৬৭ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু, মারা গেছে ৬৭ জন
'বাংলাদেশের লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ‘ফাঁস'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ৯ জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- বাংলাদেশের লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ‘ফাঁস’-প্রথম আলো
- এনআইডির তথ্যফাঁস নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী-যুগান্তর
- ঢাকায় ইইউর প্রাক-নির্বাচনী অনুসন্ধানী মিশন শুরু-কালের কণ্ঠ
- অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ট্রেইনি চিকিৎসকরা-ইত্তেফাক
- ৬৭ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু, আক্রান্তের ৬০ ভাগই ঢাকায়: স্বাস্থ্যমন্ত্রী-মানবজমিন
- বিএনপি এখন চার বক্তব্যে সীমাবদ্ধ : তথ্যমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার শিরোনাম:
- পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল-বিজেপি-আনন্দবাজার পত্রিকা
- হিংসায় আক্রান্ত শাসক-বিরোধী দু’পক্ষই, মানুষের ‘প্রতিরোধে’ আশা দেখছে বাম-কংগ্রেস-সংবাদ প্রতিদিন
- লুটেরাদের রাজত্ব চাইছে তৃণমূল, তাই ভোটে এমন হিংসা, ক্ষোভ চক্রবর্তীর–গণশক্তি
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
তথ্য ফাঁস হয়েছে ওয়েবসাইটের দুর্বলতায়, দায় এড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী-প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সরকারি একটি সংস্থার ওয়েবসাইট থেকে ‘লাখ লাখ’ মানুষের তথ্য ফাঁসের ঘটনাটি ঘটেছে কারিগরি দুর্বলতায়। কেউ ওয়েবসাইটটি হ্যাক করেনি।
এ কথা জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি) জুনাইদ আহমেদ। ওয়েবসাইটটি নিজে থেকেই ভঙ্গুর ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেখেছি, কারিগরি ত্রুটি ছিল। যে কারণেই তথ্যগুলো মানুষের কাছে উন্মুক্ত হয়ে পড়ে।’ তিনি আরও বলেন, এই দায় এড়ানোর সুযোগ নেই।
বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে দেশের অনেক নাগরিকের নাম, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা এবং জাতীয় পরিচিতি নম্বরসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ৭ জুলাই এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে একটি সরকারি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে। কোন ওয়েবসাইট, তা নিরাপত্তার জন্য তারা প্রকাশ করেনি।
ব্যক্তিগত তথ্য বলতে বোঝায় মানুষের নাম, ঠিকানা, জন্মনিবন্ধন, মুঠোফোন ও পাসপোর্ট নম্বর, আঙুলের ছাপসহ বিভিন্ন তথ্য, যা দিয়ে তাঁকে শনাক্ত করা যায়। এসব তথ্য বেহাত হলে প্রতারণা ও অপরাধের ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা থাকে।
পরে সাংবাদিকদের জুনাইদ আহমেদ বলেন, কেউ বলতে পারবে না তারা পুরো নিরাপদ, তবে প্রস্তুতি থাকতে হয়। এবারের ঘটনার ক্ষেত্রে ন্যূনতম প্রস্তুতি ছিল না। এই দায় তো কেউ এড়াতে পারবে না।
আর যুগান্তরের খবরের শিরোনাম- এনআইডির তথ্যফাঁস নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিস্তারিত খবরে লেখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যফাঁসের বিষয়টি নিয়ে সাইবার ইউনিটগুলো কাজ শুরু করেছে। সংবাদিকদের তিনি বলেন, ‘কী ঘটেছে কতখানি কী ফাঁস হয়েছে, সেটি আমাদের দেখতে হবে। দেখে যদি দেখি, কেউ এর সঙ্গে যুক্ত আছে, কেউ এতে সহযোগিতা করেছে- সেক্ষেত্রে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা আমরা নেব। এক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেই না।
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ট্রেইনি চিকিৎসকরা-ইত্তেফাক
মাসিক ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে কর্মবিরতিতে পোস্টগ্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান ধর্মঘট থেকে এ ঘোষণা দেওয়ার পর আজ রোববার ধর্মঘট ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা।
পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, আমরা গত ছয় মাস ধরে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং পেশাদার সংগঠনের সঙ্গে আলোচনা করছি। কিন্তু আমরা কোনো সন্তোষজনক সাড়া পাইনি। সরকার আমাদের ভাতা বাড়ানোর গেজেট জারি না করা পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি চালিয়ে যাবো।
ইত্তেফাকের দুটি খবর- সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। রোববার (৯ জুলাই) মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। দ্বিতীয় খবরটি এরকম, শ্রমিক নেতা শহিদুল ইসলামকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই অপরাধের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
৬৭ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু, আক্রান্তের ৬০ ভাগই ঢাকায়: স্বাস্থ্যমন্ত্রী-মানবজমিন
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা জানি বাংলাদেশে ডেঙ্গু অনেক বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে দেশে ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে এবং ১২ হাজার আক্রান্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে প্রায় আড়াই হাজার মানুষ এখনো চিকিৎসাধীন রয়েছে এবং ৯ হাজারের বেশি লোক চিকিৎসা নিয়ে চলে গেছে। রোববার দুপুরে মন্ত্রী তার নির্বাচনী এলাকার মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মশা বেশি থাকার কারণে এবছর ডেঙ্গুটা বাড়তি। বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় পানি আটকে থাকায় মশা বেশি জন্ম নিচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণের একমাত্র পথ হচ্ছে মশা কমানো। মশা কম হলে মানুষ ডেঙ্গু আক্রান্ত কম হবে।
আশঙ্কাজনক বিষয় হচ্ছে- বাংলাদেশের এখন সবগুলো জেলার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। লেটেস্ট পরিসংখ্যান হচ্ছে দেশের ৬৭টি জেলায় ডেঙ্গু ছড়িয়ে গেছে।
মন্ত্রী বলেন, দেশে যত ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তার মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি। সারা দেশের ডেঙ্গু আক্রান্তের ৬০ ভাগই ঢাকায়। মন্ত্রী আরো বলেন, দেশে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আরো বাড়তে পারে। সেজন্য এখন থেকেই সবাইকে সজাগ এবং সচেতন হতে হবে।
ঢাকায় ইইউর প্রাক-নির্বাচনী অনুসন্ধানী মিশন শুরু-কালের কণ্ঠ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধানী অগ্রগামী দল আজ রবিবার তাদের মিশন শুরু করেছে। নির্বাচন কমিশনের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ওই দলটি সফর করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রতিনিধি দলের সদস্যরা কয়েকটি ভাগ হয়ে বাংলাদেশে এসছেন। গতকাল শনিবার কয়েকজন সদস্য ঢাকায় পৌঁছেছেন।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-বিএনপি ক্ষমতায় এসে সব গণমুখী কাজ বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী
এ খবরে লেখা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ সরকার। ৭৫ পরবর্তী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের অগ্রযাত্রা বন্ধ করে দেয়। বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের সব গণমুখী কাজ বন্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন চারটি বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, খালেদা জিয়ার স্বাস্থ্য ও তারেক রহমানের শাস্তি। কিন্তু এর বাইরে দেশের জনগণ নিয়ে তাদের কোনো বক্তব্য নেই।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
হিংসায় আক্রান্ত শাসক-বিরোধী দু’পক্ষই, মানুষের ‘প্রতিরোধে’ আশা দেখছে বাম-কংগ্রেস-সংবাদ প্রতিদিন
পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election 2023) কেন্দ্র করে বাংলা অশান্তির সাক্ষী থেকেছে ঠিকই। কিন্তু সে অশান্তি বা হিংসা কোনওটাই একপাক্ষিক হয়নি। বিরোধীরা আক্রান্ত হয়েছে, কিন্তু ততোধিক আক্রান্ত হয়েছে শাসক। মৃতদের বেশিরভাগটাই তৃণমূলের সদস্য। অর্থাৎ ‘মারে’র থেকে ‘পালটা মার’টাই বেশি হয়েছে। আর সেটাই অক্সিজেন জোগাচ্ছে বিরোধী শিবিরকে। বিশেষ করে বাম ও কংগ্রেসকে (Congress)। কারণ এই ‘পালটা মার’টা তাদের তরফেই বেশি হয়েছে।
বস্তুত, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে অশান্তির ইতিহাস পুরনো। সেই বাম আমল থেকে হয়ে আসছে। ছবিটা এবারেও একই। কিন্তু এবার প্রেক্ষাপট আলাদা। সম্ভবত এই প্রথম বিরোধীদের হাতে সমানে আক্রান্ত হতে হয়েছে শাসককে। তৃণমূল (TMC) নিজেই সেকথা মানছে, এবং ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে। তাঁদের বক্তব্য,”সন্ত্রাসের কারবার করছে বিরোধীরা।”
‘স্পর্শকাতর বুথের তালিকাই পাইনি’, অশান্তির ভোটের পর সাফাই বিএসএফ অধিকর্তার-সংবাদ প্রতিদিন
দিনভর লাগাতার অশান্তি, হিংসা, প্রাণহানির মধ্যে দিয়ে শনিবার রাজ্যে শেষ হয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। যেসব বুথে অশান্তি হয়েছে, সেখানে কোথাও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিশেষ দেখা যায়নি। এমনিই বাহিনী মোতায়েন নিয়ে যথেষ্ট সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল নোডাল অফিসার তথা বিএসএফ (BSF), ডিজির সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের মধ্যে। রবিবার বিএসএফের তরফে দাবি করা হল তাঁরা স্পর্শকাতর, অতি স্পর্শকাতর বুথের তালিকাই পাননি। যা হাতে পেলে বাহিনী মোতায়েনের কাজ অনেকটা সহজ হতো। যদিও এই দাবির পালটাও দিয়েছে কমিশন। ফলে নির্বাচনের পরও কমিশনের সঙ্গে কার্যত স্বরাষ্ট্রমন্ত্রকের চাপানউতোর জারি রইল।
পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল-বিজেপি-আনন্দবাজার পত্রিকা
রাজ্যে পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল শাসক-বিরোধী দু’পক্ষই। শনিবার শেষ হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। রবিবার থেকেই তৃণমূল এবং বিজেপি শুরু করে দিচ্ছে রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রাজ্যসভা নির্বাচনের মনোনয়ন পর্ব। পঞ্চায়েত ভোটের ব্যস্ততার কারণে এই নির্বাচনের প্রস্তুতি নিতে পারেনি তৃণমূল-বিজেপি দু’পক্ষই। কিন্তু ভোট মিটে যাওয়ার পরের দিন রবিবার হওয়া সত্ত্বেও বিধানসভায় প্রার্থীদের মনোনয়নপত্র তৈরির প্রস্তুতি শুরু করেছে তৃণমূল পরিষদীয় দল।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৯