‘পররাষ্ট্রমন্ত্রী আ. লীগের দলীয় সংসদ সদস্য হলেও তিনি কেন্দ্রীয় কমিটির কেউ নন'
https://parstoday.ir/bn/news/bangladesh-i112216-পররাষ্ট্রমন্ত্রী_আ._লীগের_দলীয়_সংসদ_সদস্য_হলেও_তিনি_কেন্দ্রীয়_কমিটির_কেউ_নন'
বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী (ড. এ কে আব্দুল মোমেন) অবশ্যই আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য। তবে, তিনি দলের কেন্দ্রীয় কমিটির কেউ নন। তিনি আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কথা বলবেন, এমন দায়িত্বপ্রাপ্ত কেউ নন। তাঁকে এমন দায়িত্বও দেওয়া হয়নি।’
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২১, ২০২২ ১৭:৪৮ Asia/Dhaka
  • ড. হাছান মাহমুদ
    ড. হাছান মাহমুদ

বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী (ড. এ কে আব্দুল মোমেন) অবশ্যই আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য। তবে, তিনি দলের কেন্দ্রীয় কমিটির কেউ নন। তিনি আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কথা বলবেন, এমন দায়িত্বপ্রাপ্ত কেউ নন। তাঁকে এমন দায়িত্বও দেওয়া হয়নি।’

সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি চলমান রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এর আগে গতকাল (শনিবার) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান   বলেছিলেনন, ‌পররাষ্ট্রমন্ত্রী মোমেন আওয়ামী লীগের কেউ না। তার বক্তব্যের দায়ভার আওয়ামী লীগ নেবে না।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বিদেশে গিয়ে কেউ ব্যক্তিগত গল্প করে এলে, তার দায় আওয়ামী লীগ নেবে না। দলের পক্ষ থেকে কাউকে এ দায়িত্ব দেওয়াও হয়নি।’

আওয়ামী লীগ জনগণের শক্তিকে বিশ্বাস করে বলে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দলের ভিত হলো জনগণ। জনগণের রায় নিয়েই আওয়ামী লীগ সবসময় ক্ষমতায় এসে দেশ পরিচালনা করছে। জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না।’

এর আগে, গত ১৮ আগস্ট চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেছিলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। তাকে টিকিয়ে রাখতে পারলে বাংলাদেশ উন্নয়নের দিকে যাবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’ মন্ত্রীর এই বক্তব্য ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দলের বা সরকারের নয়। ক্ষমতায় টিকে থাকতে ভারতে অনুরোধ করতে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।#

পার্সটুডে/এমএআর/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।