নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হবে: কাদের
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জাতিসংঘের বাংলাদেশ অফিসের আবাসিক সমন্বয়ক জিয়েন লুইসসহ তার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গতকাল (মঙ্গলবার) বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর পর আজ (বুধবার) একই স্থানে বিএনপির প্রতিনিধিদল বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত চার্লস হোয়াইলির সঙ্গে।
দু'টি বৈঠকেই উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব এড়িয়ে গেলেও বিএনপি নেতারা বলেন, কূটনীতিকদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নানা বিষয়ে কথা বলেছেন তারা। বিএনপির জ্যেষ্ঠ নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ এবং ইইউ'র মধ্যে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্ক আছে, সেই সম্পর্কের মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।’
২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগে ও পরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছিল বিএনপি। ওই বৈঠকগুলোকেও ভালোভাবে নেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এদিকে, গত দু’দিনে বিদেশিদের সঙ্গে দু’দফা বৈঠকের ঘটনাকে তীর্যকভাবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতাদের অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বিএনপি।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ বিষয়ে বিএনপি’র কঠোর সমালোচনা করে বলেছেন, বিদেশিদের কাছে অভ্যন্তরীণ বিষয়ে জানিয়ে তারা দেশকে ছোট করেছে।
হাছান মাহমুদ আরো বলেন, ‘এ দেশে কোনো বিদেশি রাষ্ট্রদূত কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি কাউকে ভোট দিয়ে ক্ষমতায় বসানোর অধিকার রাখে না। আর আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তাদের নাক গলানোও সমীচীন নয়। তারা নাক গলাতে না চাইলেও আমরা দেখি বিএনপি তাদের নাকটা নিয়ে ওদের কাছে যায়। তো এটি দেশকে ছোট করার শামিল।’
নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তিত হবে: কাদের
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারো বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার পরিবর্তিত হবে। তাই সরকার পতনের হুমকি দিয়ে কোনো লাভ নেই। ষড়যন্ত্রের মাধ্যমে তার কোনো ব্যত্যয় ঘটাতে চাইলে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেবে।
আজ এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, যশোর জেলা যুবদলের সহসভাপতি বদিউজ্জামান হত্যাকাণ্ড নিয়ে বিএনপির মহাসচিবের বিবৃতিতে বানোয়াট তথ্য পরিবেশন করা হয়েছে।
সহিংস রক্তপাতের মধ্য দিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে౼ মির্জা ফখরুলের দেয়া এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে আইনের শাসনের প্রতি পরিপূর্ণভাবে শ্রদ্ধাশীল এবং সাংবিধানিক বিধিবিধান অনুযায়ী নির্বাচন ছাড়া আওয়ামী লীগ কখনো দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেনি। স্বাধীন বাংলাদেশে সাংবিধানিক পন্থায় স্বেচ্ছায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একমাত্র নজির সৃষ্টি করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৩