ডিসেম্বর ০৩, ২০২৩ ১৬:২৯
দুর্গম পাহাড়ের বুক চিড়ে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে উঁচু সীমান্ত সড়ক। এক হাজার ৩৬ কিলোমিটারের এই পথ ধরে হাতছানি দিচ্ছে ব্যবসা বাণিজ্যের অপার সম্ভাবনা। শান্তিচুক্তির ২৬ বছরে পার্বত্যাঞ্চলে উন্মোচিত হচ্ছে উন্নয়নের নানা সম্ভাবনার দুয়ার। আর এই সীমান্ত সড়ক নির্মাণে অসম্ভবকে সম্ভব করছে বাংলাদেশ সেনাবাহিনী। সরকারের চ্যালেঞ্জিং এই মেগা প্রজেক্ট বদলে দিচ্ছে তিন পার্বত্য জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিকে।