেখতে হবে হাসিনার ওপর ভারত যে ভরসা রেখেছে, তা যেন বিফলে না যায়।

তিস্তা এলাকায় রেড এলার্ট

তিস্তা এলাকায় রেড এলার্ট-ডিমলায় বাঁধ ভেঙে ১০ হাজার বাড়িঘর প্লাবিত-মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে আকস্মিক বন্যায় তিস্তার পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা এলাকায় জারি করা হয়েছে রেড এলার্ট। বাঁধ ভেঙে প্রায় ১০ হাজার পরিবারের ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দেখা দিয়েছে বন্যা। ভেঙে গেছে ফ্লাট বাইপাসটি। উপজেলার ৫টি ইউনিয়নের ১০ হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন করছে। পানির স্রোতে ভেসে গেছে গবাদি পশুসহ অসখ্য গাছপালা ব্যাপক ক্ষতি হয়েছে আবাদি ফসলের।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

ধসে বিচ্ছিন্ন রাস্তা,পাহাড়ে আটকে হাজার হাজার পর্যটক, বিদ্যুৎে বিভ্রাটে ভোগান্তি চরমে-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে,ভয়াবহ পরিস্থিতি উত্তরাখণ্ডে। পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় গত দুদিন ধরে বিদ্যুৎ নেই। ফলে বেশিরভাগ পর্যটকের মোবাইলে চার্জ নেই। তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। দার্জিলিঙে দুদিনে প্রবল বৃষ্টির ফলে বহু জায়গায় ধস, জাতীয় সড়ক যোগাযোগ বিচিছন্ন  হয়ে পড়েছে। বিকল্প পথে কিছু গাড়ি চলাচল করছে।

উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬-ভারতের বিভিন্ন মিডিয়ায় পরিবেশিত এ খবরে লেখা হয়েছে,

উত্তরাখণ্ডসহ তিন রাজ্যে ভারি বৃষ্টি

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে তিন দিন ধরে চলা ভারি বৃষ্টির ফলে সৃষ্ট বিপর্যয়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুশকর সিং ধামী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। বাড়ি-ঘর, সেতু ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়েছে।সামাজিক যোগাযোগামধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পাহাড়-পর্বতে সমৃদ্ধ এই রাজ্যটিতে গত ২৪ ঘণ্টার বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ডুবে গেছে সড়ক, বাড়িঘর। ভেঙে পড়েছে অনেক সেতুও।ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষগুলো।

লাদাখ ও  অরুণাচলে এলএসির ওপর সক্রিয়তা বাড়াচ্ছে পিপলস লিবারেশন আর্মি-আজকালের গতকাল ইস্টার্ন আমি কমান্ডার লে: জেনারেল মনোজ পাণ্ডে বলেছন,এলএসি বরাবর চীন সেনার সেনার গতিবিধি বেড়েছে। তারা প্রশিক্ষণও চালাচ্ছে। তাই আর বসে থাকতে রাজি নয় ভারতীয় সেনাও। ভারত লাদাখের পর  অরুণাচল সীমান্তে ঢেলে সাজাল নিরাপত্তা ব্যবস্থা।

সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, লখিমপুর কাণ্ডে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে যোগী সরকার। প্রধান বিচারপতি এনভি রামানা জানালেন, উত্তরপ্রদেশের সরকারের স্টেটাস রিপোর্ট জমা দেওযার কথা ছিল আরও একদিন আগে। কিন্তু তা জমা দিল বুধবার।সেইসঙ্গে শুনানি পিছিয়ে শুক্রুবার করার যে আরজি জানিয়েছিল সরকার, তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট আজকের শুনানিতে উত্তর প্রদেশ সরকারকে দ্রুত সব সাক্ষীর বয়ান রেকর্ড করার নির্দেশ দিয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০

ট্যাগ