ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i105528-ভোজ্যতেল_আমদানি_কমিয়ে_উৎপাদনে_যেতে_হবে_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। দেশে উৎপাদনে যেতে হলে সয়াবিন ও সূর্যমুখীর চাষ বাড়াতে হবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ২২, ২০২২ ১৬:৩৩ Asia/Dhaka
  • একনেকের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি : পিআইডি
    একনেকের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি : পিআইডি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। দেশে উৎপাদনে যেতে হলে সয়াবিন ও সূর্যমুখীর চাষ বাড়াতে হবে।

আজ (মঙ্গলবার) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা একথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো সাংবাদিকেদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের একনেক সভায় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বীজ বর্ধন খামার স্থাপন প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে ৪৩৮ কোটি ৯৪ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন, ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। সয়াবিন চাষ করতে হবে। আমদানি কমিয়ে দেশে উৎপাদনে যেতে হবে। সয়াবিন ও সূর্যমুখী চাষ করতে বলেছেন প্রধানমন্ত্রী। এসময় বাদামসহ তেল বীজ উৎপাদনের উদ্যোগ নেওয়ার জন্যও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ফেনী অঞ্চলে বাদাম ভালো হয়। সয়াবিন, সরিষা, তিল ও চীনাবাদামসহ তেল বীজ উৎপাদনে যেতে হবে। প্রয়োজনে এটা আরও গবেষণা করে সারা দেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, একনেকের সভায় সংসদ সদস্যদের জন্য পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণসহ ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৫ হাজার ৭৪৪ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১১ হাজার ৬৪৪ কোটি ৮৩ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৪ হাজার ৬৮ কোটি ৫৩ লাখ টাকা। এ ছাড়া সংস্থার নিজস্ব তহবিল থেকে এক কোটি ২০ লাখ টাকা ব্যয় করা হবে। #

পার্সটুডে/আশরাফুর রহমান/২২