সরকার পতনই বিএনপির লক্ষ্য- ফখরুল: অস্তিত্ব টেকাতে নির্বাচনে আসতে হবে- কাদের
'সরকার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য’–এমন স্পষ্ট মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (শুক্রবার) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘‘এখন একেবারে নিরেট বাস্তবতা হচ্ছে, একটা ভয়াবহ ফ্যাসিবাদী দানব আমাদের সব কিছুকে দুমড়ে-মুচড়ে ধ্বংস করে দিচ্ছে। তাকে প্রতিহত করা, তাকে পরাজিত করাই আমাদের একমাত্র লক্ষ্য। মানুষকে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে জাগিয়ে তোলার শক্তি রয়েছে কবির বিপ্লবী প্রতিবাদী রচনায়। সেজন্য কবি কাজী নজরুল ইসলাম বর্তমান সবচেয়ে বেশি প্রাসঙ্গিক।
ওদিকে, আজ রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতিতে ভোট চুরি করে বর্তমান সরকার ক্ষমতায় থাকার পরিকল্পনা করছে।
খন্দকার মোশাররফ স্পষ্ট করেই বলেছেন, এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, দেশের মানুষও যাবে না। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে; যার মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে পারে।
অপরদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আজ রাজধানীতে দলীয় এক কর্মী সমাবেশে এই বলে মন্তব্য করেছেন যে, আবারও জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতাসীন সরকারকে ক্ষমতায় বসাতেই ১৫০ আসনে ইলেকট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
তিনি বলেন, নির্বাচন কমিশনের সাথে সংলাপে ১৯টি দল ইভিএম-এর বিরোধিতা করেছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৯টি দল আলোচনায় অংশগ্রহণই করেনি। অথচ আওয়ামী লীগ ও সমমনা মাত্র ৪ টি দল সমর্থন করার প্রেক্ষিতে অর্ধেক আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কথা ঘোষণা দিয়েছে ইসি। এতে স্পষ্ট বোঝা গেছে ভোট চুরির আধুনিক কৌশল ব্যবহার করে ক্ষমতাসীনদের ইচ্ছে পূরণেই এমন জনবিরোধী সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ইসি তার নিরপেক্ষতা হারিয়েছে।
'সরকারকে টিকিয়ে রাখতে নির্বাচন কমিশন ইভিএম এ ভোটের সিদ্ধান্ত নিয়েছে’- বিরোধীদের এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা জালিয়াতিমুক্ত, কারচুপিমুক্ত নির্বাচন চাই। সিল মারামারি নির্বাচন চাই না। সে জন্যই ইভিএম চাই। যারা সিল মারামারি নির্বাচনে অভ্যস্ত, যারা নির্বাচন বলতে কেন্দ্র দখল, যারা নির্বাচন বলতে ব্যালট পেপারে সিল মারা এটা বুঝে, যারা নির্বাচন বলতে ভোট কারচুপি বুঝে, ভোট জালিয়াতি বুঝে তারা ইভিএমকে সমর্থন করে না। আমি বিএনপির কথাই বলছি।’
গতকাল রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি বলেন, ‘স্থানীয় সরকারের অনেকগুলো নির্বাচন পরীক্ষামূলকভাবে এই ইভিএমে হয়েছে। সিটি করপোরেশনগুলোতেও হয়েছে। সিলেটে হয়েছে, বরিশালে হয়েছে, কুমিল্লাতে হয়েছে। কেউ কি কোনো প্রশ্ন করেছে?
এ সময় ওবায়দুল কাদের আবারো বলেন, বিএনপিকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আগামী নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের আর কোনো সুযোগ নেই।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।