বিদেশে আ. লীগের প্রভু নেই: কাদের, সরকার টাকা পাচারের উন্নয়ন করছে: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i107396-বিদেশে_আ._লীগের_প্রভু_নেই_কাদের_সরকার_টাকা_পাচারের_উন্নয়ন_করছে_রিজভী
মে দিবস উপলক্ষে আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক  সমাবেশে আয়োজন করে  জাতীয়তাবাদী শ্রমিক দল । 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ০১, ২০২২ ১৯:০৪ Asia/Dhaka
  • বিদেশে আ. লীগের প্রভু নেই: কাদের, সরকার টাকা পাচারের উন্নয়ন করছে: রিজভী

মে দিবস উপলক্ষে আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক  সমাবেশে আয়োজন করে  জাতীয়তাবাদী শ্রমিক দল । 

সমাবেশে বিএনপি  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার হরণ করেছে। শ্রমিকেরা এখন ইচ্ছা করলেই সমাবেশ, ইউনিয়ন, সংগঠন করতে পারেন না। রানা প্লাজা ধসের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, শ্রমিকদের নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত বিচার হয়নি। এ ঘটনায় অনেকে পঙ্গু হয়েছেন। তাঁরা এখনো তাঁদের ন্যায্য ক্ষতিপূরণের টাকা পাননি।

বিএনপির র মহাসচিব আরও  বলেছেন,  সরকার মেগা প্রকল্প ও উন্নয়নের কথা বললেও শ্রমিকদের জন্য এখন পর্যন্ত কোনো কিছুই করেনি। শ্রমিকদের জন্য একটা  হাসপাতাল হয় না। তাঁরা বিনা পয়সায় কোনো চিকিৎসা পান না। তাঁদের ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ পান না। সবকিছু থেকে এ দেশের শ্রমিক শ্রেণী  বঞ্চিত।

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা এই জাতির জন্য অত্যন্ত লজ্জার একটি বিষয় বলে মনে করেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ কোনো আনন্দের বিষয় নয়। কিন্তু এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা, গুম, মানবাধিকার লঙ্ঘন করছে, এমনকি অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গিয়ে তাঁর মা-বোনদের ওপর অত্যাচার করছে, বাড়িঘর ভাঙচুর করছে। এগুলো কখনোই মেনে নেওয়া যায় না।

সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার উন্নয়ন দেখাচ্ছে। অথচ অসংখ্য শ্রমিক আজ কর্মহীন। এক দিকে করোনার অভিঘাত, আরেক দিকে এই সরকারের ভ্রান্ত-নীতির কারণে একবেলা, আধা-বেলা খেয়ে বেঁচে আছেন। এইখানে সরকারের কোনো উন্নয়ন নেই। যে উন্নয়নে টাকা পাচার হবে, ক্ষমতাসীনদের আত্মীয়স্বজনেরা কানাডা ও ইউরোপে বাড়ি বানাতে পারবেন, সেই উন্নয়ন সরকার করে।

ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই আলোচনা করে সব সমস্যার সমাধান করতে হবেঃ 

এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই আলোচনা করে সব সমস্যার সমাধান করতে হবে। ২১ বছর বিরোধ জিয়ে  রেখে দেশের কোনো লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে। তিস্তা নদীর পানি বণ্টনের অমীমাংসিত বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ সাহায্য চাইতেই পারে, কারণ এটি জাতীয় স্বার্থ। আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের উল্লেখ করেন, আওয়ামী লীগের শক্তি এ দেশের জনগণ। আর জনগণ যাদের ক্ষমতার উৎস, তাদের অন্য কারও শক্তির কাছে জিম্মি হতে হয় না। বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোনো প্রভু নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতি মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁরা আজ মে দিবস পালন করছেন, এটি আজ একটি ঐক্যের দিন।

‘এ দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে সবার আগে পৌঁছে যায় আওয়ামী লীগ’ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘সংকটে, দুর্যোগে আওয়ামী লীগ কখনও হতাশ হয় না। শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে সবাই কাজ করে যাচ্ছেন।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ অন্যান্য নেতারা।

পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অসহায় ও দুস্থদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতারা।#

পার্সটুডে/এআরকে/১