ইরানের ইসলামি বিপ্লব বার্ষিকীতে খুলনায় ওয়েবিনার অনুষ্ঠিত
(last modified Mon, 14 Feb 2022 08:52:22 GMT )
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ১৪:৫২ Asia/Dhaka
  • ইরানের ইসলামি বিপ্লব বার্ষিকীতে খুলনায় ওয়েবিনার অনুষ্ঠিত

ইরানের ইসলামি বিপ্লবের ৪৩তম বিজয়বার্ষিকী উপলক্ষে খুলনায় আহলে বাইত ফাউন্ডেশনের উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন মাজীদ থেকে তেলাওয়াত করেন ইসলামী শিক্ষাকেন্দ্রের হাওজা বিভাগের ছাত্র জনাব ক্বারী মোঃ আমিরুল ইসলাম। স্বাগত বক্তব্যে রাখেন আহলে বায়েত (আ.) ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক ও পাক্ষিক ফজর পত্রিকার প্রকাশক জনাব মোহাম্মদ ইকবাল।

ওয়েবিনারে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার বলেন, বিশ্বে যেসব বিপ্লব ঘটেছে তার সাথে ইরানের ইসলামি বিপ্লবের তুলনা করা যাবে না। এটা রাজনৈতিক, অর্থনৈতিক পরিবর্তনের একটি বিপ্লব। এই বিপ্লবের কারণে আজকে বিশ্বের বিভিন্ন জায়গায় নির্যাতিত ও নিপীড়িত মানুষের মধ্যে জাগরণের সৃষ্টি হয়েছে। আজ ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনের হুতিদের মধ্যে বিপ্লবের চেতনা গড়ে উঠেছে।

বাংলাদেশে নিযুক্ত ইরানের কালচালার কাউন্সিলর ড. সাইয়্যেদ হাসান সেহাত বলেন, ইরানের এই বিপ্লব বিশ্ব মুসলমানদেরকে ঐক্য-সংহতি, সুখ, শান্তি ও নিরাপত্তার বার্তা দিয়েছিল। এই বিপ্লবের জন্য মানুষ যেমন জীবন দিয়েছিল তেমনি বিপ্লব রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খুলনার আহলে বাইত (আ.) ফাউন্ডেশনের সভাপতি ও ইসলামী শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী বলেন, ইরানের ইসলামি বিপ্লব আমাদের কাছে একটি আমানত। এই আমানতকে সারা বিশ্বে পৌঁছে দিতে হবে। এই বিপ্লব যদি সফল না হতো তাহলে আল-কুদস মুক্তির ব্যাপারে আন্দোলন হতো না, মজলুমরা আরো মজলুম হয়ে যেত। এই বিপ্লবের সফলতার কারণে মধ্যপ্রাচ্যে বৃহত্তর ইসরাইল গড়ার যে নীলনকশা তেলআবিবের ছিল তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। 

ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন ইরানের আহলুল বাইত (আ.) বিশ্বসংস্থার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুবাল্লিক বিভাগের মহাপরিচালক ড. মোহাম্মদ আলী ময়ীনিয়ান, আন্তর্জাতিক বিষয়ক উপ-প্রধান ড. মোহাম্মাদ জাওয়াদ যারিয়ান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন, ইরানিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুল কুদ্দুস আল-কুদস কমিটি বাংলাদেশ'র সহ-সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম বদরুদ্দোজা এবং খুলনা ইসলামি শিক্ষাকেন্দ্রের শিক্ষা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মোহাম্মাদ আলী মোর্ত্তজা, আনিছুর রহমান প্রমুখ।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

ট্যাগ