-
নয় হাজার বছরের পুরনো জিনিসপত্র সম্বলিত ইরানি যাদুঘর
মে ১০, ২০২০ ১৪:১০বিশাল একটি দেশ ইরান। এ দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস-ঐতিহ্য,পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা ইরানের নামকরা প্রদেশ চহর মাহলে বাখতিয়রির কয়েকটি শহর ঘুরে ঘুরে দেখেছি। সবশেষে গিয়েছিলাম কোর্দ শহরের দিকে।