-
যুগে যুগে নৃশংস গণহত্যা: ব্রিটিশ, মার্কিন ও সাদ্দাম-স্টাইল
মার্চ ১৬, ২০১৭ ১৭:০৭আজ থেকে ৭২ বছর আগে (১৯৪৫ সালের) এই দিনে জার্মানির উর্জবার্গ শহরের শতকরা ৯০ ভাগ এলাকা ধ্বংস করে দিয়েছিল ব্রিটিশ বোমারু বিমান। ফলে মাত্র বিশ মিনিটে ৫ হাজারেরও বেশি জার্মান নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছিল।