কারবালায় বিশ্বের বৃহত্তম মুসলিম সমাবেশ (ডকুমেন্টারি)
https://parstoday.ir/bn/radio/west_asia-i74310-কারবালায়_বিশ্বের_বৃহত্তম_মুসলিম_সমাবেশ_(ডকুমেন্টারি)
ইমাম হুসাইন (আ.)’র শাহাদতের চেহলাম বার্ষিকী তথা আরবাঈন উপলক্ষে ইরাকের কারবালায় প্রতিবছর ঘটে বিশ্বের বৃহত্তম মুসলিম সমাবেশ।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ০৮, ২০১৯ ১৭:১৮ Asia/Dhaka

ইমাম হুসাইন (আ.)’র শাহাদতের চেহলাম বার্ষিকী তথা আরবাঈন উপলক্ষে ইরাকের কারবালায় প্রতিবছর ঘটে বিশ্বের বৃহত্তম মুসলিম সমাবেশ।

ইমামের প্রতি কোটি কোটি মানুষের ভালোবাসা নিয়ে তৈরি করা হয়েছে এই ডকুমেন্টারি। এতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, স্পেন, তুরস্ক, লেবানন, আইভরি কোস্ট, ফ্রান্স এবং অন্যান্য অনেক দেশের ইমামপ্রেমিদের সাক্ষাৎকার।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।