একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
অবশেষে প্রকাশ্যে শাহরুখ, মুখে জয়ের হাসি
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৯ অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- অবশেষে প্রকাশ্যে শাহরুখ, মুখে জয়ের হাসি-প্রথম আলো
- বাংলাদেশকে একটি বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ'-কালের কণ্ঠ
- ইসরাইলের বর্বর আচরণে এবার মার্কিন এমপিদের নিন্দা -যুগান্তর
- সিরাজগঞ্জে নিজঘর থেকে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার-মানবজমিন
- বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতায় বিশ্বনেতারা মুগ্ধ ছিলেন: পররাষ্ট্রমন্ত্রী -ইত্তেফাক
-
বিশ্বকাপে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস করলেই রাষ্ট্রদ্রোহ মামলা-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- জ্বালানি জ্বালা অব্যাহত, চলতি মাসেই ২৩ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম-সংবাদ প্রতিদিন
- ‘টিএমসি মানে টেম্পল, মস্ক, চার্চ’! গোয়ায় সম্প্রীতি, সংস্কৃতি, খেলায় জোর দিলেন মমতা-আনন্দবাজার পত্রিকা
- G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে রোমে Modi, ১২ বছরে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী-আজকাল
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
অবশেষে প্রকাশ্যে শাহরুখ, মুখে জয়ের হাসি-প্রথম আলো
প্রকাশ্যে এত দিন কোনো কথাই বলেননি, বৃহস্পতিবার সেই মুখে দেখা গেল হাসি। এ যেন যুদ্ধজয়ের হাসি! আরিয়ান খানের জামিন নিতে অক্লান্ত পরিশ্রম করেছেন যে আইনজীবীরা, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করলেন শাহরুখ খান।বৃহস্পতিবার আরিয়ানসহ এই মামলার অন্য দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিন মঞ্জুর করেন মুম্বাই হাইকোর্ট। খবর পেয়ে শাহরুখের বুক থেকে যেন পাথর সরল। প্রকাশ্যে এল আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার পর শাহরুখ খানের প্রথম ছবি। আর্থার রোড জেলের বাইরের সেই বিষণ্ন মুখে আজ জয়ের হাসি। আরিয়ানের আইনজীবীদের সঙ্গে দেখা করতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সতীশ মানশিন্ডে ও তাঁর জুনিয়র আইনজীবীদের সঙ্গে ক্যামেরাবন্দী হন শাহরুখ খান।
বাংলাদেশকে একটি বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ'-কালের কণ্ঠ
বর্তমানে বাংলাদেশে একটি অস্বাভাবিক, বিকৃত অবস্থা বিরাজ করছে। বাংলাদেশকে একটি বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। সমস্ত অর্জনকে তাঁরা ধ্বংস করে দিয়েছেন।'
আজ শুক্রবার (২৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের 'জাতিসত্ত্বার অন্তরালে বিষাক্ত নিঃশ্বাস' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, 'আমরা অনেকেই লিখতে পারি না। আমি লেখা ভুলে গেছি। রাজনীতির ঝামেলায় সব ভুলে গেছি। যখন জেলে ছিলাম তখন কিছু লেখার চেষ্টা করেছিলাম। পরে এসে দেখি ওটা এখন লেখা যাবে না। প্রকাশ করা যাবে না। প্রকাশ করতে গেলে এখন যতটুকু হাঁটাহাঁটি করছি সেটাও করতে পারবো না।' বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, 'গতকাল ম্যাডামকে দেখতে গেয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন ভালো আছেন। সবাই দোয়া করবেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। তিনি যেন মুক্ত হয়ে ফিরে আসতে পারেন।'
ইসরাইলের বর্বর আচরণে এবার মার্কিন এমপিদের নিন্দা -যুগান্তর
ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করায় এবার ইসরাইলের বর্বর আচরণের নিন্দা জানিয়েছেন মার্কিন সংসদ সদস্যরা।
বর্ণবাদী ও বর্বর আচরণের জন্য ডেমোক্র্যাট দলের এমপি বেটি ম্যাককুলামের নেতৃত্বে একদল মার্কিন এমপি বৃহস্পতিবার ইসরাইলের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব আনে। খবর আনাদোলুর।
এতে বলা হয়েছে, তেলআবিব এবার ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর কণ্ঠরোধ করে তাদের মৌলিক অধিকার হরণ করেছে। ইসরাইলের হামলা-মামলা উপেক্ষা করে সংগঠনগুলো ফিলিস্তিনিদের চালানো ইসরাইলি নৃশংসতার চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরে আসছে। যুক্তরাষ্ট্রকে তাদের কাজের মূল্যায়ন করতে হবে।
বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতায় বিশ্বনেতারা মুগ্ধ ছিলেন: পররাষ্ট্রমন্ত্রী -ইত্তেফাক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সঙ্গে যেসব বিশ্বনেতার সাক্ষাৎ হয়েছে তারা সবাই তার রাজনৈতিক দূরদর্শিতা ও কুশলতায় মুগ্ধ হয়েছেন।’ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘ওয়ার্ল্ড লিডার্স অন বঙ্গবন্ধু এন্ড বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১৭-২৬ মার্চ দশ দিনব্যাপী ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠান উপলক্ষে বিশ্বনেতৃবৃন্দের ২৩২টি বক্তব্য ও বাণী সংকলন করে পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রন্থটি প্রকাশ করেছে।
ড. মোমেন বলেন, ‘বঙ্গবন্ধুকে শুধু বাংলাদেশের জনগণই ভালোবাসতেন–এমন নয়, বিশ্ব মঞ্চেও তার অনেক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী ছিলেন। তিনি সারাবিশ্বে অত্যন্ত কাঙ্ক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বইয়ে সংকলিত বিশ্বনেতৃবৃন্দের বক্তব্য ও বাণীগুলোর মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় অত্যন্ত পরিষ্কারভাবে উঠে এসেছে।’
সিরাজগঞ্জে নিজঘর থেকে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার-মানবজমিন
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়া মহল্লায় নিজ ঘর থেকে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে খবর পেয়ে পুলিশ কামারপাড়া মহল্লার ঘোষপাড়া বৃজগোপাল ঘোষের বাড়ীতে গিয়ে দুটি লাশ উদ্ধার করেন।বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে দেখি বৃজগোপাল ঘোষের বাড়িতে তার ছেলে শ্রী গৌরাঙ্গ কুমার ঘোষ (২৮) ও অন্তঃসত্ত্বা স্ত্রী তমা রাণী ঘোষ (১৯) এর রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে ঘরের মেঝেতে। আমরা দুটি লাশ উদ্ধার করে মর্গে পাঠাবো। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ একজন হত্যা করে অপরজন আত্মহত্যা করেছেন। বিস্তারিত সুরতহাণের পর জানা যাবে।
বিশ্বকাপে পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস করলেই রাষ্ট্রদ্রোহ মামলা-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
চলতি আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ১০ উইকেটের বড় জয়ের পর বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা সামনে এসেছে। যেমন পাকিস্তানে জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে ফাঁকা গুলি ছোঁড়ার ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া ভারতে পাকিস্তানে জয় উদযাপন করায় মামলা ও আটকের ঘটনা ঘটেছে।
নতুন খবর হলো, এবার পাকিস্তানের জয়ে ভারতে কোনো প্রকার উচ্ছ্বাস প্রকাশ করলেই রাষ্ট্রদ্রোহের মামলার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, যারা পাকিস্তানের হয়ে গলা ফাঁটাবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে।
‘টিএমসি মানে টেম্পল, মস্ক, চার্চ’! গোয়ায় সম্প্রীতি, সংস্কৃতি, খেলায় জোর দিলেন মমতা-আনন্দবাজার পত্রিকা
টিএমসি’-র নতুন নাম পাওয়া গেল। নাম দিলেন স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিএমসি আর এখন শুধু তৃণমূল কংগ্রেস নয়। নতুন ব্যখ্যায় টিএমসি হল ‘টেম্পল-মস্ক-চার্চ’। অর্থাৎ মন্দির, মসজিদ এবং গির্জা। ভারতের সম্প্রীতি, ধর্মীয় ঐক্যের প্রতিভূ। এমনই ব্যাখ্যা তৃণমূলনেত্রীর।
শুক্রবার গোয়ায় ছিল মমতার প্রথম রাজনৈতিক সভা। সেখানেই তৃণমূলের সম্প্রীতি এবং ধর্ম নিরপেক্ষ অবস্থানকে স্পষ্ট করে তুলে ধরলেন মমতা। তৃণমূল নেত্রী বললেন, ‘‘আমি দুর্গাপুজো করি, গণেশ চতুর্থী পালন করি। আবার রমজানেও থাকি। ২৪ ডিসেম্বর রাতে চার্চে গিয়ে প্রার্থনাও করি। তৃণমূল বিভেদের রাজনীতি করে না। আর যারা করে তাদের সঙ্গে সমঝোতাও করে না।’’
এই প্রথম রাজ্যের বাইরে কোথাও কর্মিসভা করলেন মমতা। আগামী লোকসভা নির্বাচনে লক্ষ্য স্থির করে তাঁর তৃণমূল সর্বভারতীয় সংগঠনের দিকে জোর দিচ্ছে। সেই প্রক্রিয়ায় তৃণমূলের প্রথম মঞ্চ ছিল ত্রিপুরা। দ্বিতীয়টি গোয়া। ত্রিপুরায় তাঁর দল গেলেও মমতা নিজে যাননি। সেই হিসেবে গোয়া প্রথম ভিনরাজ্য, যেখানে কর্মিসভা করলেন মমতা। সেই মঞ্চেই তৃণমূলকে সম্প্রীতি এবং ধর্ম নিরপেক্ষতার মুখ হিসেবে তুলে ধরলেন মমতা।
G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে রোমে Modi, ১২ বছরে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী-আজকাল
শুক্রবার সকালে রোমে পৌঁছলেন নরেন্দ্র মোদি। উদ্দেশ্য জি২০ শীর্ষ সম্মেলনে যোগ। ১২ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখলেন রোমে। ইটালিতে ভারতের রাষ্ট্রদূত নিনা মালহোত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদে বসার পর এই প্রথম রোমে পা রাখলেন মোদি। শুক্রবার বিকেল সাড়ে ৩টেয় ইটালির রাজধানীতে মোহনদাস করমচাঁদ গান্ধীর মূর্তি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এর পর সে দেশের প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। তিন দিনের সফরে ভ্যাটিকানেও যাওয়ার কথা তাঁর।রোম সফরে যাওয়ার আগে মোদি জানিয়েছিলেন, মহামারি পরিস্থিতি থেকে গোটা দুনিয়ার আর্থিক এবং স্বাস্থ্যের হাল ফেরানো নিয়ে আলোচনা হবে। ২৯ থেকে ৩১ অক্টোবর ইটালিতে থাকবেন প্রধানমন্ত্রী। এর পর যাবেন ইউকে–তে। গ্লাসগোতে নিয়ে জলবায়ুর পরিবর্তন নিয়ে বক্তব্য রাখবেন।
জ্বালানি জ্বালা অব্যাহত, চলতি মাসেই ২৩ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম-সংবাদ প্রতিদিন
কলকাতায় সেঞ্চুরির পরও থামছে না ডিজেল। আগের মতো ‘স্ট্রাইক রেট’ নিয়েই বেড়ে চলেছে দাম। পাল্লা দিয়ে এগোচ্ছে ডিজেলও। শুক্রবারও দেশের বিভিন্ন শহরে পেট্রল ও ডিজেলের দাম বাড়ল ২৪ থেকে ৩৮ পয়সা পর্যন্ত। এই নিয়ে পরপর তিনদিন বাড়ল জ্বালানি তেলের মূল্য (Fuel Price)।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার কলকাতায় (Kolkata) লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৯ টাকা ২ পয়সা। যা আগের দিনের থেকে ২৪ পয়সা বেশি। আর ডিজেলের দাম লিটার পিছু ১০০ টাকা ৪৯ পয়সা। যা আগের দিনের থেকে বেড়েছে ৩৫ পয়সা। রাজধানী দিল্লিতে (Delhi) এক লিটার পেট্রলের মূল্য ১০৮ টাকা ৬৪ পয়সা। পাশাপাশি ডিজেলের মূল্য লিটারপিছু ৯৭.৩৭ টাকা। এই দুটি মুল্যই বেড়েছে ৩৫ পয়সা করে।
পার্সটুডে/ বাবুল আখতার/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।