কাজে ফেরেনি হবিগঞ্জের চা শ্রমিকরা, মৌলভীবাজারে জেলা প্রশাসকের মতবিনিময়
মজুরি বৃদ্ধির দাবিতে হবিগঞ্জে জেলায় চা শ্রমিকদের কর্মবিরতি আজকেও অব্যাহত রয়েছে। আজ (মঙ্গলবার) সকাল থেকে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন শ্রমিকরা।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে দেশের অন্যান্য চা বাগানগুলো কাজ শুরু করলেও হবিগঞ্জের লস্করপুর ভেলীর ২৩টি বাগানের শ্রমিকরা এখনো কাজে ফেরেনি।
শ্রমিকরা জানিয়েছেন, এর আগে রাতের আধাঁরে শ্রমিক নেতারা বাগান কর্তৃপক্ষের সাথে আতাঁত করে ১২০ টাকা মজুরি মেনে নিয়ে তাদের কাজে যোগদান করতে বলেছেন। নেতারা তাদের সামনে এসে কথা বলছেন না। গতকাল (সোমবার) হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান লস্করপুর ভ্যালির ২৩ টি চা বাগানের শ্রমিকদের সমাবেশে উপস্থিত হয়ে সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা জানান। কিন্তু চা শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেননি।
আজ বিকেলে চা বাগান পঞ্চায়েত কমিটির নেতাদের সাথে আলোচনার পর চা শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করবেন কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে সমাবেশ থেকে জানানো হয়। শ্রমিকদের আশা, ভেলী ও পঞ্চায়েত নেতাদের সাথে আলোচনা করে আজ-কালের মধ্যেই শ্রমিকদের কাজে ফিরিয়ে নেওয়ার পরিবেশ সৃষ্টি হবে।
চা বাগানের নারী শ্রমিকদের সংগঠনের সভাপতি খাইরুন আক্তার জানান, তারা সকাল থেকেই আন্দোলনে রয়েছে। বিভিন্ন চা বাগান থেকে শ্রমিকরা আমাদের সাথে যোগ দিয়েছে। আমরা ৩০০ টাকা মজুরি না পেলে আন্দোলন চালিয়ে যাব।
শ্রীমঙ্গলে চা–শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ জানাচ্ছেন জেলা প্রশাসক
এদিকে, বাংলাদেশ চা–শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অমান্য করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ (মঙ্গলবার) সকাল থেকে ধর্মঘট পালন করছেন চা–শ্রমিকেরা। আজ ধর্মঘটের ১১তম দিন। দুপুর ১২ পর্যন্ত শ্রীমঙ্গলের সব কটি চা–বাগানে শ্রমিকেরা বাগানে কাজ করা থেকে বিরত ছিলেন।
দুপুরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক নাহিদ আহসান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজীব মাহমুদ কয়েকটি বাগানে প্রধানমন্ত্রীর বার্তা চা–শ্রমিকদের কাছে পৌঁছে দেন এবং কাজে ফেরার অনুরোধ জানান।
ইতোমধ্যে চা শ্রমিকদের দাবির সমর্থনে জাসদের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ আজ সকাল ১১ টায় রাজধানীতে জাসদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ (ন-মা) সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চা শ্রমিকদের শতবছরের দাসত্ব থেকে মুক্ত করতে হবে এবং শ্রমিকদের বেঁচে থাকার জন্য নূন্যতম দৈনিক মজুরি ৩০০টাকার দাবি মেনে নিতে হবে। মানববন্ধন শেষে একটি মিছিল জিরো পয়েন্ট, পল্টন হয়ে প্রেসক্লাব গিয়ে শেষ হয়।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩