রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ, জরিমানা করায় টিটিই বরখাস্ত
(last modified Sat, 07 May 2022 08:50:28 GMT )
মে ০৭, ২০২২ ১৪:৫০ Asia/Dhaka
  • রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণ, জরিমানা করায় টিটিই বরখাস্ত

রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণকারী তিন ট্রেনযাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করার পর সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে (টিটিই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের নির্দেশে শুক্রবার থেকে টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে।

রেলের একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে তিন যাত্রী বিনা টিকিটে এসি কেবিনে ঢাকা যাচ্ছিলেন। এ সময় কর্তব্যরত টিটিই শফিকুল ইসলাম তাদের টিকিট দেখতে চাইলে তারা রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। টিটিই বিষয়টি তাৎক্ষণিকভাবে পাকশী বিভাগীয় রেলের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুরুল আলমের সঙ্গে আলাপ করলে তিনি সর্বনিম্ন ভাড়া নিয়ে এসি টিকিট না করিয়ে সাধারণ কোচের টিকিট কাটার পরামর্শ দেন। এসিওর পরামর্শ অনুযায়ী টিটিই তাদের ৩৫০ টাকা জনপ্রতি হিসেবে ১০৫০ টাকা নিয়ে তিনটি সুলভ শ্রেণির নন-এসি কোচে সাধারণ আসনের টিকিট দেন।

ওই তিন ট্রেনযাত্রী তাৎক্ষণিকভাবে কোনো অভিযোগ না করলেও ঢাকায় পৌঁছে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেন। সেই অভিযোগ পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন সংশ্লিষ্ট টিটিইকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। টিটিই শফিকুল ইসলামকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

টিটিই শফিকুল ইসলামের ভাষ্য, ‘বরখাস্তের বিষয়টি আমি ট্রেনে ডিউটিরত অবস্থায় মোবাইল ফোনে জানতে পেরেছি। রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেওয়ায় আমি তাদের প্রতি সম্মান দেখিয়ে এসিওর পরামর্শ মতো ব্যবস্থা নিই। তাদের সঙ্গে কোনোরকম অসদাচরণ করিনি।’

পায়রা সেতুর টোল প্লাজার হাঙ্গামা

ওদিকে পটুয়াখালীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেনের ছেলের বরযাত্রীদের সঙ্গে পায়রা সেতুর টোল আদায়কারীদের সংঘর্ষে নববধূসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশসহ র‍্যাব  সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। টোল আদায়কে কেন্দ্র করে এ সংঘর্ষে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, কাজী হেলেনের বড় ছেলে মাহিন তালুকদার নববধু  নিয়ে বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে পটুয়াখালী ফিরছিলেন। পথে দুমকী উপজেলাধীন লেবুখালীতে পায়রা সেতুর দক্ষিণ প্রান্তে টোল আদায়কারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা থেকে একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

আওয়ামী লীগ নেতা কাজী হেলেন দাবি করেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। পটুয়াখালী থেকে বরিশাল যাওয়ার পথে পায়রা সেতুর টোলপ্লাজার লোকজনের সঙ্গে কথা হলে তারা হাসতে হাসতে বিয়ের মিষ্টি ও বখশিশ দাবি করেন। তখন তার ছোট ছেলে বলছেন, ফেরার পথে মিষ্টি ও বখশিশ দিয়ে যাবেন। যাওয়ার সময় কিছু হলো না। কিন্তু বরিশাল থেকে পটুয়াখালী ফেরার পথে হঠাৎ টোলপ্লাজার স্টাফরা তার দু’ ছেলের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে যান। একপর্যায়ে তার ছেলের বন্ধু মেরিন ইঞ্জিনিয়ার আশিককে টেনেহিঁচড়ে টোলপ্লাজার নিচতলায় নিয়ে বেদম মারধর করে। এ ঘটনার সময় টোলপ্লাজার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, ক'দিন আগে বিএনপির প্রোগ্রামে টোল ফ্রি করে দেওয়া হলো আর আওয়ামী লীগের এমপির ছেলের বিয়ের বহরে হামলা হয়। বোঝার বাকি নেই, এরা কারা?

পায়রা সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের ম্যানেজার আসাদুজ্জামান বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তারা জানতে পেরেছেন, একটি বিয়ের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ব্রিজ পার হয়ে টোলপ্লাজায় আসার পর টোল চাইলে গাড়ি থেকে নেমে এমপির পরিবারের সদস্য পরিচয় দেন। এক পর্যায়ে গাড়ি থেকে নেমে কয়েকজন যুবক টোল আদায়কারী স্টাফদের সঙ্গে প্রথমে বাগবিতণ্ডা এবং একপর্যায়ে মারধর শুরু করে। এতে বেশ কয়েকজন স্টাফ আহত হন। হামলাকারীরা  অফিস রুমে এসেও স্টাফদের মারধর করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ প্রসঙ্গে পটুয়াখালি পুলিশ সুপার জানান, এ  ঘটনায় দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। কোনো পক্ষই অভিযোগ করেনি। বিষ্যটি নিজেরা মিটমাট করে নিয়েছে।

 

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ