বিশ্ব বেতার দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি
https://parstoday.ir/bn/news/bangladesh-i103810-বিশ্ব_বেতার_দিবস_উপলক্ষে_কিশোরগঞ্জে_আলোচনা_সভা_ও_র_্যালি
কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ যৌথভাবে যথাযোগ্য মর্যাদায় ১১তম বিশ্ব বেতার দিবস পালন করেছে। এ উপলক্ষে গুরুদয়াল সরকারি কলেজের পাশে মুক্তমঞ্চের কাছে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব গিয়াস উদ্দিন আহম্মেদ।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ০০:০৪ Asia/Dhaka
  • বিশ্ব বেতার দিবস উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি

কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ যৌথভাবে যথাযোগ্য মর্যাদায় ১১তম বিশ্ব বেতার দিবস পালন করেছে। এ উপলক্ষে গুরুদয়াল সরকারি কলেজের পাশে মুক্তমঞ্চের কাছে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব গিয়াস উদ্দিন আহম্মেদ।

আলোচনায় অংশ নেন গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন, কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের অর্থ সম্পাদক ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের প্রচার সম্পাদক সাহাব উদ্দিন আহম্মেদ, কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের সহ-সভাপতি ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের অর্থ সম্পাদক শরিফা আক্তার পান্না, কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের সাংগঠনিক সম্পাদক ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের সহ-সাংগঠনিক সম্পাদক ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম আতিক, কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের সহ-সাংগঠনিক সম্পাদক ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর মিয়া, কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘের ক্রীড়া সম্পাদক ও আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের ক্রীড়া সম্পাদক আজহারুল ইসলাম তামিম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শাহাদত হোসেন বলেন, এক সময় বেতার ছিল মানুষের তথ্য পাওয়ার অন্যতম মাধ্যম, বিনোদনের প্রধান হাতিয়ার। কালক্রমে এর গুরুত্ব হ্রাস পেলেও বেতার আমাদের জীবন থেকে হারিয়ে যায়নি। বরং নবরূপে, নতুন আঙ্গিকে বেতার আমাদের মাঝে হাজির হয়েছে। শর্টওয়েভ সার্ভিস হ্রাস পেলেও কমিউনিটি রেডিও বিকাশ লাভ করছে, বিকাশ লাভ করছে ইন্টারনেট রেডিও। মানুষ এখন মোবাইলের মাধ্যমে রেডিও শুনে।

তিনি আরো বলেন, রেডিওর গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ বেতার নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে। আর আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলোর মধ্যে রেডিও তেহরান শ্রোতামহলে বিশেষ জায়গা দখল করে নিতে সক্ষম হয়েছে। রেডিও তেহরানের মত অন্যান্য আন্তর্জাতিক বেতার কেন্দ্রও যদি এগিয়ে আসে, তাহলে বেতার তার হারানো গৌরব ফিরে পাবে।

অনুষ্ঠানে সাহাব উদ্দিন আহম্মেদ ও শরিফা আক্তার পান্না তাদের বক্তব্যে বেতারের ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন। একইসাথে তারা সংগঠনের উন্নয়নে তাদের পরিকল্পনার কথাও জানান। অন্যদিকে জাহাঙ্গীর আলম ও মো. আতিকুল ইসলাম আতিক বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করেন। তারা কুইজ বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যসামগ্রী দেয়ার আহ্বান জানান।

আর মোঃ সাগর মিয়া ও আজহারুল ইসলাম তামিম রেডিও তেহরানের বৈচিত্রময় অনুষ্ঠানের গুণগত মান নিয়ে আলোচনা করেন। তারা বলেন, রেডিও তেহরান শুধু খবর ও প্রতিবেদনই প্রচার করে না, একই সাথে ইসলাম ও ইরান সম্পর্কেও অনুষ্ঠান প্রচার করে থাকে। এসব অনুষ্ঠান আমাদের জ্ঞানকে যেমন বৃদ্ধি করে, তেমনি সুন্দর জীবন গড়তেও সহায়তা করে। 

উল্লেখ্য, করোনা পরিস্থিতি বিবেচনায় স্বল্প সংখ্যক সদস্যকে অংশগ্রহণের জন্যে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীফ মিয়া ও রমজান আলী রবিন। তাদের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি খুবই হৃদয়গ্রাহী হয়ে উঠে। 

 

ধন্যবাদান্তে,

শরিফা আক্তার পান্না

অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।