-
ইমাম হযরত জাওয়াদ (আ.)'র শাহাদাতবার্ষিকী
জুলাই ২০, ২০২০ ২১:১০হিজরী জিলক্বাদ মাসের শেষ দিন নবীজীর আহলে বাইতের ইমাম হযরত জাওয়াদ (আ.)'র শাহাদাতবার্ষিকী। ২২০ হিজরীর এই দিনে ইমাম জাওয়াদ (আ) খোদার দিদারে চলে যান আর সমগ্র মুসলিম বিশ্ব ইমামকে হারানোর ব্যথায় শোকাভিভুত হয়ে পড়ে।