-
সূরা আল-মুনাফিকুন: ৬-১১ (পর্ব-২)
ডিসেম্বর ২৪, ২০২৩ ১৯:৫৮আপনাদের হয়তো মনে আছে গত আসরে আমরা সূরা মুনাফিকুনের ৬ নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শেষ করেছি। কাজেই আজ আমরা এ সূরার বাকি ৫ আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই সূরাটির ৭ ও ৮ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক:
-
সূরা আল-মুনাফিকুন: ১-৬ (পর্ব-১)
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৬:১৮আপনাদের হয়তো মনে আছে গত আসরে আমরা সূরা জুমার আলোচনা শেষ করেছি। কাজেই আজ আমরা এর পরের সূরা অর্থাৎ সূরা মুনাফিকুনের সংক্ষিপ্ত তাফসির শুরু করব। মদীনায় নাজিল হওয়া এই সূরায়ও ১১টি আয়াত রয়েছে। নিফাক বা কপটতা এবং মুনাফিকদের পরিচয় তুলে ধরা হচ্ছে এই সূরার মূল প্রতিপাদ্য। প্রথমেই সূরাটির ১ ও ২ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক: