৬ জুলাই থেকে ঢাকায় বসবে অস্থায়ী কুরবানি পশুর হাট, চলবে ঈদের দিনসহ ৫ দিন
(last modified Wed, 15 Jun 2022 05:59:13 GMT )
জুন ১৫, ২০২২ ১১:৫৯ Asia/Dhaka
  • ৬ জুলাই থেকে ঢাকায় বসবে অস্থায়ী কুরবানি পশুর হাট, চলবে ঈদের দিনসহ ৫ দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৬ জুলাই থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় বসবে অস্থায়ী কুরবানি পশুর হাট। ঈদের দিনসহ মোট পাঁচদিন চলবে পশু বেচাকেনা। 

ঢাকা দুই সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এ বছর ঢাকার দুই সিটি ছাড়াও গাবতলী স্থায়ী পশুর হাট এবং সারুলিয়ায় দক্ষিণ সিটির স্থায়ী হাটে নিয়মিত কুরবানি পশু বেচাকেনা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন গণমাধ্যমকে বলেন, এবার আমাদের অধীনে ১০টি অস্থায়ী হাট বসবে। দুটি বাদে সবগুলো হাটের কার্যাদেশ হয়ে গেছে শুধু আমুলিয়া ও রহমতগঞ্জ দুটি হাটের কার্যাদেশ হয়নি।

অন্যদিকে ঢাকা উত্তর সিটির প্রধান সম্পত্তি বিভাগ জানিয়েছে, তাদের ৮টি হাটের মধ্যে পাঁচটি ইজারা সম্পন্ন হয়ে গেছে আর বাকি তিনটিও হওয়ার অপেক্ষায় আছে।

ডিএসসিসির অধীনে ১০টি অস্থায়ী হাট হলো- লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ সংলগ্ন উন্মুক্ত এলাকা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা এবং লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গাসহ কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের এলাকায় অস্থায়ী হাট বসবে।

ডিএনসিসির আওতায় যে ৮টি স্থানে অস্থায়ী পশুর হাট বসবে- ভাটারা (সাইদনগর) পশুর হাট, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, মিরপুর সেকশন ৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, মোহাম্মদপুর বছিলায় ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং ব্লক-ই থেকে এইচ পর্যন্ত এলাকার খালি জায়গা এবং ৩০০ ফিট সড়ক সংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল-যমুনা হাউজিং কোম্পানির খালি জায়গা, দক্ষিণখানের কাঁচকূড়া ও এর পাশে ব্যক্তিগত মালিকানাধীনের খালি জায়গা মিলিয়ে অস্থায়ী পশুর হাট বসবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫

ট্যাগ