'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ’ আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতার ফল প্রকাশ
'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ’র উদ্যোগে ‘মজলুম জনগোষ্ঠীর পাশে ইসলামি প্রজাতন্ত্র ইরান’ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে ঘোষিত প্রতিযোগিতায় লেখা পাঠানোর সময়সীমা ছিল ৩১ অক্টোবর। এতে বাংলাদেশ ও ভারতের ২৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
তিনজন নিরীক্ষকের মূল্যায়ন ও নম্বরের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল তৈরি করা হয়েছে। প্রত্যেক বিচারক ২০ নম্বরের ভেতর লেখাগুলো মূল্যায়ন করেন। অর্থাৎ তিনজনের ৬০ নম্বরের ভেতর সর্বাধিক নম্বরপ্রাপ্ত সাতজনকে বিজয়ী করা হয়েছে। সেরা পাঁচ লেখককে পুরস্কৃত করার কথা থাকলেও সমানসংখ্যক নম্বর পাওয়ায় দু’জন যৌথভাবে প্রথম ও দু’জন যৌথভাবে তৃতীয় স্থান লাভ করায় মোট সাতজনকে বিজয়ী করা হয়েছে। অংশগ্রহণকারী সবাইকে সনদপত্র ও শুভেচ্ছা উপহার দেয়া হবে। পুরস্কার ও সনদ বিতরণের তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে।
বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন।
বিজয়ীদের তালিকা
ক্রম | নাম-ঠিকানা | স্থান | প্রাপ্ত নম্বর |
০১ |
নিজামুদ্দিন সেখ মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। |
যৌথভাবে প্রথম | ৪৭ |
০২ |
খন্দকার রাবিবা ইয়াসমিন বোয়ালিয়া, রাজশাহী, বাংলাদেশ। |
যৌথভাবে প্রথম | ৪৭ |
০৩ |
মোঃ মোস্তাফিজুর রহমান বোয়ালিয়া, রাজশাহী, বাংলাদেশ। |
দ্বিতীয় | ৪৫.৫ |
০৪ |
মাহমুদুল হাসান মিরপুর-১২, ঢাকা, বাংলাদেশ। |
যৌথভাবে তৃতীয় | ৪৫ |
০৫ |
রুম্পা ঘোষ মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। |
যৌথভাবে তৃতীয় | ৪৫ |
০৬ |
মো. আব্দুস সেলিম মহেশপুর, ঝিনাইদহ, বাংলাদেশ। |
চতুর্থ | ৪৪ |
০৭ |
লালু নেয়ে হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত। |
পঞ্চম | ৪২.৫ |
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।