মে ১৩, ২০২২ ২২:১৮ Asia/Dhaka
  • কিশোরগঞ্জে রেডিও তেহরানের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা কার্ড বিতরণ

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পিরিজপুরে আজ (শুক্রবার) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রেডিও তেহরান বাংলা বিভাগের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা শুভেচ্ছা কার্ড আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে।

রেডিও তেহরান বাংলা বিভাগের পরিচালক জনাব মুজতবা ইব্রাহিমির শুভেচ্ছা বাণী ও আইআরআইবি বিল্ডিংয়ের ছবিসহ মনোরম কার্ডগুলো পেয়ে শ্রোতারা যারপরনাই খুশি হন এবং এসব আকর্ষণীয় কার্ড পাঠানোর জন্য বাংলা বিভাগের জনাব আশরাফুর রহমানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ আজ (১৩/০৫/২০২২, শুক্রবার) পিরিজপুর বাজারে ঈদ পুনর্মিলনী ও শ্রোতা আড্ডার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজে ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রধান লাইব্রেরীয়ান কাজী এনামুল হক।

ঈদ পুনর্মিলনী ও শ্রোতা আড্ডা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংঘের সাংগঠনিক সম্পাদক ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার সংঘ’র উপদেষ্টা মুহাম্মদ আসাদুজ্জামান (মাস্টার), সংঘ’র সহ-সভাপতি ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের অর্থ সম্পাদক শরিফা আক্তার পান্না, সংঘ’র সহ-সাংগঠনিক সম্পাদক ও আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর মিয়া, সংঘ’র প্রচার সম্পাদক শরিফুল ইসলাম আশিক ও নবাগত সদস্য মোঃ রবিউল আওয়াল (২)

প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহাদত হোসেন বলেন, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলোর মধ্যে একমাত্র রেডিও তেহরান শ্রোতাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করে চলছে। শুধু তাই নয়, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করছে। এমনকি বাংলাভাষী শ্রোতাদের কথা চিন্তা করে সারা বাংলাদেশে এফএম সার্ভিসের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নিয়েছে। তাদের এ উদ্যোগ সফল হলে সারা বাংলাদেশে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা আরো সহজ হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব এনামুল বলেন, বেতার আমাদের ভালোবাসার জায়গা, আমাদের শখের স্থান। তাই যেসব বেতার কেন্দ্র আমাদের সাথে বেশি সংযোগ স্থাপন করবে, আমরাও সেসব বেতারের অনুষ্ঠান শুনতে অনুপ্রাণিত হব।

অনাড়ম্বর এ অনুষ্ঠানে কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ’র গঠনতন্ত্র, চাঁদা আদায়, কমিটি পুনর্গঠন এবং আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের নতুন প্রতিযোগিতা আয়োজন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কিশোরগঞ্জের সবাইকে আগামী ২০ মে ২০২২ খ্রি. তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের অনুষ্ঠানে যোগ দেয়ার আহ্বান জানানো হয়। উল্লেখ্য যে, অনুষ্ঠানের উপস্থিতিদের জন্য দুপুরের খাবার ও অন্যান্য আপ্যায়নের ব্যবস্থা করেন কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংঘ’র দুজন উপদেষ্টা এবং আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জের সহ-সভাপতি সাইফুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক শাহজালাল হাজারী। 

 

বার্তা প্রেরক

শরিফা আক্তার পান্না

অর্থ-সম্পাদকআ, ইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ

২০৬/১ খড়ম পট্টি

কিশোরগঞ্জ-২৩০০, বাংলাদেশ

ট্যাগ