নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার
https://parstoday.ir/bn/news/bangladesh-i105460-নারায়ণগঞ্জের_শীতলক্ষ্যায়_লঞ্চডুবি_৬_জনের_মরদেহ_উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে চর সৈয়দপুর এলাকায় পণ্যবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (রোববার) দুপুরে চর সৈয়দপুরের আলামিন নগর ব্রিজের কাছে এমভি আশরাফ উদ্দিন নামে লঞ্চটি ডুবে যায়। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ২০, ২০২২ ১৮:৫৫ Asia/Dhaka

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে চর সৈয়দপুর এলাকায় পণ্যবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (রোববার) দুপুরে চর সৈয়দপুরের আলামিন নগর ব্রিজের কাছে এমভি আশরাফ উদ্দিন নামে লঞ্চটি ডুবে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এমভি আশরাফ উদ্দিন। পথে এমভি রূপসী-৯ নামের একটি কার্গোবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি মুহূর্তেই ডুবে যায়। এ সময় ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তা কেউ নিশ্চিত করতে পারেনি।

সদর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ছয় জনের লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে তিন জন নারী, শিশু দুই ও অন্যজন পুরুষ। নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের কর্মীরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।

তিনি আরও জানান, শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দেয়া সিটি গ্রুপ এর মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯ আটক করেছে নৌ পুলিশ। মুন্সিগঞ্জেরর হোসেন দি ডকইয়ার্ড থেকে জাহাজটি আটক করা হয়। তবে এর মাস্টার, ড্রাইভার সহ সকল কর্মী পালিয়ে গেছে।

উদ্ধার অভিযানে কাজ করছে নৌ পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস এবং বিআইডব্লিউটিএ

এদিকে, লঞ্চডুবির কারণ উদঘাটন করে দায়ীদের শনাক্তে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ ন ম বজলুর রশীদকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মুহাম্মদ রফিকুল ইসলামকে কমিটির সদস্যসচিব করা হয়েছে। এছাড়া নৌ-পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সমিনার ক্যাপ্টেন আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমানকে কমিটির সদস্য করা হয়েছে।

কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে কারণ উদঘাটন ও দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে শনাক্ত করতে করবে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২০