পঞ্চগড়ে নৌকাডুবি: ২৫ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪০
https://parstoday.ir/bn/news/bangladesh-i113722-পঞ্চগড়ে_নৌকাডুবি_২৫_জনের_মরদেহ_উদ্ধার_নিখোঁজ_৪০
বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা থানার করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৪০ জন। আজ (রোববার) দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০২২ ০১:১২ Asia/Dhaka
  • পঞ্চগড়ে নৌকাডুবি: ২৫ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪০

বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা থানার করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৪০ জন। আজ (রোববার) দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর রংপুর থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার কাজ শুরু করে। ভয়াবহ এ দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ১২ নারী, ৮ শিশু ও ৫ জন পুরুষ। ঘটনার পর ৪৪ জনকে উদ্ধার করা হয়। 

বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানিয়েছেন, “হতাহতরা সবাই শুভ মহালয়া উপলক্ষে বরদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। মন্দিরে যেতে হলে করতোয়া নদী পাড়ি দিয়ে যেতে হয়। মন্দিরে মহালয়া উপলক্ষে প্রতিবছরই অনেক বড় অনুষ্ঠান হয়। আশপাশের প্রায় সব জেলা থেকে প্রচুর পূর্ণার্থীরা আসেন। গত দুদিন প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে উজানের ঢলে নদীর পানি বেড়ে গেছে। আর নৌকাটি ডুবেছে মাঝ নদী বরাবর। এতেই প্রাণহানির সংখ্যা বেড়েছে।”

ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উদ্ধার কাজে অংশ নিচ্ছে বলে জানান ওসি।

এদিকে, আলো স্বল্পতার কারণে রাত ১১টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আফজাল হোসেন। তিনি বলেন, অন্ধকারের জন্য আমরা কিছু দেখতে পারছি না। ঘটনাস্থলে আমাদের একটি টিম আছে। আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল (সোমবার) ভোর থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে। আরও দুটি ডুবুরি দল কাজ করবে কাল। ৩০ কিলোমিটার পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী বলেছেন, লাশ শনাক্তের পর নিয়ম অনুযায়ী স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।   

আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

স্বজনদের খোঁজ নিতে অনেকেই নদীর পাড়ে এসে কান্নায় ভেঙে পড়েন। শোকার্তদের আহাজারি চলছে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।