পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
https://parstoday.ir/bn/news/bangladesh-i113274-পুনর্বিন্যাসকৃত_সিলেবাসে_এসএসসি_ও_সমমানের_পরীক্ষা_শুরু
করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে শুরু হয়েহে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আজ (বৃহস্পতিবার) দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় এবার এ পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১৫:৪১ Asia/Dhaka
  • পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে শুরু হয়েহে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আজ (বৃহস্পতিবার) দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় এবার এ পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

এদিকে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে শেষে শিক্ষা সচিব আবু বকর ছিদ্দিক জানান, প্রশ্ন ফাঁসের কোনো সংবাদ পাওয়া যায়নি। প্রশাসন সতর্ক থাকায় প্রশ্নফাঁস বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

২০২১ সালের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছ ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। তবে  মোট প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি এবং কেন্দ্র বেড়েছে ১১১টি।

এ বছর সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৫৯১ টি বিদ্যালয়ে পরীক্ষার আয়োজন করা হয়েছে। তার মধ্যে নয়টি সাধারণ বোর্ডের আওতায় পরীক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন।

মাদরাসা বোর্ডের আওতায় দাখিল পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার পরীক্ষার্থীর জন্য ৭১৫টি কেন্দ্রে ৯ হাজার ৯৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে। এছাড়া কারিগরি বোর্ডের আওতায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী রয়েছে। মোট ৮২৮টি কেন্দ্রে ২ হাজার ৮১৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এছাড়া দেশের বাইরে আটটি দেশে ৩৬৭ জন পরীক্ষার্থী রয়েছে।

বৈশ্বিক মহামারির কারণে পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কিছুটা কমিয়ে আনা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পুনর্বিন্যাসকৃত সিলেবাস নিয়ে, পরীক্ষার সময় ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে। এরমধ্যে এমসিকিউ ২০ মিনিট এবং সিকিউ ১ ঘণ্টা ৪০ মিনিট। এ বছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না।

এসএসসিতে বিভাগভেদে বাংলা, ইংরেজি, গণিত, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা, পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ, উচ্চতর গণিত, হিসাববিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগেই সতর্ক করে দিয়েছেন, কোনো প্রতিষ্ঠানের শিক্ষক বা প্রতিষ্ঠানের প্রধান পাবলিক পরীক্ষায় বেআইনি কোনো কাজ করলে সে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে। দোষী শিক্ষক ও কর্মচারীদের (সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলে) চাকরি হতে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের এমপিওভুক্তি বাতিল করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

অনার্স ভর্তি পরীক্ষা চলার এক ঘণ্টা পর জানানো হয় পরীক্ষা বাতিল।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে আজ (বৃহস্পতিবার)। অন্য সব বিভাগের মতো দর্শন বিভাগেরও পরীক্ষা শুরু হয় সকাল ৯টায়। কিন্তু পরীক্ষার হলে ঢুকে শিক্ষার্থীদের দেখতে পান  সিলেবাসের সঙ্গে নেই প্রশ্নের কোনো মিল। ১০০ নম্বরের পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্ন পত্রে ছিল ৭৫ নম্বরের প্রশ্ন।

এ পর্যায়ে পরীক্ষা চলার এক ঘণ্টা পরে পরীক্ষা কমিটি কেন্দ্রে এসে ঘোষণা দেয়- ভুল প্রশ্নের কারণে আমাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে এই পরীক্ষা নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা যায়, অনার্স দ্বিতীয় বর্ষ ২০২১ এর দর্শন বিভাগের পরীক্ষা শুরু হয়েছে। আজ ছিল নন-মেজর ইংলিশ পরীক্ষা। নতুন সিলেবাসের সঙ্গে পুরান সিলেবাসের পরীক্ষার্থীদেরও পরীক্ষা ছিল আজ।

সাত কলেজের সমন্বয়ক ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য জানান, নিয়মিত ও অনিয়মিতদের আলাদা আলাদা প্রশ্নপত্রের বদলে একই প্রশ্ন সরবরাহ করা হয়েছিল। তাই পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে শিগগিরই এই পরীক্ষা নেওয়া হবে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।