জুন ১৬, ২০২১ ০৬:০৩ Asia/Dhaka
  • জিসেভেন শীর্ষ সম্মেলনের ফটোসেশনের একাংশ
    জিসেভেন শীর্ষ সম্মেলনের ফটোসেশনের একাংশ

ইরানের বিরুদ্ধে অহেতুক বোলচাল বাদ দিয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য ন্যাটো জোট ও সাত জাতিগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান।

তিনি বলেন, “সাত জাতিগোষ্ঠী বা জি-সেভেন ক্ষতিগ্রস্ত দেশ ও নাশকতাকারী দেশকে একই পাল্লায় মেপে ত্রুটিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অবস্থান গ্রহণ করেছে। আমরা জি-সেভেন ও ন্যাটো জোটকে এসব বোলচাল বাদ দিয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।”

খাতিবজাদে আরো লিখেছেন, “মধ্যপ্রাচ্যে নিজেদের বিপর্যয় সৃষ্টিকারী অতীত নিয়ে অপরকে নসিহত করার অবস্থা ন্যাটো বা জি-সেভেনের মোটেই নেই। বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা রক্ষার অগ্রদূত ইরানের বিরুদ্ধে কথা তাদের মুখে একদম শোভা পায় না।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কাজেই অপরের উদ্দেশে বোলচাল বাদ দিয়ে পশ্চিমা জোটগুলো যেন নিজেরা আন্তর্জাতিক আইন মেনে চলে।

ব্রিটেনের কর্নওয়ালে শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠীর শীর্ষ নেতাদের সাম্প্রতিক শীর্ষ বৈঠক থেকে ইরানের বিরুদ্ধে অহেতুক কিছু ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে মধ্যপ্রাচ্যে ‘স্থিতিশীলতা বিনষ্টের’ জন্য ইরানকে দায়ী করা হয়। এমন সময় এ অভিযোগ করা হয় যখন ইরান এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ